এক টেবিলে বসে খাওয়া যাবে না আমিষ ও নিরামিষ খাবার। বম্বে আইআইটি-তে জারি হওয়া এই নিয়মের প্রতিবাদ করেই শাস্তির মুখে পড়লেন পড়ুয়ারা। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
নিরামিষের আলাদা টেবিল কেন? প্রশ্ন তুলতেই বড় শাস্তির মুখে এক পড়ুয়া। তাঁর সঙ্গে থাকা অন্য পড়ুয়াদের খুঁজে বের করতেও তৎপর কর্তৃপক্ষ। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বম্বে আইআইটি-তে। যা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।
আরও শুনুন: চাইলেই রাত কাটাতে পারেন কিং খানের বাড়িতে, এক রাতের ভাড়া কত জানেন?
কথায় বলে, আপ রুচি খানা। হ্যাঁ, কেউ কী খাবার খাবেন, তা তাঁর নিজস্ব পছন্দ। কিন্তু সেই খাবার নিয়েই মাঝে মাঝেই বিতর্ক উসকে ওঠে দেশে। আর আইআইটি বম্বেতেও এবার ঘটল তেমনই এক ঘটনা। দিনকয়েক আগেই সেখানে একটি নোটিস জারি করেছিল কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছিল, হস্টেলের ক্যান্টিনের ছটি টেবিল বরাদ্দ থাকবে শুধুমাত্র নিরামিষাশীদের জন্য। অর্থাৎ ওই টেবিলে বসে কেউ মাছ-মাংস-ডিম জাতীয় আমিষ খাবার খেতে পারবেন না। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে চাপানউতোর চলছে তার পর থেকেই। কর্তৃপক্ষের বক্তব্য, যাঁরা নিরামিষাশী তাঁদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এইভাবে নিয়ম বেঁধে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান ছাত্রদের একাংশ। কর্তৃপক্ষের এই পদক্ষেপকে খাপ পঞ্চায়েতের সঙ্গেও তুলনা করেছেন তাঁরা। পরদিন ক্যান্টিনেই এর প্রতিবাদে সরব হন কিছু পড়ুয়া। নির্দিষ্ট টেবিলে বসে আমিষ খাবার খেয়ে কর্তৃপক্ষের এই নিয়ম চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করেছিলেন ওই পড়ুয়ারা।
আরও শুনুন: মনোনীত হয়েছিলেন ৫ বার, রাজনীতিক নন বলেই কি নোবেল পাননি মহাত্মা গান্ধী?
কিন্তু এই ঘটনাকে মোটেই ভালভাবে নেয়নি আইআইটি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করেছেন পড়ুয়ারা, এই মর্মে দায়ের হয় অভিযোগ। হস্টেলের ওয়ার্ডেনদের নিয়ে বৈঠক করা হয়। এর পরেই চিঠি দিয়ে এক জন ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়েই এই শাস্তি, সাফ জানিয়েছে কর্তৃপক্ষ। ওই ছাত্রকে আর যে পড়ুয়ারা সমর্থন করেছিলেন, তাঁদেরও চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ইস্যুতে জোর বিতর্ক শুরু হয়েছে দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে।