পুরুষ হোক বা মহিলা, কমবেশি হস্তমৈথুনের অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু আদৌ কি এই অভ্যাস সঙ্গমের থেকেও বেশি পরিতৃপ্ত করতে পারে? এ ব্যাপারে নানা মুনির নানা মত। কেউ মনে করেন কোনও পুরুষ বা মহিলার সঙ্গে যৌনতার থেকেও হস্তমৈথুনে তৃপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। আবার কেউ মনে করেন ঠিক উলটোটা। তবে এ ব্যাপারে বিশেষজ্ঞদের কী অভিমত? আসুন শুনে নেওয়া যাক।
সঙ্গমে অন্যের উপর নির্ভরশীলতা থাকে। হস্তমৈথুন পুরোপুরি ব্যক্তিগত। আর তাই সঙ্গমে যৌনসুখ খোঁজার ব্যাপারে অনেকেরই একটু কিন্তু-কিন্তু ভাব থাকে। বিষয়টা যত আনন্দের হোক না কেন, তাতে বাধাও তো কম কিছু নয়। অতএব যত সুখের হদিশ হস্তমৈথুনে। কিন্তু তাতে কি সঙ্গমের মতো তৃপ্তি মেলে! আত্মরতি কি সঙ্গমের বিকল্প হতে পারে!
আরও শুনুন: নদীর পারে এসে হস্তমৈথুনে মাততেন সেকালের রাজারাও, এই অভ্যাস ঠিক কতটা প্রাচীন?
কেউ কেউ বলছেন, শুধু পারেই না বরং বেশি করে পারে। অর্থাৎ অনেকেরই দাবি যৌনতার থেকেও বেশি সুখ মেলে হস্তমৈথুনে। তালিকায় মহিলারাও রয়েছেন। মূলত পেনিট্রেটিভ সেক্স বা সঙ্গমের সঙ্গে তুলনা টেনেই এমন মন্তব্য করেছেন তাঁরা। বলা বাহুল্য তা অস্বীকার করেননি বিশেষজ্ঞ মহলের একাংশও। এক্ষেত্রে যৌন সঙ্গমের নানা অসুবিধার কথাই উল্লেখ করেছেন তাঁরা।
আরও শুনুন: ২০০ সন্তানের বাবা, দিনে ১০০ মহিলার সঙ্গেও যৌনতা সেরেছেন এই যুবক, কীভাবে সম্ভব?
সঙ্গমের ক্ষেত্রে প্রথমেই উঠে আসে শরীরের প্রসঙ্গ। অনেক ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত যৌনতা বিভিন্ন শারীরিক সমস্যা ডেকে আনে। উলটোদিকে শারীরিক ভাবে সক্ষম না হলে, যৌনসঙ্গম সম্পূর্ণ উপভোগ করা অসম্ভব। তাই শরীরের পাশাপাশি অতৃপ্ত যৌন সঙ্গমের প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের উপরও। তাই উপযুক্ত সঙ্গী ছাড়া যৌন সংসর্গে না জড়ানোর পরামর্শই দেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হস্তমৈথুনে এসবের বালাই নেই। এছাড়া যৌনতার জেরে বিভিন্ন সংক্রামক ব্যধিও দেখা দিতে পারে। যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। মূলত নিরোধ ব্যবহার না করে যৌন সংসর্গের ফলেই এমনটা হয়ে থাকে। স্রেফ শারীরিক আনন্দের জন্য অনেকেই সেই ন্যূনতম সুরক্ষার কথা ভুলে যান। ফলে আরও ছড়িয়ে পড়ে যৌন সংক্রামক ব্যধি। এ প্রসঙ্গটিও বিশেষভাবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এই সমস্যা এড়াতেও হস্তমৈথুনকে বিকল্প হিসেবে বেছে নেন অনেকেই। অন্যদিকে যৌনতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও উঠে আসে। অধিকাংশ ক্ষেত্রেই কোনও সামাজিক স্বীকৃতি নেই এমন সম্পর্কে থাকা পুরুষ বা মহিলার সহজে যৌন সংসর্গে জড়াতে পারেন না। বিভিন্ন সমস্যার প্রসঙ্গ উঠে আসে। তাই সেক্ষেত্রে যৌন পরিতৃপ্তির জন্য হস্তমৈথুনই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। একইসঙ্গে অতৃপ্ত যৌনতা, পুরুষাঙ্গের শিথিলতা এইসব কারণে যুগলের মধ্যেকার সম্পর্কেও প্রভাব পড়ে। হস্তমৈথুনে এসবের কোনও চিন্তা নেই। অন্যদিকে হস্তমৈথুনের একাধিক ভালো গুণও রয়েছে। এর জেরে শরীর মন দুই-ই ভালো থাকে। এমনকি হস্তমৈথুনের কারণে ক্যানসারের ঝুঁকিও কমতে পারে, বলেই দাবি করেন চিকিৎসক মহলের অনেকেই।
আরও শুনুন: প্রসবের পর মোটা হয়ে গেছেন স্ত্রী, অজুহাতে সঙ্গমে নারাজ স্বামী
তাই যৌনসুখের ক্ষেত্রে হস্তমৈথুনের যে যথেষ্ট ভূমিকা রয়েছে একথা অনস্বীকার্য। কোনওভাবেই এই অভ্যাসকে শরীরের জন্য হানিকারক বলারও উপায় নেই। বরং যৌন সঙ্গমের জেরে যা যা অসুবিধা হতে পারে, সেসবের কিছু নেই হস্তমৈথুনে। তবে যৌনপরিতৃপ্তি প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। সকলের পছন্দ আলাদা হওয়াই স্বাভাবিক। তাই কেউ যৌনতাকে বেশি সুখের মনে করেন, আবার কারও কাছে হস্তমৈথুনই চরম সুখের চাবিকাঠি। তাই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে আপত্তি জানাবেন প্রায় সকলেই।