বাড়িতে তিনজন স্ত্রী। অথচ খালি চোখে বোঝার উপায় নেই তাঁরা আলাদা মানুষ। শুনতে অবাক লাগলেও, একই পরিবারের তিন যমজ বোনকে বিয়ে করেছেন এক যুবক। আর বিয়ের পর যথেষ্ট সুখে-শান্তিতেই সংসার করছেন তাঁরা। কোন মন্ত্রবলে তিনজন স্ত্রী-কে সামলাচ্ছেন তিনি? আসুন শুনে নিই।
যমজদের শুধু চেহারায় যে মিল থাকে তাই-ই নয়, অনেক সময়ই তাঁদের পছন্দ-অপছন্দও একই রকম হয়। তাই বলে তিন যমজ বোন এক পুরুষকেই মন দেবেন, তা-ও কি হয়! যদি তা হয়, তিনজনে মিলে একজন পুরুষকে বিয়ে করবেন, এটা ভাবা হয়তো একটু কষ্টকল্পনাই হয়ে যাবে। কিন্তু যা কল্পনাতেও কষ্টসাধ্য, তাই-ই ঘটেছে বাস্তবে। তিন যমজ বোন মিলে বিয়ে করেছেন এক যুবককেই। আর তারা জানাচ্ছেন, এই দাম্পত্যে তাঁরা বেশ সুখী।
আরও শুনুন: রাতে বাড়ি বাড়ি গিয়ে কলিং বেলে হাত নগ্ন মহিলার, নেপথ্যে কী রহস্য?
মহাভারতে বা পৌরাণিক নানা গল্পে বহুগামিতার যথেষ্ট উল্লেখ মেলে। গল্পে দেখা যায়, প্রাচীনকালে রাজাদের মধ্যে একই পরিবারের মেয়েদের বিয়ে করার বেশ চল ছিল। তবে সেক্ষেত্রে একইসঙ্গে উল্লেখ থাকত দাম্পত্য কলহের কথাও। একাধিক স্ত্রীর মন রাখতে গিয়ে রীতিমতো হিমসিম খেতেন রাজা-মহারাজারা। অথচ সে ঝামেলা থেকে অনেক দূরে আফ্রিকার এক যুবকক। তিনিও একই পরিবারের তিন যমজ বোনের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন। অথচ দাম্পত্য কলহের লেশমাত্র নেই তাঁর পরিবারে। তবে এমন অদ্ভুত সহাবস্থানের নেপথ্যে রয়েছে তাঁর তৈরি করা কিছু নিয়মই। কেনিয়া নিবাসী স্টেভো ছোটবেলা থেকেই নিজেকে বহুগামী হিসাবে মনে করতেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও ভালোভাবে বুঝতে পারেন তাঁর পক্ষে কেবলমাত্র একজন নারীর সঙ্গে জীবন কাটানো অসম্ভব। সময়ে সময়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েও, বিয়ে পর্যন্ত এগোতে পারেননি শুধু নিজের এমন মনোভাবের জন্যেই। যুবকের দাবি, তাঁর বহুগামিতার কথা শুনে তাঁর কোনও সঙ্গীনিই বিয়েতে রাজি হননি। দৈবাৎ তাঁর সঙ্গে আলাপ হয় কেট নামে জনৈক মহিলার। মাস দুয়েক কেট-এর সঙ্গে সম্পর্কে থাকার পরই নিজের বহুগামিতার কথা তাঁকে জানান ওই যুবক। তবে অন্যদের মতো এই কথা শুনে চমকে না উঠে, তাঁর আরও দুই বোনের সঙ্গে যুবকের আলাপ করিয়ে দেন কেট। অদ্ভুত ভাবে তাঁরাও খুব স্বাভাবিক ভাবেই যুবকের এই অদ্ভুত দাবি মেনে নেন। কিছুদিনের মধ্যেই তিনজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন যুবক।
আরও শুনুন: নাবালিকা বিয়ের ধুম! বাল্যবিবাহ আইন ভেঙে অসমে গ্রেপ্তার ১৮০০ জন
এইভাবে কিছুদিন কাটানোর পর বিয়ের সিদ্ধান্তও নেন তাঁরা। একইসঙ্গে তিন যমজ বোনকে বিয়ে করেন স্টেভো নামে ওই যুবক। তবে তিন মহিলাকে নিয়ে সংসার শুরুর আগে একটি নিয়ম তৈরি করেন তিনি। রীতিমতো সময় ধরে ঠিক করে দেন কখন কোন স্ত্রী-র সঙ্গে সময় কাটাবেন। তাতে কারোরই কোনও অভিযোগ থাকে না। ব্যস, এই নিয়ম মেনেই দিব্য সুখে সংসার করছেন তাঁরা। তাঁর তিন স্ত্রী-ও মনে করেন তাঁরা তিনজনই স্টেভোর জন্য যথেষ্ট। বলা বাহুল্য, নিজেদের পারস্পরিক সম্পর্ক নিয়ে মতের এমন অদ্ভুত সহাবস্থান যে পরিবারে রয়েছে, সেখানে অশান্তি ডেকে আনার সাধ্যি কার! এক পুরুষকে নিয়েই তাই সুখে সংসার তিন যমজ বোনের।