রাস্তাই নাকি দেখিয়ে দেয় নতুন রাস্তা। আর তাই জীবনের প্রতিবন্ধকতা কাটাতে গেলে হতাশ হতে নেই, বরং রাস্তায় নেমে খুঁজতে হয় সাফল্যের পথ। এ অবশ্য কোনও মোটিভেশনল স্পিকারের কথা নয়। বরং এই অনুপ্রেরণার উৎস ইন্দোরের এক পড়ুয়া। পড়ার খরচ জোগাতে রাতভর যিনি রাস্তায় চা ফেরি করেন। সেই পড়ুয়া যেন নিজের জীবন দিয়েই প্রেরণা জোগাচ্ছেন বহু মানুষকে। আসুন শুনে নিই তাঁর কথা।
ইন্দোরের যুবকটিকে অনেকেই দেখেছেন। হাসিখুশি যুবকটি বাই-সাইকেল চালিয়ে ঘুরছেন রাতের রাস্তায়। সাইকেলের পিছনে আছে গরম চায়ের কেটলি। রাতভর চা বিক্রি করাই তাঁর পেশা। অবশ্য পেশা বললে একটু ভুলই বলা হবে। কেননা এখনও পেশাদারি জীবনে পা রাখেননি তিনি। আসলে তিনি পড়ুয়া। আর পড়ার খরচ জোগাতেই তাঁকে বেছে নিতে হয়েছে এই পথ।
আরও শুনুন: ডিজে আর নাচ-গান ইসলামী সংস্কৃতি নয়, বিয়ে না দেওয়ার বার্তা মৌলবিদের
কথায় বলে, পরিশ্রমের বিকল্প নেই। সাফল্য পেতে গেলে পরিশ্রম তাই করতেই হবে। আর ভাগ্য তাঁদেরই সহায় হয়ে ওঠে, যাঁরা পরিশ্রমী। এই মন্ত্রেই বিশ্বাস করেন ইন্দোরের এই যুবক। পড়াশোনা তিনি করতে চান। কিন্তু বাড়ির খরচে তা চালিয়ে যাবেন, এমন সামর্থ্য তাঁর পরিবারের নেই। কিন্তু তা বলে পড়াশোনার পাট একেবারে চুকিয়ে দেননি যুবক। বুঝেছিলেন, জীবনে সাফল্যের পথ মসৃণ নয়। আর যদি সেই সাফল্যের মাইলস্টোন তাঁকে ছুঁতেই হয়, তাহলে স্বাভাবিকের থেকে আলাদা কোনও রাস্তাই তাঁকে অবলম্বন করতে হবে। অতএব গরম চা বিক্রি করতে রাস্তাতেই নেমেছেন তিনি। রাতভর ঘুরে ঘুরে চা বিক্রি করেন। আর দিনে পড়াশোনা চালিয়ে যান নিজের স্বপ্ন পূরণের জন্য। এ নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই তাঁর। সম্প্রতি এক সাংবাদিক যুবকের এই সংগ্রামের কথা তুলে ধরেছেন নেটদুনিয়ায়।
আরও শুনুন: ‘আত্মরক্ষার জন্য ঘরে অস্ত্র রাখুক হিন্দুরা’, ফের বিতর্কিত নিদান সাধ্বী প্রজ্ঞার
এই পড়ুয়ার কথা জানতে পেরে নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন তাঁকে। ভারতের মতো দেশে সকলের অর্থনৈতিক অবস্থা তো এক রকমের নয়। তা হওয়া সম্ভবও নয়। এই একটা কারণেই কতজনের স্বপ্ন ভেঙে যায়। থমকে যায় কত পড়ুয়ার পড়াশোনা। কিন্তু যেভাবে এই পড়ুয়া নিজের সাফল্যের রাস্তা নিজের পরিশ্রমে তৈরি করে নিচ্ছেন, তাতে তাঁকে সাধুবাদ না জানিয়ে পারেননি নেটদুনিয়ার বাসিন্দারা।
इंदौर..
हमारे आदिवासी भाई अजय से मिलोगे..!अजय दिन में पढ़ाई करता है और रात को चाय बेचता है ताकि कोचिंग,रहने,खाने का खर्चा निकल से..!
सच में अजय भगवान करे कभी बड़ा आदमी बन गया तो चाय बेचने वाला ये वीडियो अजय के संघर्ष का जीता जागता सबूत साबित होगा. pic.twitter.com/N2LnR6mo2T— Govind Gurjar (@Gurjarrrrr) December 23, 2022