ধূমপান করার শাস্তি। এক দুই টাকা নয়, ধূমপানের জন্য দিতে হল মোট ১৩ লক্ষ টাকা জরিমানা। উপরন্তু করের দরুন কাটা গেল বেতনও। ধূমপান যে সত্যিই ক্ষতিকর, সে কথা বুঝতে বড়সড় ঝক্কিই পোহাতে হল এই ব্যক্তিকে। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেটের প্যাকেট থেকে সিনেমা হল, সব জায়গাতেই আটকে থাকে বিধিসম্মত সতর্কীকরণ। যদিও ধূমপায়ীদের কেউই সে কথায় গুরুত্ব দেন না। তবে ধূমপান যে সত্যিই কতটা ক্ষতিকর, সে কথাই হাড়ে হাড়ে টের পেয়েছেন এই ব্যক্তি। কারণ স্রেফ ধূমপান করার জন্যই ১৩ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে তাঁকে। আর শুধু এতেই শেষ নয়, উপরন্তু করের দরুন কাটা গিয়েছে তাঁর বেতনও। তবে এক দুদিন ধূমপানের জন্য এমনটা ঘটেছে, তাও নয়। জানা গিয়েছে, মোট ৩৫৫ ঘণ্টা ধূমপান করেই কাটিয়ে ফেলেছেন তিনি। আজ্ঞে হ্যাঁ, ১৪ বছর ধরে তিনি যতক্ষণ ধূমপান করেছেন, তার মোট পরিমাণ এতটাই। আর সে কথা জানার পর রীতিমতো হিসেব কষেই তাঁকে জরিমানা করেছে সংস্থা।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: মহিলা না পুরুষ! দেখে বোঝার উপায় নেই, কেরলের পুজো দেওয়ার প্রথায় বিস্মিত নেটদুনিয়া
শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে জাপানে। জানা গিয়েছে, অফিসে গিয়ে কাজের ফাঁকে ধূমপান করেই এহেন শাস্তি পেয়েছেন এক ব্যক্তি। জাপানের ওসাকায় একটি সরকারি অফিসে কাজের ফাঁকে ফাঁকে ধূমপান করতেন ওই ব্যক্তি এবং তাঁর দুই সঙ্গী। সেই খবর জেনে তাঁদের সতর্ক করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাঁরা ধূমপান না ছাড়লে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে, এমনটাও জানানো হয়। কিন্তু তার পরেও ওই তিন জন লুকিয়ে ধূমপান চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। আবার ধূমপান করার সময় হাতেনাতে ধরা পড়তেই অফিসের শাস্তির মুখে পড়েন তাঁরা। ওই ব্যক্তিকে কর্তব্যে নিষ্ঠার অভাব’-এর অভিযোগ এনে জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা। এ ছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বেতন কাটা হয়েছে। ছ’মাস বেতন থেকে কেটে নেওয়া হয়েছে ১০ শতাংশ করও।
আরও শুনুন: কনের বয়স্ক দাদাকে বিয়েতে বাধ্য বরের বোন! রাজস্থানের অদ্ভুত প্রথার বলি বহু তরুণী
আসলে ওসাকায় আইন করে সরকারি সংস্থায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। আর সেই কারণেই শাস্তির মুখে পড়েছেন ওই ব্যক্তি।