তাঁর পূর্বপুরুষের হাতেই হয়েছিল শিবাজি মহারাজের অভিষেক। সেই বৃদ্ধ পণ্ডিতই এবার রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দায়িত্ব পেলেন। মন্দিরে উদ্বোধনের পুজোয় অংশ নেওয়া পুরোহিতদের নেতৃত্বও দেবেন তিনিই। আসুন শুনে নিই।
লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হতে চলেছে রামমন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। যার জন্য বিশেষ পুজোর ব্যবস্থা থাকবে গোটা দিন জুড়ে। স্বাভাবিক ভাবেই সেই পুজোর কাজে নিযুক্ত থাকবেন বেশ কয়েকজন পুরোহিত। আর তাঁদের নেতৃত্ব দেবেন বছর ৮৬-র এক বৃদ্ধ পণ্ডিত।
আরও শুনুন: রামমন্দিরের পুরোহিত হতে চান ৩০০০ জন, বেতন কত জানেন?
কাশীর বাসিন্দা লক্ষ্মীকান্ত মথুরানাথ দীক্ষিত বংশ পরম্পরায় পৌরহিত্যের সঙ্গে যুক্ত। বিখ্যাত পন্ডিত গাগা ভট্ট তাঁর পূর্বপুরুষ। শোনা যায়, ইনিই শিবাজি মহারাজের অভিষেক করিয়েছিলেন। একসময় গোটা দেশ জুড়ে নাম ছিল এই বিখ্যাত ভট্ট পরিবারের। এবার আরও একবার গোটা দেশ জুড়ে চর্চায় আসতে চলেছে কাশীর এই পরিবার। নেপথ্যে পরিবারের বর্তমান প্রজন্মের অন্যতম সদস্য লক্ষ্মীকান্ত। জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন অনুষ্ঠিত হতে চলা যাবতীয় পুজোর প্রধান দায়িত্ব তাঁরই। এদিন রামন্দিরের পুরোহিতদের নেতৃত্ব দেবেন তিনি। পুজোর কাজ থেকে আরম্ভ করে গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠার কাজ, সবই হবে তাঁর নির্দেশ অনুযায়ী। রাম মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘোষণা করেছেন, মন্দির উদ্বোধনের দিনক্ষণ। জানা গিয়েছে, নতুন বছরের জানুয়ারীর ২২ তারিখ এই কাজ সুসম্পন্ন হবে। তবে স্রেফ ওই একদিন নয়, উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ১৬ তারিখ থেকেই। এই সময় শান্তি যজ্ঞ, কলস যাত্রা, দশবিধ স্নান সহ একাধিক আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২১ জন পণ্ডিত উপস্থিত হবেন অযোধ্যায়। তার মধ্যে স্রেফ কাশী থেকেই যাবেন ৪০ জন পণ্ডিত। দলে থাকবেন লক্ষ্মীকান্তও। এমন গুরুদায়িত্ব পেয়ে যারপরনায় খুশি এই বৃদ্ধ পণ্ডিত। রামের আশীর্বাদেই এই কাজের দায়িত্ব পেয়েছেন তিনি, এমনই বিশ্বাস বৃদ্ধ পণ্ডিতের।
আরও শুনুন:বাবরি ধ্বংসের পর স্তম্ভিত মন্ত্রিসভা… কী প্রতিক্রিয়া ছিল প্রধানমন্ত্রী নরসিমা রাও-এর?
রামজন্মভূমিতে রামমন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের। গোটা অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই সাজো সাজো রব। সেইসঙ্গে সকলের নজর ছিল মন্দিরের পুজোর দায়িত্ব কে পাচ্ছেন সেদিকে। কতৃপক্ষের তরফে পুরোহিত হিসেবে ২০ জনকে নিয়োগ করার কথা ঘোষণাও করা হয়। সেই পুরোহিত পদের জন্য আবেদন জমা পড়ে ৩০০০। অনেক ঝাড়াই বাছাই-এর পর রাম মন্দিরের পুরোহিত বেছে নেন মন্দির কর্তৃপক্ষ। তবে প্রথম দিন পুজোর দায়িত্ব কে বা কারা সামলাচ্ছেন সে কথাও জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন অনেকেই। এবার সামনে এল সেই তথ্যও।