চিড়িয়াখানায় একা পুরুষের প্রবেশ নিষেধ। সাফ জানাল কর্তৃপক্ষ। কিন্তু কেন? এমন নিয়মের নেপথ্যে কারণটাই বা কী? আসুন শুনে নেওয়া যাক।
ঘরে হোক কি বাইরে, মেয়েদের বিপন্নতার ছবিটি বারেবারে স্পষ্ট হয়ে ওঠে। নিজের কর্মক্ষেত্রেই যেভাবে ধর্ষণ-খুনের শিকার হয়েছিলেন চিকিৎসক তরুণী, সে ঘটনা সেই ভয়কে আরও বাড়িয়ে দেয়। কিন্তু শুধু মেয়েরাই কি বিপদে, সাম্প্রতিক ঘটনা মোটেও তেমনটা বলে না। কখনও শিশু, কখনও যুবক, এমনকি পশুরাও অত্যাচারের শিকার। সেই নিয়ে আলোচনা হয়। আইনি পথে দোষীর বিচার চলে। তাতে অপরাধ খুব একটা কমে না। সবমিলিয়ে বর্তমান সমাজে ধর্ষণ যে ব্যধির আকার নিয়েছে তা বলাই যায়।
:আরও শুনুন:
সরকারি উদ্যোগে প্রাণনাশ হবে ৭০০ অবোলা পশুর, নেপথ্যে কী কারণ?
এই আবহে প্রকাশ্যে এল অদ্ভুত এক বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে, কোনও একা পুরুষ চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না। শুনে মনে হবে, নেপথ্যে বিশেষ কোনও কারণ রয়েছে। এবং সেই কারণও অনেকেই আন্দাজ করতে পারেন। আসলে। চিড়িয়াখানার বন্দী অবোলা পশুরাও যে নিরাপদ নয়, সে কথা কমবেশি সকলেরই জানা। তবে এক্ষেত্রে যা আশঙ্কা করা হচ্ছে তা নয়। অর্থাৎ পশুদের সুরক্ষার কথা ভেবে এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়নি মোটেই। বরং নেপথ্যে রয়েছে সেই নারীই।
:আরও শুনুন:
পাখি না পশু, মুরগি আসলে কী? মামলা দায়ের হাইকোর্টে, বিচারপতি বললেন…
জানা গিয়েছে, এই চিড়িয়াখানায় বহুবার মহিলারা যৌন হেনস্তার শিকার হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই উলটোদিকে দেখা গিয়েছে একা ঘুরতে আসা কোনও পুরুষকে। কাজেই, চিড়িয়াখানায় কোনও একা পুরুষকে আর ঢুকতে দেওয়া হবে না, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে ভারতের কোনও চিড়িয়াখানায় এমনটা হয়নি। ঘটনা, জাপানের তোচিগির এক জনপ্রিয় চিড়িয়াখানার। স্রেফ মহিলা পর্যটক নন, এই চিড়িয়াখানার মহিলা কর্মীরাও নানাভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন বার বার। প্রতি ক্ষেত্রেই কর্তৃপক্ষের কাছে নালিশ গিয়েছে। অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কোনও পুরুষ যদি বন্ধু বা পরিবার পরিজনদের সাথে চিড়িয়াখানা ঘুরতে আসে, তাহলে সেক্ষেত্রে চিড়িয়াখানায় অনুপ্রবেশে কোনও বাধা নেই। কিন্তু একা কোনও পুরুষ মোটেই ঢুকতে পারবে না চিড়িয়াখানায়। চিড়িয়াখানার এমন নিরাপত্তা দেখে প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু এমন কড়া নজরদারি, নিরাপত্তার সুবিধা তো সব জায়গায় সমানভাবে মেলে না। আর সব মানুষদের চিন্তাধারা পালটানো সম্ভবও নয়। তাই এই চিড়িয়াখানার মতো সব জায়গায় কড়া নজরদারি থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।