অফিস আর বাড়ি। রোজকার একঘেয়ে রুটিনে শরীর মন দুই-ই ক্লান্ত। এমন সময় ঘুরতে না গেলেই নয়। কিন্তু সঙ্গে যাওয়ার মতো কেউ নেই। এদিকে একা বেরোতে সাহস হচ্ছে না। চিন্তা নেই, এই রাজ্যে মেয়েদের সোলো ট্রিপের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কোথায় জানেন? আসুন শুনে নিই।
অনেকেই মনে করেন, একা ঘুরতে যাওয়ার হাজারও ঝক্কি। বিশেষত মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তার দিকটা খেয়াল না রাখলেই নয়। অথচ অনেকেই চান একটু সময় পেলেই সোলো ট্রিপে বেরিয়ে পরবেন। সেক্ষেত্রে পছন্দের তালিকায় থাকতে পারে এই রাজ্যের নাম। এখানে মেয়েদের সোলোট্রিপের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
আরও শুনুন: সঙ্গীকে ফাঁকি দেওয়া বছরের একটা দিনে বৈধ, কবে জানেন?
কথা বলছি, কেরল সম্পর্কে। দক্ষিণের এই রাজ্য মহিলাদের সোলো ট্রাভেলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের পর্যটন বিভাগের তরফে জানানো হয়েছে, মহিলাদের জন্য বিশেষ এক অ্যাপ চালু করার কথা ভেবেছেন তাঁরা। অ্যাপটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত হবে। এখান থেকেই যে কেউ কেরলের নির্দিষ্ট জায়গায় থাকার হোটেল বুক করতে পারবেন। শুধু তাই নয়, সেখানে কী কী দেখার জায়গা রয়েছে, খাওয়ার জন্য কোন রেস্তরাঁ ভালো সেই সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে ওই অ্যাপেই। এখানেই শেষ নয়, অ্যাপ থেকেই খোঁজ মিলবে গাইডেরও। যার সাহায্যে যে কোনও জায়গায় অনায়াসে ঘুরতে পারবেন একা মহিলা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “সি ডেস্টিনেশন” (‘She’ destinations)। জানা গিয়েছে, বিশেষ অ্যাপটিও হবে ওই নামেই। অন্যান্য ট্রাভেল ট্যুরিজম অ্যাপের মতোই, সি ডেস্টিনেশন নির্দিষ্ট কিছু হোটেল, রেস্তোরাঁ চিহ্নিত করবে, যেখানে সরাসরি যোগ থাকবে রাজ্যের পর্যটন দপ্তরের। দামের ক্ষেত্রেও যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করা হবে এর মাধ্যমেই। সেইসঙ্গে বাড়তি নজর দেওয়া হবে মহিলাদের নিরাপত্তার দিকেও। যেহেতু মহিলা পরিচালিত হবে সবটা, তাই কেউ মহিলা জনিত কোনও সমস্যায় পড়লে তা সহজেই জানাতে পারবেন নির্দিষ্ট জায়গায়। সব মিলিয়ে এই ভাবেই আগামী দিনে কেরলকে মহিলাদের জন্য বিশেষ সুরক্ষিত রাজ্যে পরিণত করতে চাইছে সে রাজ্যের পর্যটন দপ্তর। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই এই অ্যাপ বাজারে আনা হবে। তা কীভাবে ব্যবহার করতে হবে, সেইসবও একইসঙ্গে জাননো হবে পর্যটন বিভাগের তরফে। তবে এর জন্য খরচও হবে ভালমতোই। আপাতত প্রায় ৫ কোটি টাকা এই খাতে খরচের সিদ্ধান্ত নিয়েছেন সে রাজ্যের পর্যটন মন্ত্রী। আগামী দিনে তা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।