বয়স মাত্র ১০। তাতে কি! এই বয়সেই আন্তর্জাতিক মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় খুদে। তার প্রতিভা দেখে অবাক সকলেই। কী এমন করেছে ওই খুদে? কেনই বা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন সকলে? আসুন শুনে নেওয়া যাক।
ছোটা প্যাকেট বড়া ধমাকা! এই খুদেকে দেখে এমনটাই বলতে হয়। যে বয়সে বাবা মায়ের হাত ছাড়ার সাহস দেখায় না অনেকেই, সেখানে এই খুদে আন্তর্জাতিক মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার দর্শক আর চোখ ধাঁধানো আলোয় এতটুকু বিচলিত হচ্ছে না। তার পারফরম্যান্সের ভিডিও দেখে মুগ্ধ সকলেই।
আরও শুনুন: ৩৫০০০ বই পড়ে বিশ্বরেকর্ড ব্যক্তির, সময় লেগেছে কতদিন?
কথা বলছি, মায়া নিলেকান্তন সম্পর্কে। ভারতীয় বংশোদ্ভূত এই খুদে গিটার বাজাতে সিদ্ধহস্ত। আন্তর্জাতিক মঞ্চেও সেই প্রতিভাই দেখিয়েছে মায়া। এমনিতে এই ধরনের প্রতিভাদের নিয়ে বিভিন্ন রিয়ালিটি শো হয়ে থাকে। তার মধ্যে ‘আমেরিকান গট ট্যালন্ট’ বেশ জনপ্রিয়। বিজয়ীকে মোটা টাকা পুরস্কার দেওয়া হয়। যদিও প্রতিযোগিতা জেতা সহজ নয়। স্রেফ আমেরিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিরা এখানে অংশ নেন। বয়সেরও তেমন বাদ বিচার নেই। ট্যালেন্ট থাকলেই হল। একা বা দল বেঁধে অংশ নেওয়ার সুযোগ থাকে। সেখানে কেউ গান করেন, কেউ ম্যাজিক দেখান, কেউ আবার অন্য কিছু। এই মঞ্চেই গিটার বাজান মায়া। এতেই তার যাবতীয় দক্ষতা। আর সেই দক্ষতা এতটাই যে প্রাপ্তবয়স্করাও লজ্জা পাবেন। অবশ্যই দীর্ঘ অধ্যাবসায়ের জোরে এমন দক্ষতা অর্জন করেছে মায়া। তার হাতে যেন গিটার কথা বলে। ঠিক যেমন সুর প্রয়োজন, নির্ভুল ভাবে সেটাই বাজিয়ে শোনান মায়া। যেসব কর্ড বাজানোর আগে আচ্চা আচ্চা গিটারিস্ট দুবার ভাববনে, সেইসব অবলীলায় বাজিয়ে ফেলছেন মায়া। দর্শকরা হাততালিতে ভরিয়ে দিচ্ছেন মঞ্চ। বিচারক আসনে থাকা নামজাদা তারকারাও কার্যত মুগ্ধ এই প্রতিভা দেখে। আসলে, এই ধরনের বাজনা এই বয়সী কারও পক্ষে বাজানো সম্ভব এটাই বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ।
আরও শুনুন: আশার পা ধুইয়ে গুরুপূজার ছবি ফেরালেন সোনু, তবে পূজার পাশে জারি থাক প্রশ্নও
সম্প্রতি মায়ার গিটার বাজানোর একটি অংশ নেটদুনিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে পুরোদস্তুর ভারতীয় পোশাকেই মঞ্চে গিটার হাতে উঠেছে মায়া। কপালে টিপও রয়েছে। বাজনা অবশ্য ভারতীয় ঘরানার নয়। শুনেই বোঝা যায় এ জিনিস বাজানো মোটেও সহজ ব্যাপার নয়। তাই বুঝে, না বুঝে এই ভিডিওয় ভালোবাসা ছড়িয়েছেন অনেকে। এমনকি ভারতীয় শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও এই ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন। আসলে, এই খুদের সঙ্গে ভারতের যোগ থাকার কারণেই এ দেশের মানুষ তাকে এতটা আপন করে নিয়েছে। আমেরিকা নিবাসী হলেও তার পরিবারের অনেকেই চেন্নাইয়ের বাসিন্দা। সেই সূত্রে এ দেশের প্রতি মায়ার অন্তরের টান রয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। যদিও ভারতীয় পরিচয় আন্তর্জাতিক মঞ্চে আলাদা কোনও সুবিধা করে দেয়নি মায়াকে। সেখানে তার হয়ে কথা বলেছে প্রতিভাই। আগামীদিনে একইভাবে সকলের মন জয় করবে মায়া, এই আশায় বুক বেঁধেছেন তার পরিবারের সদস্যরা।