দুই রাজ্যের সীমান্ত এলাকার এক স্টেশনের মজার গল্প। গল্প মনে হলেও সত্যি। প্লাটফর্মের অর্ধেক এক রাজ্যে, আর বাকি অর্ধেক আরেক রাজ্যে। এমন অবস্থানের সুবিধা নেয় দুষ্কৃতীরাও। আসুন শুনে সেই আজব স্টেশনের কথা।
স্টেশন কিন্তু একটাই। অথচ আপনি টিকিট কাটলেন ভারতের একটি রাজ্য থেকে, আর ট্রেনে চাপলেন কিনা আরেক রাজ্য থেকে। ইয়ার্কি বা কল্পনা বলে মনে হচ্ছে তো? অথবা মনে হচ্ছে, এমন কাজ সুপারহিরো গোছের কেউ করতে পারে। না, এর জন্য আপনাকে সুপারহিরো হতে হবে না। শুধু যেতে হবে রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্ত এলাকার একটি স্টেশনে।
এই আজব স্টেশনটির নাম ভবানী মান্ডি। খাতায় কলমে রাজস্থানের ঝালোয়ার জেলায় রয়েছে স্টেশনটি। দিল্লি-মুম্বই রেলওয়ে লাইনের মধ্যে পড়ে। তো এই ভবানী মাণ্ডিতে যখন একটি ট্রেন এসে দাঁড়ায়, তখন অদ্ভূতুড়ে কাণ্ড হয়। কারণ সেই ট্রেনের মুড়ো থাকে এক রাজ্যে, ল্যাজা থাকে আরেক রাজ্যের মধ্যে। ইঞ্জিন যদি থাকে রাজস্থানে, তবে গার্ডের কোচটি তখন মধ্যপ্রদেশের মধ্যে ঢুকে পড়েছে। আরও মজা রয়েছে এই এলাকার। যেমন, প্লাটফর্মের একদিকের বোর্ডে স্টেশনের নামের তলায় ঠিকানা হিসেবে লেখা রাজস্থান, উল্টো দিকে লেখা রয়েছে মধ্যপ্রদেশ। তারপর ধরুন, যাত্রীদের টিকিট কাটতে হয় মধ্যপ্রদেশ থেকে। ট্রেনে ওঠার সময় সেই লোককেই গিয়ে দাঁড়াতে হয় পড়শি রাজ্য রাজস্থানে।
আরও শুনুন: লক্ষ্মীকে বিয়ে করার জন্য ধার করেছিলেন বিষ্ণু, তিরুপতি মন্দিরে সেই ঋণ শোধ করেন ভক্তরা
এতক্ষণে বোঝাই যাচ্ছে, যে দুই রাজ্যের সীমান্ত এলাকা হওয়াতেই এতখানি গোলমাল। একই কারণে স্থানীয়দের বাড়ির একটি ঘর হয়তো রয়েছে রাজস্থানে, অথচ অন্য ঘরটির অবস্থান মধ্যপ্রদেশে। এর সুবিধা নেয় দুষ্কৃতীরাও। মাদক পাচারকারীরা মধ্যপ্রদেশের ভৈইসদা মান্ডি ও রাজস্থানের ভবানী মান্ডির অবস্থানগত ফায়দা নিয়ে দুষ্কর্ম চালায় নিয়মিত। এক রাজ্যের পুলিশের তাড়া খেয়ে ভিনরাজ্যে পালিয়ে যায়। যার পর কোনও রাজ্যের পুলিশেরই কিছু করার থাকে না। বলিউডে 2018 সালে ‘ভবানী মান্ডি টেশন’ নামের একটি মজার ছবিও হয়েছিল।
আরও শুনুন: দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই, এই শহরের সঙ্গে ধনদেবী লক্ষ্মীর যোগ কোথায়
তবে কিনা ভবানী মান্ডি মোটেই গল্পকথা না। ইচ্ছে করলে একঝলক দেখে আসতেই পারেন আজব স্টেশনটিকে। এক পা মধ্যপ্রদেশ আর আরেক পা রাজস্থানে রেখে চাই কী একটা সেলফিও তুলে নিতে পারেন। তখন নিজেকে সুপার হিরোই মনে হবে!