মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে পিছনে ফেলে জয় ডোনাল্ড ট্রাম্পের। আর হ্যারিসের হারেই হেরে গেলেন আরও একজন। তিনি আমেরিকার ‘নস্ত্রাদামুস’। বিষয়টা ঠিক কী? তাহলে শুনেই নিন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বরাবরই ভবিষ্যদ্বাণী করে এসেছেন এই ব্যক্তি। বারবার মিলেও গিয়েছে সেই পূর্বাভাস। সেই কারণেই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘নস্ত্রাদামুস’ তকমা। হ্যাঁ, ‘নস্ত্রাদামুস অফ ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন’ বলেই মার্কিন দেশে নাম কুড়িয়েছেন অ্যালান লিখম্যান। কিন্তু এইবারে আর নিজের সেই খেতাবের প্রতি সুবিচার করতে পারলেন না লিখম্যান। নির্বাচনে হেরে গেলেন তাঁর বাজি ধরা প্রার্থী কমলা হ্যারিস। নস্ত্রাদামুসের ধারণা, এমনকি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করে হোয়াইট হাউসে ফিরছেন বিতর্কিত প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পই। ডেমোক্র্যাটদের হাত থেকে সেনেট ছিনিয়ে নেওয়ার পরে, হাউসেও মিলল লাল ঝড়ের ইঙ্গিত।
১৫০০ শতাব্দীর ফ্রান্সে বসে মিশেল দ্য নস্ত্রদাম বা নস্ত্রাদামুস যেসব ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, তার অনেক কিছুই মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। তা হিটলারের মতো স্বৈরাচারী শাসকের উদ্ভব হোক বা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাস হামলা। এমনকি অতিমারি নিয়েও তাঁর বই ‘দ্য প্রফেসিস’-এ আগাম সতর্ক করেছিলেন নস্ত্রাদামুস। নির্ভুলতার বিচারেই সেই নস্ত্রাদামুসের সঙ্গে তুলনা টানা হয় লাইখটম্যানের। তিনি জানিয়েছেন, ‘কিজ টু দ্য হোয়াইট হাউস’ মডেলে মার্কিন নির্বাচনের ফলাফল অনুমান করে থাকেন তিনি। আর সেই নিখুঁত অনুমান দেখেই এতদিন তাজ্জব হয়ে যেতেন তাবড় রাজনীতি-বিশ্লেষকেরা। ১৩টি ঠিক-ভুল নির্দেশকের উপর নির্ভর করে কোন প্রার্থী জিতবেন তার আগাম বার্তা দিতেন লিখম্যান। আর এতদিন নিরবচ্ছিন্নভাবে মিলে গিয়েছে তাঁর সেই ভবিষ্যদ্বাণী। ২০১৬ সালে ট্রাম্পের জয় এবং ২০২০-তে বাইডেনের জয়লাভের কথাও আগেভাগেই বলেছিলেন আমেরিকার ‘নস্ত্রাদামুস’।
চলতি নির্বাচনের আগেও লিখম্যান ভবিষ্যদ্বাণী করেছিলেন, হোয়াইট হাউসে আর ট্রাম্পের ফেরার আশা নেই। তাঁর ওই ১৩টি নির্দেশকের মধ্যে ৮টিই নাকি হ্যারিসের পক্ষে রায় দিয়েছিল। তবে ব্যতিক্রম হয়েছে এবারই। মেলেনি ভবিষ্যদ্বাণী। ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ, নীতি-রাজনীতির নানা দ্বন্দ্ব ও বিতর্ক সত্ত্বেও জনতার রায় গিয়েছে ট্রাম্পের দিকে। আর হ্যারিসের সঙ্গে সঙ্গেই হেরে গিয়েছেন আমেরিকার ‘নস্ত্রাদামুস’-ও।