ক্লাসঘরের মেঝেতে জমে ধুলোর আস্তরণ। বসার জন্য বেঞ্চও নেই। স্বাভাবিক ভাবেই নীচে বসে পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। এহেন দুর্দশার যাতে সুরাহা হয়, তাই সরাসরি দেশের প্রধানমন্ত্রীর কাছে নতুন স্কুলের আবদার করেছে এক খুদে পড়ুয়া। ঠিক কী বলেছে সে? আসুন শুনে নিই।
‘মোদিজি, একটা স্কুল বানিয়ে দিন’। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি এমনই আবদার করেছে এক খুদে পড়ুয়া। তার দাবি, স্কুলের মেঝেতে বড্ড ধুলো। বসার জন্য আলাদা করে বেঞ্চও নেই। মেঝেতে বসে পড়াশোনা করতে খুব কষ্ট হয় তাদের। তাই প্রধানমন্ত্রীর কাছে এই সমস্যা মেটানোর আবদার করেছে ওই খুদে পড়ুয়া।
আরও শুনুন: বিমান ধরতে গিয়ে ভোগান্তি, খোদ প্রধানমন্ত্রীকেই দুষলেন ব্যক্তি
ঘটনাটি কাশ্মীরের। সেখানকার এক গ্রামীণ স্কুল সম্পর্কে একগুচ্ছ অভিযোগ এনেছে এই খুদে পড়ুয়া। তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই নিজের অভিযোগের ঝাঁপি উজাড় করেছে সে। একটি ভিডিওর মাধ্যমে নিজের বক্তব্য প্রধানমন্ত্রীকে জানিয়েছে সে। যদিও তার বলার ধরন মোটেও অভিযোগের সুরে নয়। বরং প্রধানমন্ত্রীর কাছে খানিক আবদারই করেছে সে। প্রথমেই তার বক্তব্য, স্কুলে বসার জন্য একটাও বেঞ্চ নেই। ক্লাস করতে হয় মেঝেতে বসেই। মেঝেতেও নাকি পুরু করে জমে থাকে ধুলো। তাই বন্ধুদের সঙ্গে সেখানে বসে ক্লাস করতে খুবই অসুবিধা হয় তার। এরপরই তার দাবি, নোংরা মেঝেতে বসতে গিয়ে জামাকাপড়ও ময়লা হয়, যার জন্য বাড়িতে গিয়ে যথেষ্ট বকুনি শুনতে হয় তাকে। এখানেই শেষ নয়। স্কুলের নোংরা দেওয়ালের কথাও ভিডিওতে উল্লেখ করেছে ওই খুদে। বিগত পাঁচ বছর ধরে নাকি এমনই হাল ওই স্কুলের। একইসঙ্গে স্কুলের বাথরুমের অবস্থাও খুবই শোচনীয়। প্রায় ব্যবহার করা যায় না বললেই চলে। ক্যামেরা ঘুরিয়ে সেই সব ছবি দেখিয়েছে সে।
আরও শুনুন: বয়স মোটে ১১ বছর, শুধু খেলনা বিক্রি করেই মাসে ১.১ কোটি আয় খুদের
তবে ভিডিওর একেবারে শেষে অদ্ভুত দাবি জানিয়েছে ওই খুদে। একটা ভালো স্কুল বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সে। তার মতে, প্রধানমন্ত্রী সকলের কথা শোনেন। তাই তার কথাও তিনি রাখবেন, এমনটাই আশা ওই খুদে পড়ুয়ার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। অনেকেই ভিডিওটি শেয়ার করে খুদের প্রশংসা করেছেন। একইসঙ্গে তাঁদের অনেকেরই প্রশ্ন, বর্তমান যুগে যেখানে এত উন্নয়নের কথা বলেন নেতামন্ত্রীরা, সেখানেও কেন পড়াশোনার পরিবেশ নেই বলে এভাবে অভিযোগ জানাতে হচ্ছে পড়ুয়াদের? সব মিলিয়ে নেটিজেনদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে ওই খুদের ভিডিওটি।