দেখে মনে হবে হুবহু অযোধ্যার রাম মন্দির। কিন্তু তা তৈরি করা হয়েছে বিস্কুট দিয়ে। একইভাবে দেশলাই কাঠি থেকে শুরু করে সোনা, রুপো দিয়েও তৈরি করা হয়েছে রাম মন্দিরের রেপ্লিকা। নেপথ্যে থাকা শিল্পীদের চেনেন? আসুন শুনে নেওয়া যাক।
রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তি। তবে সম্পূর্ণ মন্দির তৈরি হতে এখনও ঢের বাকি। এই আবহে মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন দেশের অনেকেই। সোনা-রুপো থেকে শুরু করে বিস্কুট দিয়েও তৈরি হয়েছে রাম মন্দিরের রেপ্লিকা।
আরও শুনুন: ১০০০ বছরেও দরকার হবে না মেরামতির, কী এমন প্রযুক্তি থাকছে রাম মন্দিরে?
কয়েক হাজার কোটি টাকা খরচে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। মন্দির প্রতিষ্ঠার আগেই সে কথা জানিয়েছিল রাম মন্দির কর্তৃপক্ষ। সেইসঙ্গে সম্পূর্ণ মন্দিরটি কীভাবে তৈরি হচ্ছে, কী ব্যবহার হচ্ছে সবই একে একে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আর বছরখানেকের মধ্যেই সম্পূর্ণ মন্দির তৈরি হয়ে যাবে। যদিও রাম ভক্তদের সেই নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। কারণ মন্দিরের গর্ভগৃহে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি। তাঁর দর্শন সারতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন। মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই যেন উৎসবের আমেজ ছড়িয়েছে গোটা দেশে। এই আবহে সামনে এল রাম মন্দির কিছু রেপ্লিকার ছবি। যা তৈরি করেছেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। কেউ বিস্কুট দিয়ে, আবার কেউ সোনা-রুপো দিয়েই গড়েছেন অযোধ্যার রাম মন্দির।
আরও শুনুন: বাবা সোমনাথ মন্দিরের রূপকার, ছেলের নকশায় তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির
তালিকায় সবার আগে বলতে হয়, কুঞ্জ বিহারী সিং-এর কথা। জাতীয় পুরষ্কার জয়ী যোগীরাজ্যের এই শিল্পীই রামলালার মন্দির গড়েছেন সোনা-রুপো দিয়ে। তাঁর তৈরি করা মন্দির রেপ্লিকাটি আকারে বিশেষ বড় না। কিন্তু তার মধ্যেই নিখুঁত ভাবে ফুটে উঠেছে মন্দিরের বিভিন্ন অংশের গঠন। মন্দিরের বাইরের অংশ সম্পূর্ণ রুপোর তৈরি। তার মধ্যে অন্যান্য মূল্যবান ধাতু ব্যবহার করেছেন রঙের বাহার ফুটিয়ে তোলার জন্য। মূল মন্দিরের মতো এই রেপ্লিকাতেও একাধিক চূড়া রয়েছে। সেখানে আবার হীরে বসিয়েছেন কুঞ্জ বিহারী। এখানেই শেষ নয়। এই রেপ্লিকার ভিতর সম্পূর্ণ সোনার তৈরি রামলালার মূর্তিও রেখেছেন তিনি। সবমিলিয়ে যা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।
#WATCH | Uttar Pradesh | National Award-Winning craftsman, Kunj Bihari Singh from Varanasi has made a replica of Ayodhya’s Ram Temple with gold, silver and diamonds. pic.twitter.com/nZevMwNjwg
— ANI (@ANI) January 17, 2024
তালিকায় এর পরই রয়েছেন বাংলার এক শিল্পী। তিনি আবার মন্দির গড়েছেন বিস্কুট দিয়ে। জানা গিয়েছে, মোট ২০ কেজি বিস্কুট ব্যবহার করে এই রেপ্লিকা তৈরি করেছেন ওই শিল্পী। আর এই রেপ্লিকা আকারেও খুব একটা ছোট নয়। কিছুদিন আগে, এই রেপ্লিকা তৈরির একটি ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পায়। কীভাবে শিল্পী কাজ করছেন, তাই সম্পূর্ণভাবে দেখা গিয়েছে সেই ভিডিওতে। স্বাভাবিক ভাবেই বিস্কুটের তৈরি রাম মন্দিরের এই রেপ্লিকাও নেটদুনিয়ার চর্চায় উঠে আসে।
Ram Mandir made from Parle G biscuits.
India is truly gifted by so many such skilled artists.Such amazing talent. JAI SHREE RAM♥️🚩 pic.twitter.com/ZOaaLaVd6y— Adv.Dr.DG Chaiwala(C.A) (@RetardedHurt) January 17, 2024
এরপর বলতে হয়,ওড়িশার শাশ্বত রঞ্জনের কথা। রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন তিনিও। তবে তাঁর রেপ্লিকার মূল উপাদান দেশলাই কাঠি। বলাই বাহুল্য, অসীম ধৈর্য না থাকলে এই কাজ করা মোটেও সহজ নয়। তবে শাশ্বত এমনটাই সম্ভব করে দেখিয়েছেন। জানা গিয়েছে, এই রেপ্লিকা তৈরিতে মোট ৯৩৬টি দেশলাই কাঠি ব্যবহার করেছেন। সব মিলিয়ে উচ্চতা হয়েছে ১৪ ইঞ্চি। শিল্পীর দাবি, দেশলাই কাঠি ব্যবহার করে এর থেকে ছোট রাম মন্দির তৈরি করা অসম্ভব। তবে তাঁর এই কথাকে চ্যালেঞ্জ জানানোর সাহস দেখাননি কেউই। বরং দেশলাই কাঠি ব্যবহার করেও এমন অসাধারণ কিছু তৈরি করা যায় দেখে মুগ্ধ নেটদুনিয়ার বাসিন্দারা।
Odisha sculptor creates Ram Mandir replica using matchsticks
Read @ANI Story | https://t.co/6LcUTTG9wB#Ayodhya #RamTemple #LordRam #RamLalla #RamMandirPranPrathistha #PranPratishta pic.twitter.com/CVxhjwmy79
— ANI Digital (@ani_digital) January 22, 2024
এখানেই শেষ নয়। রাম মন্দির তৈরি করেছেন নাগপুরের এক সিভিল ইঞ্জিনিয়ারও। তাঁর তৈরি করা রেপ্লিকাটি একেবারেই অনন্য। পেশায় ইঞ্জিনিয়ার হলেও নাগপুরের প্রফুল্ল মাতেগাঁওকর মন্দিরের রেপ্লিকা গড়তে ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকেই রামমন্দিরের রেপ্লিকা তৈরি সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে, বাজার চলতি রাম মন্দিরের ছোট একটি রেপ্লিকা নিয়ে এসে তিনি ভালো করে লক্ষ করেন। কিন্তু তাতে মন ভরে না। শিল্পীর কথায়, ওই রেপ্লিকা দূর থেকে মন্দিরের মতো দেখতে হলেও, আসল মন্দিরের ছোট ছোট অনেক কাজ আছে, যা ওখানে নেই। এরপর তিনি নিজেই পড়াশোনা শুরু করেন রাম মন্দিরের গঠন নিয়ে। তারপর সেই মতো মূল মন্দিরের আদলে একটি ছবি আঁকেন। সেই মতোই একেবারে অযোধ্যার মন্দিরের ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করেন প্রফুল্ল। মূলত কাঠ আর প্লাই দিয়ে তৈরি এই রেপ্লিকাটি ১১ ফুটের। তবে এর ভিতর এবং বাইরের কাজ এতটাই নিখুঁত দেখে বোঝার উপায় নেই এ জিনিস নকল।
#WATCH | Maharashtra: Prafulla Mategaonkar says, “…I found several perspectives (for the design) of the Ram Temple on the internet. As a civil engineer, I studied all of them… Then I made a graphical drawing and thought about the material I would use. This process started… pic.twitter.com/ST0uaze5iS
— ANI (@ANI) January 13, 2024
সব শেষে রয়েছে এক অদ্ভুত রেপ্লিকা। এটিও অন্যান্য রেপ্লিকা গুলোর তুলনায় বেশ আলাদা। কারণ এই রেপ্লিকা তৈরি হয়েছে গাড়ির উপরে। মানে দূর থেকে দেখে মনে হবে, চলন্ত রাম মন্দির। হায়দ্রাবাদের এক সংস্থা এমনটা তৈরি করেছে বলেই জানা যাচ্ছে। যা নেটদুনিয়ায় বেশ আলোড়ণ ফেলেছে। এক্ষেত্রে মন্দিরের রেপ্লিকাটি ঠিক কেমন দেখতে, তা নিয়ে চর্চা না হলেও, তা চলমান এটাই আলোচনার কেন্দ্রে। সবমিলিয়ে রাম মন্দিরের এই বিভিন্ন রেপ্লিকা ঘিরে নেটদুনিয়া রীতিমতো মেতে রয়েছে।
#WATCH | Telangana | In a unique blend of technology and art, Hyderabad-based Sudha Car Museum has crafted a mobile masterpiece – a model of the Ayodhya Ram Mandir mounted on a car. pic.twitter.com/TMRF2BSxiM
— ANI (@ANI) January 17, 2024