কাছে না গেলে বোঝার উপায় নেই। অথচ রয়েছে আস্ত একটা সেতু। তাও আবার দুই পাহাড়ের মাঝে। অদৃশ্য সেই সেতু পেরিয়েই দিব্যি এপার ওপার করা যায়। কিন্তু কী এমন রহস্য রয়েছে, যা এই সেতুকে অদৃশ্য করে রেখেছে? আসুন শুনে নেওয়া যাক।
হ্যারি পটারের গল্পে ইনভিসিবিলিটি ক্লোকের কথা মনে আছে? যে পোশাক একবার গায়ে চাপালেই যে কেউ অদৃশ্য হতে পারে। এই সেতুও যেন এমনই এক অদৃশ্য জোব্বা পরে রয়েছে। যার ফলে একটু দূরে গেলেই বোঝা যায় না, আদৌ এই সেতুটির অস্তিত্ব রয়েছে কি না।
:আরও শুনুন:
মানুষের উপরই বিরক্ত মানুষ! ভবিষ্যতে কি পৃথিবীর দখল নেবে ‘নতুন মানুষ’?
শুনতে অবাক লাগলেও সত্যি। এমনও এক সেতু রয়েছে যা আদতে অদৃশ্য। পাহাড়ের মাঝে এমন সেতু তৈরি করাও মুখের কথা নয়। কিন্তু বিজ্ঞানের কৌশল কাজে লাগিয়ে বাস্তবেই এমন সেতু তৈরি সম্ভব হয়েছে। কথা বলছি চিনের জিয়াংজিয়াজি ন্যাশানাল ফরেস্টের বিখ্যাত অদৃশ্য সেতু সম্পর্কে। এই একটি নয়, আরও অনেক সেতুই রয়েছে যা দেখে সত্যি রয়েছে কি না বোঝার উপায় নেই। একেবারে সামনে গেলে বোঝা যাবে সেখানে আদৌ একটা সেতু রয়েছে। অথচ সেসব রয়েছে বিরাট উচ্চতায়। দুটো পাহাড়ের মাঝে কিংবা কোনও গিরিখাতের উপর। হেঁটে পেরোনোর সময় মনে হতেই পারে শূণ্যে হাঁটছেন। আর সেখানেই পর্যটকদের আকর্ষণ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান স্রেফ এইসব সেতু দেখবেন বলে।
:আরও শুনুন:
বিয়ে করতেই ভয়! এই ফোবিয়াকে কী বলে জানেন?
এই ধরনের এক সেতুকে ওয়াটার মিরর-ও বলা হয়। জলের মতো স্বচ্ছ হওয়ার কারণেই এই তকমা। প্রথমবার এই অদৃশ্য সেতু তৈরি করেন মার্টিন ডুপল্যানটায়ার। তাঁর সংস্থাই বিশ্বের নানা প্রান্তে এমন সেতু তৈরি করেছেন। শুধু দেখতে আকর্ষনীয় হলেই চলবে না, সেতু মজবুত হওয়াও একান্ত প্রয়োজনীয়। সেদিকে নজর রেখেই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই সংস্থা। আসলে এই সেতুগুলি এমন ভাবে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়, যে উপর দিয়ে হাঁটার সময় মনে হয় না নীচে কিছু রয়েছে। আবার সম্পূর্ণ কাচের তৈরি হলে সামান্য আঘাতেই তা ভেঙে যেতে পারে। তাই কাচের সেতুর কাঠামো তৈরি হয় স্টিল দিয়েই। যা বাইরে থেকে দেখে এতটুকু বোঝা যায় না। কিছু কিছু জায়গায় আকর্ষণ বাড়াতে এই সেতুর উপর কৃত্রিম মেঘ তৈরি করা হয়। তা থেকে বৃষ্টিও ঝড়ে। আর তাতেই সেতুর কাচ আরও স্বচ্ছ হয়। বলাই বাহুল্য, এক্ষেত্রে সেতুর কাচ যত স্বচ্ছ হবে ততই তা দেখে অদৃশ্য মনে হবে। সবমিলিয়ে এই সেতু এমনই মায়া তৈরি করে, যে কেউ ভেবে বসবে এই সেতু আসলে নেই। অথচ তার উপর দিয়ে অনায়াসে এই পাহাড় থেকে অন্য পাহাড় যাওয়া যায়।