কন্ডোম ছাড়া যৌনতার কথা ভাবতেই পারেন না? এদিকে প্রয়োজনের সময় দেখলেন আসল জিনিসটাই নেই! সমস্ত উত্তেজনা মাঠে মারা যাবে? একেবারেই না। অনলাইন ডেলিভারি অ্যাপ আছে কী করতে! যখন দরকার তখনই হাজির হবে, যা চাইবেন। বছরভর অনলাইন ডেলিভারির তালিকায় সবার উপরে কী কী রয়েছে? আসুন শুনে নিই।
রান্না করতে গিয়ে দেখলেন পেঁয়াজ শেষ? টম্যাটো কিংবা কাঁচা লঙ্কাও নেই? চিন্তা কীসের, এক ক্লিকেই হবে মুশকিল আসান! আধঘণ্টায় বাড়িতে চলে আসবে সব কিছু। এ বিজ্ঞাপন নিশ্চয়ই খুব চেনা? অনলাইন ডেলিভারির সুবাদে অনেকেরই এমনটা অভ্যাসে পরিণত হয়েছে। টুকিটাকি যাই দরকার হোক, ভরসা সেই অনলাইন ডেলিভারি। এমনকি কন্ডোম কেনার ক্ষেত্রেও অনেকেরই প্রথম পছন্দ এই অনলাইন ডেলিভারি অ্যাপ। সংস্থার বার্ষিক রিপোর্ট অন্তত সেই তথ্যই জানাচ্ছে।
আরও শুনুন: বছরে ৪২ লক্ষ টাকার খাবার অর্ডার যুবকের, কোন খাবারের জন্য এত খরচ?
শেষের প্রহর গুনছে ২০২৩। এই সময় বছরভর কোথায় কী হল সেই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ্যে আসছে। তালিকায় রয়েছে অনলাইন ডেলিভারি অ্যাপের বার্ষিক রিপোর্ট। যেখানে সাফ উল্লেখ রয়েছে বছরভর মানুষ কী কিনল সেই সবকিছু। এর আগে স্রেফ খাবার ডেলিভারির ক্ষেত্রে রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। সেখানে বিরিয়ানির নাম ছিল সবার উপরে। সংস্থার দাবি ছিল, প্রতি সেকেন্ডে ২.৫ প্লেট গড় হিসেবে বিরিয়ানি বিক্রি হয়েছে চলতি বছরে। এবার জানা গেল রোজকার ব্যবহারের জিনিস আর আনাজের হিসাব। আজকাল অনেকেই মুদিখানা থেকে শুরু করে সবজি, মাছ অনলাইনে কেনেন। সবকিছু প্যাক করে নির্দিষ্ট সময়ে বাড়িতে হাজির করেন ডেলিভারি কর্মীরা। এমনকি সংস্থা নিজেদের বিজ্ঞাপনে এও দাবি করেন মাত্র আধঘণ্টায় যাবতীয় টুকিটাকি জিনিস তাঁরা পৌঁছে দেবেন বাড়িতে। জানা গিয়েছে চলতি বছরে, একদিনে প্রায় ৩২ হাজার টাকার জিনিস অর্ডার করে রেকর্ড গড়েছেন চেন্নাইয়ের এক ব্যক্তি। চিপস, বিস্কুট, কেক, জুস কী ছিল না তাঁর অর্ডারের তালিকায়! অন্যদিকে এক ব্যক্তি তাক লাগিয়েছেন একসঙ্গে ৬৭ খানা জিনিস অর্ডার করে। সংস্থার দাবি, এই সবকিছু একদিনে ডেলিভারিও করা হয়েছে।
তবে সবথেকে বেশি কী বিক্রি হয়েছে জানেন?
আরও শুনুন: হুইলচেয়ারে বসেই খাবার ডেলিভারি, যুবকের ইচ্ছাশক্তির জোরে অবাক নেটিজেনরা
সংস্থার দাবি অনুযায়ী, চলতি বছরে পেঁয়াজ, টম্যাটো আর ধনেপাতার চাহিদা ছিল সবথেকে বেশি। তবে আশ্চর্যভাবে বিক্রি হয়েছে কন্ডোম। সংস্থার দাবি, ২০২৩ এর সেপ্টেম্বর মাসে গোটা দেশে সবথেকে বেশি বিক্রি হয়েছে কন্ডোম। যার মধ্যে অগাস্টের ১২ তারিখের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, স্রেফ ওই দিনেই বিক্রি হয়েছে ৫৮৯৩ প্যাকেট কন্ডোম। এছাড়া ফলের মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে কলা। আবার চিপসের থেকেও চাহিদা বেশি ছিল মাখনা-র। এছাড়া কোন শহরে সবথেকে বেশি অনলাইনে কেনাকাটা হয়েছে সেসবও উল্লেখ রয়েছে বার্ষিক রিপোর্টে। তবে অনলাইনেও এত পরিমাণ কন্ডোম বিক্রি হয়েছে, তা জেনে বেশ অবাক হয়েছে নেটিজেনদের একাংশ।