গর্ভবতী নারীকে সাধভক্ষণের রেওয়াজ আমাদের দেশের প্রায় সর্বত্রই প্রচলিত। মূলত নারীরাই নারীদের জন্য এই প্রথা পালন করেন। অন্তঃসত্ত্বা নারী ও তাঁর আগত সন্তানের পুষ্টির কথা মাথায় রেখেই এরকম প্রথার শুরু বলে মনে করে থাকেন অনেকে। কালে কালে এই প্রথা গৃহস্থের সংসারে বেশ আনন্দেরই এক অনুষ্ঠান হয়ে উঠেছে। ঘরে ঘরে আনন্দ করে অন্তঃসত্ত্বাদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করেন মা-ঠাকুমারা। তবে আশ্চর্যের বিষয় হল, ঠিক একই ভাবে সাধভক্ষণের আয়োজন করা হল এক গর্ভবতী গাভীর জন্যও। অবাক হচ্ছেন? আসুন তাহলে শুনেই নিই সেই গল্প।
গরুকে পুজো করার রীতি ভারতবর্ষে বহুদিনের রেওয়াজ। বাংলার বহু অঞ্চলেই, কালীপুজোর সময় গরুকে কন্যা জ্ঞানে পুজো করতে দেখা যায়। এবার প্রায় তেমনই এক আচার পালন করতে দেখা গেল তামিলনাড়ুতে। তবে শ্রদ্ধা ভক্তির পুজো নয়, এ আচার অনেকটাই আন্তরিক। কন্যা মনে করেই এক গর্ভবতী গাভীকে সাধ খাওয়ালেন সে রাজ্যের এক গ্রামের বাসিন্দারা।
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: শুধু মানুষ নয়, পোষ্য মাছের জন্য বাড়তি ১৬০০০ টাকা ভাড়ার দাবি বাড়িওয়ালার
সম্প্রতি তামিলনাড়ুর কালাকুরচি জেলায় এক অন্তঃসত্ত্বা গাভীর সাধভক্ষণকে ঘিরে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। প্রথমেই গাভীটিকে স্নান করিয়ে নানা অলংকারে সাজিয়ে তোলা হয়। প্রায় শ’ পাঁচেক মহিলা এই অনুষ্ঠানে অংশ নেন। গরুর সাধভক্ষণ বলে নিয়ম-কানুন পালনে অবশ্য কোনও ত্রুটি ছিল না। রীতিমতো ২৪ পদ রান্না করে গোরুর সামনে রাখা হয়। ৪৮ রকমের জিনিস উপহার হিসাবে দেওয়া হয় গাভীটিকে, যার মধ্যে ছিল চুড়িও। ঠিক একজন নারীর সাধভক্ষণে যা যা করা হয়, যা যা দেওয়া হয়, এক্ষেত্রেও তাই-ই অক্ষরে অক্ষরে মান্য করা হয়েছিল। মহিলারা সুসজ্জিত হয়ে এই অনুষ্ঠনে অংশ নিয়ে রীতিমতো গরুর সাধভক্ষণ বিষয়টিকে দর্শনীয় করে তোলেন। দিকে দিকে এই খবর ছড়িয়ে পড়ে। অভিনব এই ঘটনা দেখতে ভিড় করেন অনেকেই। অনেকে আসেন আশীর্বাদ নিতে। তারা গরুটির স্বাস্থ্য কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন, গ্রামের সমৃদ্ধিও কামনা করেন।
আরও শুনুন: আস্ত রেললাইন চুরি করে পালাল চোর! বেনজির কাণ্ডে হতভম্ব পুলিশ
গরুকে মাতা বা কন্যা জ্ঞানে পুজো করা হলেও, গরুর সাধভক্ষণ অনুষ্ঠান অবশ্য সচরাচর দেখা যায় না। এ দেশ মূলত কৃষিপ্রধান। আর তাই এখানে গৃহপালিত পশু হিসাবে গরুর কদর অন্যরকম। কোনোভাবেই গরুকে ঠিক পশু হিসাবে গণ্য করা হয় না। বরং সে যেন হয়ে ওঠে গৃহস্থ পরিবারেরই একজন। আর তাই বাড়ির মেয়েকে অন্তঃসত্ত্বা অবস্থায় যেভাবে সাধ খাওয়ানো হয়, সেভাবেই গরুর জন্যও একই আয়োজন করলেন তামিলনাড়ুর গ্রামের বাসিন্দারা। ব্যাপারটি খুব বেশি ঘটে না বলে, অনেকেরই একটু খটকা লাগছে। তবে গরুকে পুজো করার যে দীর্ঘ ঐতিহ্য ভারতে আছে, এ যে তারই একটা অঙ্গ, তা বলাই যায়।