বিয়ে নিয়ে যতটা আগ্রহ থাকে সকলের, বিয়ের পরে একান্তে সময় কাটাতে যাওয়া হবে কোথায়, তা নিয়ে বোধহয় আগ্রহ থাকে আরও খানিক বেশিই। যাকে আমরা চিনি ‘হানিমুন’ কিংবা ‘মধুচন্দ্রিমা’ বলে। কিন্তু কথা হল, ইংরেজি বাংলা দুটি শব্দেই যে চাঁদ রয়েছে, তার সঙ্গে এই যুগল ভ্রমণের যোগ কোথায়? আসুন, শুনে নেওয়া যাক।
‘টোয়াইলাইট’ সিরিজ যাঁরা দেখেছেন, তাঁরা সকলেই চিন্তা করেছেন সেখানে ভ্যাম্পায়ারের সঙ্গে মানুষের বিয়েটা শেষমেশ আদৌ হবে কি না। তা সেই বিয়েটা তো হয়েই গিয়েছিল। কিন্তু বিয়ের রাতেই মেয়েমহলের হার্টথ্রব এডওয়ার্ড তার সদ্য বিয়ে করা বউ বেলাকে নিয়ে যেখানে পাড়ি দিল, তার কাছে ওরকম রোমহর্ষক বিয়েটাও নেহাত পানসে। হবে না? সমুদ্রের মাঝে একখানা দ্বীপ, তাতে জনমানুষের বাস নেই। আর তার মধ্যেই দারুণ একখানা সাজানো গোছানো বাড়ি। নবদম্পতির একান্তে সময় কাটানোর জন্য এর চেয়ে ভাল আর কী-ই বা হতে পারে! এডওয়ার্ডের মতো সাধ্য নাহয় সকলের থাকে না, কিন্তু বিয়ের পরে এমন একান্তে সময় কাটানোর সাধ থাকে সব যুগলেরই। অতীতে কেবল পশ্চিমি দেশগুলিতেই হানিমুনের চল ছিল। কিন্তু বর্তমানে এটি ভারতীয় সমাজেও চালু হয়ে গিয়েছে পুরো মাত্রাতেই।
আরও শুনুন: লঙ্কা খেতে বেজায় ভালোবাসেন! যৌনজীবনে সেই ‘ঝাল’ বজায় থাকবে তো?
জানা যায়, ১৮ শতক থেকেই ‘হানিমুন’ শব্দটির উৎপত্তি হয়েছিল। বাংলায় এর নাম দেওয়া হয়েছে মধুচন্দ্রিমা। কিন্তু শব্দটি যতই কাব্যিক হোক না কেন, চাঁদের সঙ্গে প্রেমের যোগ ঠিক কোথায়? আর প্রেমের এই ভ্রমণের সঙ্গেই বা কী যোগ রয়েছে চাঁদের?
ইতিহাস বলে, ‘হানিমুন’ শব্দটির মূল উৎসস্থল হল ব্যাবিলন। প্রাচীন হুন রাজা অ্যাটিলার সময় থেকে একটি রীতি প্রচলিত ছিল। বিয়ের পরে এক মাস প্রতি দিন এক পাত্র করে মধু দিয়ে তৈরি মদ খেতে হত নবদম্পতিকে। নতুন সম্পর্ক সুখের ও মধুর করার উদ্দেশ্যেই এই রীতির প্রচলন ছিল। সেই প্রথা থেকেই হানিমুনের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। আর ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র। সেখান থেকে ‘মুন’ শব্দটি এসে থাকতে পারে বলে অনেকের ধারণা। অন্য একটি মত বলে, ‘মুন’ শব্দটি আসলে ঋতুচক্রের প্রতীক। চাঁদের আবর্তনের সঙ্গে সঙ্গে ঋতু বদলে যাওয়ার বিষয়টি টেনেই এই শব্দের উৎপত্তি। এর সঙ্গে যৌনতার যোগ রয়েছে বলেও মত অনেকের। আবার কারও কারও মতে, বিয়ের পর সুখ বোঝাতে ‘হানি’ বা ‘মধু’ শব্দটি ব্যবহার করা হয়, আর ‘মুন’ বা চাঁদ আসলে সময়কেই ইঙ্গিত করে।
তবে এর মানে যাই হোক না কেন, হানিমুন সর্বতোভাবেই একটি সুখের সময়। আর এই সময়ে সেই সুখটুকুই সম্পূর্ণ রূপে উপভোগ করতে চান নবদম্পতিরা।