মন্দিরে দেবতার বিগ্রহ থাকাই স্বাভাবিক। কিন্তু সেই দেবতা যদি হন রক্ত মাংসের মানুষ? অবাক হতেই হয়। এ দেশে রয়েছে এমনও কিছু মন্দির, যেখানে দেবতা নয় পুজো করা হয় মানুষের। তবে যে সে মানুষ নন, সকলেই VVIP। কাদের মন্দির রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
উত্তর হোক বা দক্ষিণ, এ দেশে মন্দিরের কমতি নেই। ভোটের আবহে তার সঙ্গে রাজনীতির যোগ টেনেছিলেন কেউ কেউ। তাই বলে ভোট মিটতে মন্দিরের গুরুত্ব কমেনি। আগামী দিনেও যে কমবে না, তা বলাই বাহুল্য। কারণ মানুষ মরণশীল, দেবতা নন।
আরও শুনুন:
নোবেলজয়ী থেকে কাউগার্ল! সম্মান দেওয়াই ভুল হয়েছিল, মালালাকে তোপ নেটিজেনদের
এখন প্রশ্ন হচ্ছে, মন্দিরের আরাধ্য যদি দেবতা না হন! শুনতে অবাক লাগলেও সত্যি। এ দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে কোনও পুরাণের দেবতা নয় পুজো করা জলজ্যান্ত রক্তমাংসের মানুষকে। তাঁদের মধ্যে অনেকেই বেঁচে রয়েছেন। দেবতার মন্দিরের মতোই ভক্তিভরে এইসব মানুষের মন্দিরে নিত্যপুজোর আয়োজন সারা হয়। আসলে, এঁরা নামেই মানুষ। ভক্তের কাছে কোনওভাবেই এঁরা দেবতার চাইতে কম নন। কথা বলছি, সিনেদুনিয়ার কিছু উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে। যারা অভিনয়ের জোরেই লাখো মানুষের কাছে দেবতা হয়ে উঠেছেন। তাই তাঁদের জন্য মন্দির তৈরি হওয়াই স্বাভাবিক। হয়তো নির্দিষ্ট কোনও মন্ত্র নেই। পুজোর আলাদা কোনও নিয়মও নেই। রয়েছে স্রেফ ভক্তি আর সেই টানেই নিজের পছন্দের তারকা, থুড়ি দেবতার পুজো করেন ভক্তরা।
আরও শুনুন:
বহিরাগত নায়কের বাজিমাত ‘শোলে’ থেকে ‘স্বদেশ’-এ, খেলা ঘোরাল ‘পঞ্চায়েত’
তালিকায় সবার প্রথমে রয়েছেন, দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। স্রেফ সাউথ নয়, বলিউডেও তাঁর যথেষ্ট কদর। এই রজনীকান্তকে দেবতা জ্ঞানেই পুজো করেন দক্ষিণ ভারতে বহু মানুষ। কর্নাটকের কোলার অঞ্চলে তাঁর একটি মন্দির গড়া হয়েছে। যেখানে প্রতিদিন পুজো দিতে যান রজনীকান্তের ফ্যানরা। এরপরই বলতে হয় কিংবদন্তি অমিতাভ বচ্চনের কথা। তাঁকে ছাড়া বলিউড কল্পনা করাই কঠিন। একাধিক সিনেমায় জোরদার পারফরম্যান্সের জোরে দর্শকের হৃদয় জিতেছেন অমিতাভ। রজনীকান্তের মতো তিনিও ফ্যানমহলে ভগবান হিসেবেই পরিচিত। কলকাতার এক ভক্ত অমিতাভের মন্দির গড়েছেন নিজের বাড়িতে। পুজোও করেন তিনিই। গর্ভগৃহে মূর্তিও রয়েছে অমিতাভের। সেখানে দু-বেলা পুজো করেন ভক্তরা। মন্দির রয়েছে মসিহা সোনু সুদেরও। অতিমারির সময় তিনি অনেকেরই কাছেই ভগবান হয়ে উঠেছিলেন। সেই ছবি এখনও তেমন বদলায়নি। সেই সুবাদে সোনু সুদের মন্দিরও সিদ্দিপেট অঞ্চলে। একইভাবে হায়দরাবাদে সামান্থা প্রভুরও মন্দির গড়েছেন তাঁর ভক্তরা। অভিনেত্রীর ৩৬ বছরের জন্মদিনে উপহার হিসেবেই এই মন্দির তৈরি করেছিলেন সামান্থার ফ্যানেরা। একইসঙ্গে দক্ষিণের একাধিক নায়ক-নায়িকার মন্দির রয়েছে। তালিকায় রয়েছেন, পবন কল্যান, খুসবু সুন্দর, নাগার্জুনের মতো তারকা। এঁরা সকলই ভক্তের কাছে ভগবানের স্বরূপ। তাঁদের মন্দিরেও নিত্যপুজোর ব্যবস্থা থাকে।