সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়ে এখন যে কেউই ফোমোর শিকার। সিজনাল ফোমোর জেরে জীবনের মূল স্রোত থেকে সরে যাচ্ছে মানুষ। ফোমোর নিয়েই একদিকে যেমন হইচই। অন্যদিকে আবার নতুন করে শিকার হচ্ছে ফোবোর সংক্রমণে। ‘ফোবো’ থেকে বাঁচার উপায় কী?
‘ফোমো’ এখন বড় কমন শব্দ। কিন্তু এসে পড়েছে ‘ফোবো’। নিন, এ আরেক বিচিত্র জিনিস। জেনে নিন, কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো! ‘ফিয়ার অফ মিসিং আউট’– এই ব্যাপারখানাই ছিল ‘ফোমো’। কিন্তু না তার সঙ্গে জড়িত কোনও শব্দ ‘ফোবো’ নয়। ‘ফোবো’র অর্থ ‘ফিয়ার অফ বেটার অপশন’। অর্থাৎ, হাতের কাজে হাজারো বস্তু, কিন্তু কোনটা যে বেছে নেব, তা ছাই ঠিক করা যাচ্ছে না। এ জিনিসটা হয়তো নতুন কিছু নয়। সব কিছুরই অপশন পেলে মানুষের পোয়াবারো। সেই নব্বই দশকে বিশ্বায়ন গুঁতো মেরে যখন ঢুকে পড়ল মধ্যবিত্ত মানচিত্রে তখন থেকে অপশনের ঝোড়ো ব্যাটিংয়ের শুরু। সে পাড়ার মুদির দোকানের সঙ্গে লড়িয়ে দেবে আমেরিকান কোনও কোম্পানিকে– তাতে জয় কার, এখন স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে ‘ফোবো’ ওই বাংলা গানখানার মতো, ‘আমি কোন পথে যে চলি?’ চোখের সামনে উপাদানের ছড়াছড়ি, এদিকে মেধা ও মনন তীব্র কনফিউজ!
অপশন ভালো না খারাপ? এ নিয়ে বাজারে এক ধরনের মতানৈক্য রয়েছে। কারণ সকলেই চায় ভালো, আরও ভালো, অতঃপর আরও আরও ভালো। সে নিত্যপ্রয়োজনীয় বস্তু হোক, বা ভোগবিলাসের সামান– অপশনের কামান সারাক্ষণ ক্রেতার দিকে তাক করে রাখা। কিন্তু কোনটা নিজের জন্য ভালো, তা বুঝতে পারার জন্য যে স্থৈর্য ও সংযমের দরকার, যা দূরদর্শিতার দরকার তা কি বড় কমে গিয়েছে এই দু’হাজার পঁচিশে? উল্টে দৌড়ে চলা আরও আরও অপশনের দিকে? তা কীসের হিতার্থে? মানবজাতির? নিজের? পরিবারের? আমরা জানি না। কেবলই এক তাড়াহুড়ো, কেবলই হু হু ছুট! অপশনের অবশ্যই থাকা বাঞ্ছনীয়, নইলে বৈচিত্রের কী হবে? এ দেশে যদি একটাই রাজনৈতিক দল থাকে, যদি কোনও বিকল্পই না থাকে? সেই একীকরণ কি কাম্য? কিংবা এই যে বাংলাভাষায় আপনারা শুনছেন, পড়ছেন কেউ কেউ, এ দেশে যদি ভাষার অপশন না থাকত, তা কি মেনে নেওয়া যেত?
অপশন কখনও কখনও ভালো। কারণ তা না থাকলে এতদিনে এক দেশ এক ভাষা এক খাদ্য– এই রকম আশ্চর্য দেখতে হয়ে যেত ভারত। কিন্তু অপশনের প্রতি যে প্রবল আসক্তি, তা হয়তো আমাদের দুর্বল করছে সিদ্ধান্ত নিতে, জীবনের নানা ক্ষেত্রে। অপশন দেখুন কিন্তু বেছে নিন যে অপশন আপনার সত্যিই দরকার। বেকার দুশ্চিন্তা করবেন না, প্লিজ। শুনুন সংবাদ প্রতিদিন শোনো, আমাদের না শোনা ছাড়া যদিও কোনও অপশন নেই।