স্রেফ ভালোবাসা নয়। উদযাপন হোক বিচ্ছেদ। সম্প্রতি, এই ধারণায় মজেছেন অনেকেই। বিয়ের মতো, আংটি পরার চল শুরু হয়েছে বিচ্ছেদের পর। যার দরুণ বদলাচ্ছে বিচ্ছেদের চিরাচরিত কিছু ধারণা। ঠিক কেমন সেই বদল? আসুন শুনে নেওইয়া যাক।
দীর্ঘদিনের ভালোবাসা। দুজনের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত। শুরুটা হল আংটি বদল দিয়ে। মোটামুটি গোটা বিশ্বেই বিয়ের সঙ্গে আংটি বদলের এই রেওয়াজ দেখা যায়। কিন্তু বিচ্ছেদেও একইভাবে আংটি পরার কথা শুনেছেন? সম্প্রতি নতুন ট্রেন্ডে পরিণত হচ্ছে এও।
আরও শুনুন: ঘর বাঁধার আগে ঘর করার পরামর্শ জিনাতের, তবে আইনি আওতায় কি জটিল হচ্ছে লিভ-ইন?
ভারতীয় সমাজে বিয়ে পবিত্র বন্ধন বলেই মনে করা হয়। সেক্ষেত্রে বিচ্ছেদ ভালো চোখে দেখেন না প্রায় কেউই। তাই যতই সমস্যা হোক, বিচ্ছেদের কথা ভাবতেই চান না এ দেশের অনেকে। যদিও বা সাহস করে কেউ সে পথে হাঁটেন, তবে আগামীদিনে তাঁর লড়াইটা আরও কঠিন হয়ে পড়ে। একথা বলার অপেক্ষা রাখে না, ভারতের মতো দেশে বিবাহ বিচ্ছিন্ন নারী বা পুরুষকে কটাক্ষের শিকার হতেই হয়। সমাজের নানা সুযোগ সুবিধা যা সহজাত ভাবে তাঁদের প্রাপ্য, তা পাওয়ার জন্য রীতিমতো লড়াই করতে হয় এইসব একা হয়ে যাওয়া মানুষদের। অথচ তাঁরা কেউই স্বেচ্ছায় একা হতে চাননি। স্রেফ একটা অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে নিজেদের ভালো রাখতে চেয়েছেন। সমাজ তা বুঝলে তো! সিনেমা সিরিয়ালেও সেই ছাপ স্পষ্ট ধরা পড়ে। বিচ্ছেদ হয়েছে মানেই সে সমাজ থেকে আলাদা। কিন্তু পশ্চিমের দেশগুলোতে ছবিটা মোটেও এরকম নয়। সেখানকার বহু দেশে বিচ্ছেদকে একেবারে সাধারণ ঘটনার মতোই মনে করা হয়। আর তাই সেখানে বিয়ের মতো উদযাপন করা হয় বিচ্ছেদের। এর আগে বিচ্ছেদ উদযাপনে রীতিমতো পার্টি করার খবর সামনে এসেছে। ঠিক যেভাবে বিয়ের আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করা হয়, বিচ্ছেদের পরও ঠিক তেমনটাই করেন অনেকে। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে আংটি পরা। যা একেবারেই বিয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করা হত। এবার বিচ্ছেদের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও সেই আংটি পরাকে দেখতে চাইছেন অনেকেই।
আরও শুনুন: ‘পাত্রী চাই’-এর পালটা ‘কোটিপতি পাত্র চাই’! তবে পালটা দিলে কি বৈষম্য ঘুচবে?
সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নিউ-ইয়র্কে এই ধরনের বিচ্ছেদের পর আংটি বা বিশেষ গয়না পরার রেওয়াজ চালু হয়েছে বছর দুয়েক আগে। সম্প্রতি জনপ্রিয় আমেরিকান মডেল ইমিলি তাঁর ডিভোর্স রিং বা বিচ্ছেদ আংটির ছবি পোস্ট করেছে নেটদুনিয়ায়। যা দেখার পর নতুন করে চর্চা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। ছবিতে দেখা গিয়েছে, দুই আঙুলে দুটি পাথরের আংটি পরেছেন ওই মডেল। যা আসলে দুই ভালোবাসার মানুষের আলাদা হয়ে যাওয়াকে বোঝাচ্ছে বলেই মত নেটিজেনদের। আসলে বিয়ের আংটি বিচ্ছেদ হলেই খুলে রাখেন অনেকে। সেটা যে দেশেই হোক। এই সাধারণ নিয়ম প্রায় সকলেই মেনে চলেন। কিন্তু ইমিলি মনে করেছেন এমনটা করার কোনও মানে হয় না। তাই দুটো আংটি পরে সেই ছক তিনি ভাঙতে চেয়েছেন। অনেকে আবার বিয়ের আংটি বদলে নতুন আংটি কিনে সেটা বিচ্ছেদের আংটি হিসেবে আঙুলে পরছেন। কেউ কেউ একইভাবে গলায় পেনডেন্ট হিসেবে বিচ্ছেদের প্রতীকী রাখতে চাইছেন। এমনিতেই পশ্চিমের দেশগুলোতে বিচ্ছেদ নিয়ে তেমন কোনও ট্যাবু ছিল না, দিন দিন তা আরও সহজাত হয়ে উঠছে। যার অন্যতম পরিচয় এই ডিভোর্স রিং। যা পরে স্বাচ্ছন্দ্যে বিচ্ছেদের সিদ্ধান্তকে সবার সামনে তুলে ধরতে দু-বার ভাবছেন না সে দেশের অনেকেই।
View this post on Instagram