তিনি আদিযোগী। আবার তিনিই রূদ্র। তাঁর তাণ্ডবে ত্রিলোক কেঁপে ওঠে ভয়ঙ্কর প্রলয়ে। সম্প্রতি সেই রুদ্ররূপী মহাদেবের নটরাজ মূর্তি নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। উপলক্ষ আসন্ন জি ২০ সম্মেলন। শোনা যাচ্ছে, এবার সম্মেলনের প্রবেশ দ্বারে বসতে চলেছে বিশাল এক নটরাজ মূর্তি। কিন্তু বাড়িতেও কী দেবাদিদেবের এই প্রতিরূপ রাখা যায়? আসুন শুনে নিই।
আসন্ন জি২০ সম্মেলন। আর সেই বৈঠকে অভ্যাগতদের স্বাগত জানাতে বসানো হচ্ছে ২৮ ফুট দীর্ঘ এক নটরাজের মূর্তি । চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। মনে করা হচ্ছে, এটাই বিশ্বের দীর্ঘতম নটরাজ মূর্তি।
জানা গিয়েছে, মোট ১৮ জন কর্মী নিযুক্ত রয়েছেন নটরাজের মূর্তি স্থাপনের কাজে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরের বৈঠক ঘিরে আলোচনার মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে এই ১৯ টনের অতিকায় মূর্তিটি।
আরও শুনুন: বহুমূল্য গয়না পরবেন গণপতি, ৩৬০ কোটির বিমা হল খোদ সিদ্ধিদাতার জন্য
মহাদেবের একাধিক রূপের বর্ণনা মেলে শাস্ত্রে। কিন্তু শিবের পুজো হয় মূলত লিঙ্গরূপেই। তবে দেবাদিদেবের আরও একটি রূপ বিশেষভাবে জনপ্রিয়। তা হল নটরাজ মূর্তি। একপায়ে ভর করে দাঁড়িয়ে আছেন মহেশ্বর। তাঁর অন্য পা সামনের দিকে বিশেষ ভঙ্গীতে তোলা। হাতের ভঙ্গীও এক বিশেষ কায়দায় রয়েছে। মাথায় জটা। তবে তা উন্মুক্ত। চুলের ধরণ দেখে মনে হবে যেন অনেকগুলো সাপ ফণা তুলেছে। বিগ্রহের চার হাত। একহাতে ডমরু। বাকি তিন হাতে বিশেষ মুদ্রা। তাঁকে নৃত্যকলার দেবতা হিসেবে পুজো করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের এই মূর্তি দেখা যায়।
কিন্তু সাধারণ গৃহস্থ বাড়িতেও কী নটরাজ মূর্তি রাখা যায়?
আরও শুনুন: Bharat: ‘ইন্ডিয়া’ নামের দাবিদার কি পাকিস্তান? ভারতের নামবদলের জল্পনার মাঝেই নয়া রটনা
শাস্ত্রমতে তা একেবারেই নিষিদ্ধ। যার কারণ নিহিত নটরাজ মূর্তিতেই। প্রথমত এই মূর্তি প্রলয়ঙ্কর। মনে করা হয়, এই মূর্তি অত্যন্ত পবিত্র। তাই বাড়িতে স্রেফ সাজানোর উদ্দেশ্য নিয়ে নটরাজ মূর্তি কখনই রাখা উচিত নয়। পাশাপাশি নটরাজ মূর্তির নীচে এক অসুরের দেখা মেলে। তার দমনের উদ্দেশ্য নিয়েই মহাদেব এই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। এবং শুরু করেছিলেন প্রলয়ঙ্কর তাণ্ডব। নাচের শেষে ডান পা দিয়ে অসুরের পীঠে দাঁড়িয়ে পড়েন মহেশ্বর। সেই মূর্তিই নটরাজ হিসেবে পরিচিত। শাস্ত্রমতে এই ধরনের প্রলয় মূর্তি বাড়িতে রাখা অনুচিত। ঠিক যেমন দেবী মহিষাসুরমর্দিনি কিংবা দশ মহাবিদ্যার কোনও মূর্তি ঘরে রাখা উচিত নয়। রাখলেও তার জন্য পালন করতে হয় বিশেষ নিয়ম। নটরাজ মূর্তির ক্ষেত্রেও সেই একই নিয়ম বর্তায়। স্রেফ শখের বশে বাড়িতে এই মূর্তি রাখলে হতে পারে মারাত্মক বিপদও। জি ২০ সম্মেলনের প্রবেশদ্বারে যে নটরাজ মূর্তি বসানো হচ্ছে, তা স্রেফ সাজানোর উদ্দেশ্য নিয়েই। কিন্তু বাড়িতে এমনটা ভুলেও করবেন না।