স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দেশজুড়ে লেগেছে অভিনব উৎসবের ছোঁয়া। সারা বিশ্ব থেকেই ভেসে আসছে আগাম শুভেচ্ছাবার্তা। তবে শুধুমাত্র সারা বিশ্বের বিভিন্ন দেশ নয়, শুভেচ্ছা এল মহাকাশ থেকেও। এমনটাও কি সম্ভব? আসুন শুনে নেওয়া যাক।
মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নাম সারা বিশ্বে চর্চিত। বিভিন্ন মহাকাশ অভিযানে সাফল্য পেয়ে ইতিমধ্যেই বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে এই ভারতীয় গবেষণা কেন্দ্রটি। সেই ইসরোর প্রশংসা করেই মহাকাশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠালেন ইটালির এক মহাকাশচারী। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির কথাও একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি। আগামী বছর ইসরো পরিচালিত ‘গগনযান’ পাড়ি দেবে মহাকাশে। যার মধ্যে থাকবেন দুজন মহাকাশচারীও। ইতালীয় মহাকাশচারী তাঁর বানানো ভিডিওটিতে সেই অভিযানেরই সাফল্য কামনা করেছেন।
ওই মহাকাশচারীর নাম সামান্থা ক্রিস্টোফোরেটি। তাঁর ভিডিওতে তিনি সাফল্য কামনা করেছেন ইসরোর প্রকল্পের। উল্লেখ করেছেন কিছু আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের নামও। সকলের হয়েই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মহাকাশে ভারতীয় মহাকাশচারীদের সাদরে আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন করে মহাকাশের বিভিন্ন অজানা জিনিস তুলে ধরতে চান তিনি। এবং ভারতের এই অভিযান সফল হবে বলেও তিনি আশা করছেন। তাঁর পাঠানো ভিডিওটি নেটমাধ্যমে প্রকাশ করেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত তারানজিত সিং সান্ধু।
ভিডিওটিতে ইসরো-র সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সংযুক্তিকরণের কথাও বলেছেন সেই মহাকাশচারী। প্রসঙ্গত ভারতীয় মহাকাশ অভিযান ‘গগনযান’-এর কাজ বেশ জোর কদমে এগোচ্ছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ২০২৩ সালে দুজন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে মহাকাশে রওনা দেবে এই ‘গগনযান’। মহাকাশচারীদের নিয়ে এমন অভিযানে ভারত চতুর্থ দেশ হিসেবে নাম লেখাবে বিশ্বের দরবারে। স্বাধীনতার প্রাক্কালে এমন অভিনব শুভেচ্ছাবার্তায় মন ভরেছে দেশবাসীরও।