অনেক কঠিন পথ পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। অথচ মনের মধ্যে এতটুকু অহংকার জন্ম নেয়নি। তাই বৃদ্ধ গ্রামবাসীর দাবি-দাওয়া শুনতে মাটিতেই বসে পড়েছেন এক তরুণী আইএএস অফিসার। সেই ছবি দেখে আপ্লুত নেটদুনিয়া। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নেওয়া যাক।
‘রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান’- কবিগুরুর এই পঙক্তি তো আমরা সকলেই জানি। সে কথারই যেন প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে। যেখানে দেখা গিয়েছে, এক তরুণী আইএএস অফিসার মাটিতে বসেই বৃদ্ধ গ্রামবাসীর কথা শুনছেন। তাঁর এই মহানুভবতার ছবি দেখেই মুগ্ধ নেটদুনিয়া।
আরও শুনুন: তাঁর জন্যই চাকরিতে ইস্তফা! ফ্যানের চাকরির জন্য তরুণীর বসের কাছে কাতর আবেদন শাহরুখের
ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুর জেলার। সেখানকার চিফ ডেভেলপমেন্ট অফিসার সৌম্যা পাণ্ডে তাঁর মানবিক আচরণের জেরে সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন। এমনিতেই এই তরুণী আইএ এস অফিসার বিভিন্ন জনসেবার কাজে নিজেকে ব্যস্ত রাখেন। প্রশাসনিক কাজকর্মের বাইরেও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেন তিনি। সবমিলিয়ে কানপুর জেলার মানুষের কাছে তিনি একইসঙ্গে সম্মানের এবং ভালোবাসার মানুষ। তবে সম্প্রতি তিনি যা করেছেন তা দেখে মুগ্ধ নেটদুনিয়াও। পদাধিকার বলে সৌম্যা ভিআইপি গোত্রের মধ্যেই পড়েন। বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা তিনি পেয়েই থাকেন। তবে মানুষের অভিযোগ শোনার ক্ষেত্রে সেই সব সুবিধার কিছুই ব্যবহার করেন না তিনি। বরং একেবারে সাধারণ মানুষের মতোই তাঁদের সঙ্গে মিশে যান। এক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। স্থানীয় এক গ্রাম থেকে তাঁর কাছে অভিযোগ জানাতে এসেছিলেন এক প্রতিবন্ধী বৃদ্ধ। ঠিক অভিযোগ বললে ভুল হবে। বৃদ্ধ আসলে এসেছিলেন একটি ইলেকট্রিক সাইকেলের আবদার নিয়ে। সরকারি প্রকল্প অনুযায়ী যা তাঁর প্রাপ্য। সেইসঙ্গে আরও কিছু কথা সৌম্যা-কে জানাতে এসেছিলেন তিনি। এই বৃদ্ধের অভাব অভিযোগ শুনতেই কার্যত মাটিতে বসে পড়েন সৌম্যা। আসলে প্রতিবন্ধকতার জেরে ওই বৃদ্ধ দাঁড়াতে পারেন না। তাই তাঁর সামনে নিজেও দাঁড়িয়ে থাকেননি তিনি। হোক না রাস্তা, সেসব খেয়াল না করেই সটান মাটিতে বসে পড়েন তিনি। বৃদ্ধের সব অভিযোগ শুনে তাঁকে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দেন।
আরও শুনুন: পর্ন দেখেই নিয়মিত অভ্যেস হস্তমৈথুনের! বড্ড ভুল হয়ে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা
তবে তাঁর মাটিতে বসে বৃদ্ধের কথা শোনার ছবির জেরে বেশ শোরগোল শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সকলেই তাঁর এই মহানুভবতা দেখে মুগ্ধ হয়েছেন। এত বড় মাপের মানুষ হয়েও যে তাঁর সঙ্গে মাটির যোগ ছিন্ন হয়নি সেকথাই মনে করিয়েছেন সকলে।