সূর্য পূর্বদিকে ওঠে, আর পশ্চিমে অস্ত যায়। এতো ধ্রুব সত্য। সিনেমা বা গল্পেও এর উল্টোটা সচারচর শোনা যায় না। কিন্তু বাস্তবে এমনও এক জায়গা রয়েছে যেখানে পশ্চিম দিকে সূর্য ওঠে। কোথায় জানেন? আসুন শুনে নিই।
সূর্য যেমন পশ্চিমে উঠবে না, আমিও তেমন এই কাজ করব না। পাড়ার আড্ডায় হামেশাই এমন ডায়লগ শোনা যায়। আসলে, সূর্যের উদয়াস্তের এই প্রাকৃতিক নিয়ম এতটাই দৃঢ়, যা কোনওদিন বদলাতে পারে না বলেই সকলে মনে করেন। কিন্তু সবক্ষেত্রে তা সত্যি নয়।
আরও শুনুন: চোখের জল মুছিয়ে দেবে হ্যান্ডসাম যুবক, বদলে কত টাকা খরচ হবে জানেন?
একথা সকলেরই জানা, যে সৌরমণ্ডলে যে কোনও গ্রহেই সূর্যোদয় হয়। নির্দিষ্ট অক্ষে গ্রহগুলি পাক খাওয়ার ফলেই ঘটে দিনরাতের তারতম্য। এবার যে গ্রহ যেভাবে ঘুরছে সেই হিসাবে সূর্য ওঠার দিক নির্দিষ্ট হয়। যেমন পৃথিবীর ঘোরে ঘড়ির কাঁটার উলটোদিকে, অর্থাৎ পশ্চিম থেকে পুবে। সেই হিসেবে আমরা সূর্যকে পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিমে অস্ত যেতে দেখি। জ্যোতির্বিজ্ঞান মতে, সৌরমণ্ডলের বেশিরভাগ গ্রহই এইভাবে ঘোরে। ব্যতিক্রম শুক্রগ্রহ। পৃথিবীর একেবারে কাছে থাকা এই গ্রহটি ঘোরে ঘড়ির কাঁটার মতোই। অর্থাৎ এটিও পূর্ব থেকে পশ্চিমেই ঘোরে। তাই শুক্রগ্রহে সূর্যদয়ের দিকটা একেবারে উলটো। সেখানে সূর্য ওঠে পশ্চিমে আর অস্ত যায় পুবে। শুধু তাই নয়, এখানে আরও অনেক অদ্ভুত কাণ্ড ঘটে।
আরও শুনুন: বড় পরিবার সুখী পরিবার! ১৯৯ জনের বাস একই বাড়িতে, অভিনব রেকর্ড গড়ল পরিবার
যার মধ্যে প্রথমেই রয়েছে দিন রাতের হিসাব। নিয়ম অনুযায়ী, যে গ্রহ যত তাড়াতাড়ি নিজের অক্ষে পাক খায়, সেই গ্রহে তত তাড়াতাড়ি দিনরাতের বদল ঘটে। শুক্রগ্রহ এক্ষেত্রে বেশ মন্থর। এবং তা এতটাই যে পৃথিবীর এক বছর ঘুরতে যা সময় লাগে শুক্রগ্রহে একদিন পেরোতেই লাগে সেই সময়। অবাক হচ্ছেন তো! জ্যোতির্বিজ্ঞানিরা একেবারে নিজের চোখে এমন অবস্থান প্রত্যক্ষ করেছেন। আসলে, খুবই ধীরে ধীরে শুক্রগ্রহ নিজের অক্ষে পাক খায়। যেখানে একবার নিজের অক্ষে পাক খেতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা, সেখানে শুক্রগ্রহের সময় লাগে ২৪৩ দিন। তাহলে সেই গ্রহে একবছর হতে কত সময় লাগবে, তা হিসাব করাই কঠিন। তবে বেশ কিছু ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে শুক্রগ্রহের মিলও রয়েছে। যেমন দুই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি প্রায় সমান সমান। আবার পৃথিবীর ব্যাসার্ধ শুক্রের তুলনায় মাত্র ৩২০ কিলোমিটার বেশি। আর দূরত্ব তো যথেষ্টই কম। তাই রাতের আকাশে পৃথিবী থেকে শুক্রগ্রহের দেখা মেলে। অনেকেই অবশ্য তাকে উজ্জ্বল নক্ষত্র ভেবে ভুল করেন। তবে পশ্চিমে সূর্যোদয়ের কারণে অন্যান্য সব গ্রহের থেকেই আলাদা শুক্রগ্রহ।