যৌনতা নিয়ে আগ্রহ ষোল আনা। কিন্তু বাস্তবে সঙ্গমে লিপ্ত হতে চাইলে যেন ঠিক সহজ হওয়া যায় না। যৌনতার ক্ষেত্রে এমন অসুবিধা হলে পরামর্শ দিতে পারেন যৌন প্রশিক্ষকেরা। যৌনতা নিয়ে ঠিক কী শেখান, কীভাবেই বা শেখান এই প্রশিক্ষকেরা? শুনে নেওয়া যাক।
পর্দায় খোলামেলা যৌনতার অফুরান জোগান। নেটদুনিয়ায় পর্ন ছবির ছড়াছড়ি। নগ্নতা সেখানে জলভাত। কিন্তু অন্য কাউকে যৌনতায় লিপ্ত হতে দেখা, আর নিজে সেই একই কাজ দক্ষভাবে করা তো এক নয়। নীল ছবিতে উদ্দাম যৌনক্রীড়া দেখে একজন উত্তেজিত হয়ে পড়তে পারেন সহজেই। কিন্তু বাস্তবে ঠিক কীভাবে যৌন সুখ পাবেন, সঙ্গীকেই বা কীভাবে তৃপ্তি দেবেন, তা ওভাবে বোঝা আদৌ সম্ভব নয়। আর সেইখানেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন একজন যৌন প্রশিক্ষক বা সেক্স কোচ।
কিন্তু ঠিক কী কাজ এই প্রশিক্ষকের? যৌনতা নিয়ে কী শেখান তাঁরা?
আরও শুনুন: অন্তঃসত্ত্বা না হয়ে যৌনতা উপভোগ! সঙ্গম শেষে মূত্রত্যাগ কি আদৌ কার্যকরী?
সোজা কথায়, কারও যৌন জীবনকে উন্নত করতেই সাহায্য করেন একজন যৌন প্রশিক্ষক। যৌন সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত, সেখানে কীভাবে আচরণ করা উচিত, সে সম্পর্কেই পরামর্শ দেন তাঁরা। যৌনতা নিয়ে এমনিতে নানারকম মিথ ও ভুল ধারণাও থাকে অনেকেরই। যার জেরে অনেকেই যৌন সম্পর্কে নানা ভুল আচরণ করে থাকেন, সঙ্গীর সঙ্গে আঘাত বা দুর্ব্যবহারও করে ফেলেন অনেকে। যৌনতা বিষয়ে সেইসব ভ্রান্ত ধারণা দূর হতে পারে কোনও প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করলে। পাশাপাশি, ওইসব আচরণ ছাড়াও কীভাবে পরিপূর্ণ সুখ মিলতে পারে, তাও বোঝাতে পারেন একজন সেক্স কোচ। মিলনের নয়া ভঙ্গি থেকে কৌশলও শেখাতে পারেন তিনি, যাতে যৌন জীবনে আরও উত্তেজনা বাড়ে। উদ্বেগ বা নানারকম মানসিক বাধায় যারা যৌনতাকে ঠিকমতো উপভোগ করতে পারেন না, তাদের সেইসব সমস্যা দূর করার ক্ষেত্রেও পরামর্শ দিয়ে থাকেন কোনও যৌন প্রশিক্ষক।
আরও শুনুন: রোজ হস্তমৈথুনে দিনে দিনে কমে বীর্য! নাকি উলটো? বিশেষজ্ঞরা বলছেন…
সত্যি বলতে, যৌনতা নিয়ে উন্মাদনা যতই থাক, তা নিয়ে খোলামেলা আলোচনায় লজ্জার শেষ নেই অনেকেরই। কিন্তু তার দরুনই সমাজে যৌন অপরাধ, এমনকি দাম্পত্যেও যৌন হিংসা ও বৈবাহিক ধর্ষণের ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই যৌন প্রশিক্ষকদের প্রয়োজন আরও বেশি, এমনটাই অভিমত তাঁদের।