মেয়েরা বাড়ির বোঝা নয়। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এক প্রতিযোগীকে এমনটাই মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। ঠিক কোন প্রসঙ্গে একথা বললেন বিগ বি? কী ভুল বলেছিলেন ওই প্রতিযোগী? আসুন শুনে নেওয়া যাক।
বিয়ের বয়স হয়েছে। কিন্তু বিয়ে হয়নি বা করেননি। এই অবস্থায় অনেকেই নিজেকে বাড়ির বোঝা মনে করেন। না বুঝলেও, তাঁদের বোঝানো হয় এমনটাই। পরিবারের সদস্যরাই সেক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন। আর এমনটা নতুন কিছু নয়। সম্প্রতি কেবিসির মঞ্চে এই প্রসঙ্গ ধরে অবিবাহিত মেয়েদের বাড়ির ‘বোঝা’ বলেন এক প্রতিযোগী। আর তাতেই আপত্তি তোলেন খোদ অমিতাভ বচ্চন।
:আরও শুনুন:
প্রেম নিয়ে তখন জোর চর্চা, অমিতাভ শুটিংয়ে, রেখাকে বাড়িতে নেমন্তন্ন জয়ার, তারপর?
দীর্ঘদিন ধরেই কেবিসির সঞ্চালনার দায়িত্ব সামলে আসছেন অমিতাভ বচ্চন। খেলা চলাকালিন প্রতিযোগীরা নিজেদের জীবনের কথা ভাগ করে নেন। মন দিয়ে সেসব শোনেন অমিতাভ। কাউকে পরামর্শ দেন, কাউকে বাহবা। একইভাবে কেউ ভুল বললে তা শুধরেও দেন তিনি। এমনই এক এপিসোডে নিজের জীবনের অভিজ্ঞতা বলতে গিয়ে মেয়েদের সম্পর্কে ওমন মন্তব্য করে বসেন এক প্রতিযোগী। তাঁর মন্তব্যে স্পষ্ট এই ইঙ্গিত ছিল যে, অবিবাহিত মেয়েরা বাড়ির বোঝা। যদিও সরাসরি মেয়েদের সম্পর্কে একথা বলতে চাননি ওই ব্যক্তি। নিজের জীবনের একটা অংশের সঙ্গে তুলনা টেনেছিলেন মাত্র। তিনি বলেন, চাকরি হারানোর পর তাঁর অবস্থাও বাড়ির অববাহিত মেয়েদের মতোই হয়েছিল। আর সে প্রসঙ্গেই বোঝা শব্দটার উল্লেখ করেন। তখনই ওই ব্যক্তিকে থামিয়ে দেন অমিতাভ। তাঁর জীবনের কাহিনি নিয়ে কোনও আপত্তি না থাকলেও, যে তুলনা তিনি টেনেছিলেন তাতে আপত্তি তোলেন বিগ-বি। বিশেষ করে মেয়েদের কোনও অবস্থাতেই বাড়ির বোঝা বলা যায় না, সেটাই বুঝিয়ে দেন অমিতাভ। তাঁর কথায়, মেয়েরা হলেন বাড়ির সম্মান। স্বাভাবিক ভাবেই বিগ বি-র এহেন মন্তব্যে নিজের ভুল বুঝতে পারেন ওই প্রতিযোগী। সঙ্গে সঙ্গে শুধরেও নেন। হাততালির ঝড় তোলেন দর্শকরা।
:আরও শুনুন:
ফেলুদা হিসেবে সৌমিত্র নয়, অমিতাভ বচ্চনকে চেয়েছিলেন সত্যজিৎ রায়
যদিও এই একটা ঘটনা নয়। বিভিন্ন সিনেমতাও নারীর সম্মান নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। তাঁর অভিনীত ‘পিঙ্ক’ সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। উকিলের ভূমিকায় একজন ধর্ষিতার ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন বিগ বি। তা নিয়ে বেশ চর্চাও হয়েছিল। কেবিসির মঞ্চেও নারীদের সম্মান জানানোর কথাটি বুঝিয়ে দিয়েছেন অমিতাভ।