চাকরির খোঁজ দিনে দিনে কঠিন হয়ে উঠছে। বিশেষত মহামারী পরবর্তী দুনিয়া যেন চাকরীপ্রার্থীদের কাছে ক্রমশ রুক্ষ হয়ে উঠছে। সেই রুক্ষ দিনেই চাকরি খুঁজতে এক অভিনব পন্থা নিলেন যুবক। কী করলেন তিনি? আসুন শুনে নিই।
আধুনিক পৃথিবীকে যদি দু-ভাগে ভাগ করা যায়, তবে তার মাঝখানে থাকবে কোভিড মহামারী। মানুষের জীবন ও অর্থনীতিকে তা আমূল বদলে দিয়েছে। এই নয়া পৃথিবীতে অন্নসংস্থান কঠিন হয়ে উঠেছে অধিকাংশ মানুষের কাছেই। বহু মানুষ চাকরি হারিয়েছেন। নতুন চাকরি পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সেরকমই এক চাকরিপ্রার্থী যুবক চাকরি খুঁজতে এবার আশ্রয় নিলেন অভিনব পন্থার। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে বিলি করলেন নিজের সিভি। সঙ্গে দিলেন একটি করে চকোলেট।
আরও শুনুন: ‘আমি যাব না বলে স্কুল তো আর বন্ধ হবে না!’ পড়ুয়ার মজাদার ছুটির দরখাস্তে মজে নেটপাড়া
কৌশলটি অভিনব সন্দেহ নেই। বর্তমানে চাকরি খোঁজার এক সহজ পন্থা হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে চাকরির খোঁজ মেলে। চাকরিদাতারাও চোখ রাখেন সেখানে। কিন্তু সেখানে ভিড়ও বেশি। তা ছাড়া সকলেই এক পথ ধরে চাকরি খোঁজার চেষ্টা করছেন বলে, সংস্থার কর্তাব্যক্তিদের চোখে পড়ার সম্ভাবনাও খানিক কমে। দুবাইয়ের বাসিন্দা এই যুবকটি তাই নতুন পথের সন্ধানে আক্ষরিক অর্থে পথেই নেমে এসেছেন। এসে দাঁড়িয়েছেন ট্র্যাফিক সিগন্যালে। সেখানে দাঁড়িয়েই অচেনা জনতার মধ্যে নিজের সিভি বিলি করছে তিনি। সেই সিভি জানাচ্ছে, এর আগে একাধিক অফিসে সেলস বিভাগে কাজ করেছেন তিনি। অভিজ্ঞতা তাঁর কম কিছু নয়। তাই সিভির সঙ্গে একটা ছোট্ট চিঠিতে তিনি জানিয়েছেন, যদি এই অভিজ্ঞতার ভিত্তিতে কেউ তাঁকে একটি চাকরির সন্ধান দেন, তবে তিনি কৃতজ্ঞ থাকবেন। আর এর পাশাপাশি আরও একটি দারুণ কাজ করেছেন তিনি। আগাম কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে একটি চকোলেটও উপহার দিয়েছেন সেই সব মানুষদের, যাঁদের মধ্যে সিভি বিলি করেছেন তিনি।
আরও শুনুন: চুরি করে পাকড়াও কুকুর, গালাগালি দিয়ে বন্দি টিয়া! অদ্ভুত ঘটনায় গ্রেপ্তার পশুপাখিরাও
চাকরি খোঁজার ক্ষেত্রে তাঁর অভিনব এই উদ্ভাবনের প্রশংসা করেছেন বহু মানুষ। তবে কোভিড-উত্তর পৃথিবী যে চাকরিপ্রার্থীদের জন্য কতটা কঠিন হয়ে উঠেছে, এই ঘটনা যেন সে কথাই জানিয়ে দিচ্ছে।