ভারতে ঘুরতে এসে ট্রেন সফরে বেরিয়ছিলেন এক বিদেশিনী। কোনও ভাবে ট্রেনের মধ্যে হারিয়ে যায় তাঁর ওয়ালেট। ধরেই নিয়েছিলেন অচেনা দেশে, ও জিনিস আর ফিরে পাবেন না। কিন্তু বাস্তবে তা হয়নি। হারানো ওয়ালেটটি তাঁকে খুঁজে দেন এক যুবক। যা ফিরে পাওয়ার পর আবেগপ্লুত হয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। কী বলেছেন তিনি সেখানে? আসুন শুনে নিই।
শাস্ত্রে বলে, ‘অতিথি দেব ভবঃ’। অর্থাৎ অতিথি স্বয়ং নারায়ণ। তাই অতিথির কোনও অযত্ন হতে দেন না ভারতীয়রা। আর তিনি যদি গোটা দেশের অতিথি হন? তাহলে তো আর কথাই নেই। বিভিন্নভাবে দেশের গৌরব তাঁদের সামনে তুলে ধরেন সবাই। তেমনই এক ভিনদেশি পর্যটকের হারিয়ে যাওয়া টাকার ব্যাগ খুঁজে দিয়ে দেশের নাম উজ্জ্বল করলেন এক ভারতীয় যুবক।
আরও শুনুন: ‘তোমরা ভারতে বসবাসের যোগ্য নও’, বন্ধুর ‘বাক্যবাণ’ ভুলতে পারেননি নাসিরুদ্দিন শাহ
কী ঘটেছে ঠিক?
ঘটনাটি প্রকাশ্যে এসেছে ওই বিদেশিনীর পোস্ট করা একটি ভিডিও-র মাধ্যমে। ভিডিওটির শুরুতেই দেখা যাবে, মহিলা গাড়ি থেকে নেমে একটি রেস্তরাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। আশেপাশের পরিবেশ দেখে সহজেই আন্দাজ করা যায় এই রেস্তরাঁর আমাদেরই দেশের কোনও শহরে। সেই ধারণা আরও স্পষ্ট হয়, যখন রেস্তরাঁর ভিতর ঢুকে মহিলা জনৈক চিরাগ নামে ব্যক্তির খোঁজ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই চিরাগ সেখানে উপস্থিত হন। তাঁকে দেখামাত্র মহিলা বারবার ধন্যবাদ জানাতে থাকেন। হাতের ওয়ালেট দেখিয়ে জিজ্ঞাসা করেন, কোথা থেকে সেটি পাওয়া গেল? উল্টোদিক থেকে উত্তর আসে, ট্রেনের ভিতর থেকে ওয়ালেটটি তিনি পেয়েছেন। কিন্তু কী নিয়ে কথা বলছেন তাঁরা? সে উত্তরও পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই। আসলে ওই বিদেশিনী সুদূর আমেরিকা থেকে ভারত ভ্রমণে এসেছিলেন। কিন্তু দিন চারেক আগে তাঁর সাধের ওয়ালেটটিকে হারিয়ে ফেলেন। অচেনা দেশে যে তা আরবার ফিরে পাবেন, এমন আশাও করেননি। তবু সোশ্যাল মিডিয়ায় ওয়ালেট হারানোর কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি যা আশঙ্কা করেছিলেন বাস্তবে তা সত্যি হয়নি। তাঁর হারিয়ে যাওয়া ওয়ালেটটি ট্রেনের ভিতর খুঁজে পান চিরাগ নামে ওই যুবক। তিনিই মহিলার সঙ্গে যোগাযোগ করে ওয়ালেটটি ফিরিয়ে দেন।
আরও শুনুন: সংস্কৃত থেকেই এসেছে ‘আল্লাহ্’ শব্দটি, দাবি বেনারসের শঙ্করাচার্যের
ওয়ালেট ফেরত পেয়েই চিরাগকে ধন্যবাদ জানাতে এসেছিলেন মহিলা। তবে শুধু ধন্যবাদ নয়, উপহার হিসেবে কিছু টাকাও তাঁকে দিতে চান তিনি। যদিও সেই টাকা নিতে অস্বীকার করেন চিরাগ। এই কাজটিকে নিজের কর্তব্য হিসেবেই দেখেছেন তিনি। তাই তার জন্য কোনও উপহার তিনি নেবেন না। মহিলা বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ফিরিয়ে দেন চিরাগ। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করেন ওই বিদেশিনী। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেন ওই তিনি। ভিডিওতে বারবার ভারতবর্ষের প্রশংসা করতে শোনা গেছে তাঁকে। একইসঙ্গে চিরাগ নামে ওই যুবকের মহানুভবতা দেখেও বেশ আপ্লুত হয়েছেন তিনি। ভিডিও দেখে একই প্রতিক্রিয়া নেটিজেনদের তরফেও। ভারতীয় সংস্কৃতি বজায় রেখে বিদেশি অতিথিকে যেভাবে সাহায্য করেছেন চিরাগ তার তারিফ করেছেন সকলেই।
View this post on Instagram