ভালোবাসার উপহার। তা যা কিছুই হতে পারে। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে, যা এড়িয়ে যাওয়াই ভালো। অন্তত শাস্ত্র তাই বলছে। বলা হয়, এইসব জিনিস উপহার দিলেই সম্পর্কে সমস্যা দেখা দিতে শুরু করে। এবং তা এতটাই চরম আকার নিতে পারে, যে সম্পর্কে চিরতরে দাঁড়ি পড়ল। কোন কোন উপহার শাস্ত্রমতে নিষিদ্ধ? আসুন শুনে নেওয়া যাক।
কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। উপহারে শাস্ত্রীয় নিষেধের বিষয়টা খানিকটা তাই। অর্থাৎ বিশ্বাস করতেই হবে এমন কোনও কথা নেই। তবে অনেকেই উপহার দেওয়ার ক্ষেত্রে এই কয়েকটি জিনিস এড়িয়ে চলেন। স্রেফ ভালোবাসার সম্পর্ক নয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এইসব উপহার মারাত্মক প্রভাব ফেলতে পারে, এমনটাই বলা হয়।
তালিকায় সবার প্রথমে রয়েছে রুমাল। নিঃসন্দেহে নিত্য প্রয়োজনের জিনিস। ছেলে মেয়ে সকলেরই দরকার হয়। তাই উপহার হিসেবেও সহজ পছন্দ হতেই পারে রুমাল। আর সেখানেই বড় লালদাগ দিতে বলছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা। বলা হয়, কাউকে রুমাল উপহার দেওয়া মানে দুঃখ ডেকে আনা। তাই উপহার হিসেবে রুমাল এড়িয়ে যাওয়াই ভালো। এরপর বলতে হয় ধারালো অস্ত্রের কথা। ছুরি, কাঁচি, কাটারি, এইসবও কাউকে ভালোবেসে উপহার দিতে নেই। বলা হয়, এই উপহার সম্পর্কে ছেদ টানতে পারে। যদিও কেউ কেউ বলেন, এমনটা স্রেফ কুসংস্কার। তাও উপহার হিসেবে ধারালো কিছু এড়িয়ে চলেন অনেকেই। উপহার হিসেবে কালো জিনিস দেওয়াতেও নিষেধাজ্ঞা রয়েছে হিন্দুশাস্ত্রে। বিশেষ করে কালো জামাকাপড়। অশুভ বার্তা বয়ে আনে এই কালো জামা, এমনটাই বিশ্বাস। তাই সম্পর্ক সুস্থ স্বাভাবিক রাখতে এই উপহারও এড়িয়ে যাওয়াই মঙ্গল। আবার সাদা ফুল উপহার দিলেও নাকি অশুভ কিছু হতে পারে। এক্ষেত্রে যুক্তি হিসেবে বলা হয়, সাদা ফুল মৃতদেহের উপর রাখার বিষয়টাকে। অনেকেই মনে করেন, মৃত্যুর সঙ্গে যে জিনিসের সম্পর্ক, তা প্রেমের উপহার হতে পারে না। তবে একথাও সত্যি যে সাদা রজনীগন্ধা বিয়েতেও অপরিহার্য্য। তাই ফুল নিয়ে যে যুক্তির কথা বলা হয়, তা অনেকেই নাকচ করেন।
তালিকায় পরের উপহারটি ওয়ালেট বা পারস। তবে এ জিনিস উপহার দেওয়ায় শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ যদি টাকা ভরে ওয়ালেট উপহার দেন, তাহলে সমস্যা নেই। অন্তত ১০ টাকার নোট থাকলেও হবে। কিন্তু ফাঁকা মানিব্যাগ, নৈব নৈব চ! বলা হয়, মানিব্যাগ ফাঁকা থাকা হতাশার প্রতীক। জীবনে লক্ষ্মীর অভাব দেখা দেয় এমনটা করলে। এছাড়া কাউকে জুতো উপহার দিতে নেই। শাস্ত্র বলছে, জুতো উপহার দিলে সম্পর্ক থেকে দূরে সরে যান কোনও একজন। তাতে সম্পর্কটাই নষ্ট হয়। একইভাবে পারফিউম উপহার দিলেও সমস্যা হতে পারে। উপহার দিতে নেই, পেনও। যদিও একটা উপায়ে এই সবকিছুই উপহার হিসেবে দেওয়া যায়, তা হল বিনিময়ে অন্তত এক টাকা নিয়ে নেওয়া। চলতি এই নিয়মে অনেকেই শাস্ত্রে না বলে উপহার নিশ্চিন্তে আপন করে নেন। তাতে রথ দেখা আর কলা বেচা দুইই হয়!