ঠিক যেন ‘স্বদেশ’ সিনেমার দৃশ্য। নাসার চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসেছেন শাহরুখ। প্রত্যন্ত গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিদ্যুৎ। আর সেই আলোয় উজ্জ্বল হচ্ছে গ্রামবাসীদের হাসি। তবে এখানে শাহরুখ নন, বাস্তবের এক আইপিএস অফিসার ঘটিয়েছেন এমন কান্ড। নিজ উদ্যোগে প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। কার কথা বলছি? আসুন শুনে নিই।
আলো জ্বলে উঠতেই মুখে ফুটে উঠল হাজার ওয়াটের হাসি। দীর্ঘ কয়েক দশক ঘরে বিদ্যুৎ নেই। তাই এই কাঙ্খিত আলো দেখে খুশি হওয়াই স্বাভাবিক। শুধু একজন নয়, দীর্ঘদিন পর বিদ্যুৎ পেয়ে খুশি আরও অনেকেই। আর এই সবকিছুর নেপথ্যে আইপিএস অনুকৃতি শর্মা।
আরও শুনুন: ‘সুবক্তা’ মোদির ম্যাজিকে হিন্দুদের থেকেও বেশি মুগ্ধ মুসলিমরা! ইঙ্গিত মিলল সমীক্ষায়
ঘটনাটি উত্তরপ্রদেশের। দেশ স্বাধীনের এতগুলো বছর পার হলেও, বিদ্যুৎ পৌঁছায়নি দেশের একাধিক প্রান্তে। উত্তরপ্রদেশের বুলন্দশহরও যার অন্যতম। ঘটনার সূত্রপাত সেখানকার এক গ্রামবাসীর হাত ধরে। বছর ৭০এর নূরজাহান দীর্ঘ কয়েক দশক ধরে সেখানকার বাসিন্দা। এতদিন তিনি বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটিয়েছেন। শুধু তিনিই নন, গ্রামের অন্যান্য অনেকেরই এই অবস্থা। কিছুদিন আগে বুলন্দশহরের আপিএস অফিসার অনুকৃতি শর্মার সঙ্গে তাঁর আলাপ হয়। বিদ্যুৎ সমস্যার তাঁকে কথা জানান বৃদ্ধা। এর জেরে মেয়েদের বিয়ে দিতে পারছেন না এমন অভিযোগও করেন। জেলায় অতিরিক্ত আইপিএস হিসেবে সদ্য যোগ দেওয়া অনুকৃতি শর্মা সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনিই নিজ দায়িত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অনুরোধ জানান বিদ্যুৎ বিভাগেও। সকলেই আইপিএস অনুকৃতির সঙ্গে সহযোগিতা করেন। তাঁর চেষ্টাতেই বুলন্দশহরের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা হয়। আর এতেই বেজায় খুশি গ্রামবাসী। সবার বাড়িতে আলো জ্বলছে কিনা নিজেই তা দেখতে যান অনুকৃতি। এরপর গ্রামবাসীর প্রতিক্রিয়ার ভিডিও টুইটারে প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, বৃদ্ধা নূরজাহান নিজে হাতে মিষ্টিমুখ করাচ্ছেন অনুকৃতিকে। বাকিরাও একইভাবে হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন অনুকৃতিকে।
আরও শুনুন: একটা গানের জন্য নেন ৩ কোটি! অরিজিৎ বা সোনু নন, দেশের এই গায়ক কে জানেন?
একা নূরজাহান নন, সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু পুলিশ অফিসার। তাঁরাও একযোগে গ্রামবাসীর সঙ্গে অনুকৃতিকে বাহবা দিয়েছেন। বৃদ্ধার প্রায় ভেঙে পড়া বাড়িতে একটি টেবিল ফ্যানের ব্যবস্থাও করেন আইপিএস অনুকৃতি। সে নিয়েও বেজায় আনন্দ পেয়েছেন বৃদ্ধা। তবে বরাবরই এমন জনদরদী আচরণের পরিচয় দিয়েছেন আইপিএস অনুকৃতি। আগেও অনেকের সমস্যা মেটাতে ব্যক্তিগত ভাবে উদয়গ নিয়েছেন তিনি। এখানেও তার ব্যতিক্রম হয়নি। নিজ দায়িত্ব উত্তরপ্রদেশের ওই জেলায় বিদ্যুৎ এনে দিয়ে সকলের মন জয় করেছেন এই আইপিএস অফিসার।
Swades moment of my life 🌸😊 Getting electricity connection to Noorjahan aunty’s house literally felt lyk bringing light into her life. The smile on her face ws immensely satisfying.Thank u SHO Jitendra ji & the entire team 4 all da support 😊#uppcares @Uppolice @bulandshahrpol pic.twitter.com/3crLAeh1xv
— Anukriti Sharma, IPS 🇮🇳 (@ipsanukriti14) June 26, 2023