শিক্ষা মানুষকে উদ্ধত করে না, নত করে। এ শুধু কথার কথা নয়। কারও কারও ব্যবহারেই ফুটে ওঠে সেই সত্যি। সম্প্রতি কেরলের এক সরকারি অফিসার নিজের কাজে আবার যেন নতুন করে মনে করিয়ে দিলেন সে-কথা। কী এমন করেছেন তিনি? আসুন, শুনে নিই।
পদাধিকার বলে তিনি জেলার প্রশাসনিক প্রধান। কিন্তু এই পদের অহংকার তাঁর মধ্যে নেই। আর তাই বয়ঃজ্যেষ্ঠ অচেনা ব্যক্তির কাছে তিনি নত হতে দ্বিধা করেন না। তিনি কেরলের আইএএস অফিসার কৃষ্ণা তেজা। নিজের চেয়ারে বসেই এক বৃদ্ধার সামনে মাথা নত করে আশীর্বাদ নিলেন তিনি। আর সে ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই আপ্লুত হলেন সকলে। অনেকেই বলছেন, এমনটাই তো হওয়া উচিত। সাধারণ মানুষ আর সরকারি অফিসারের মধ্যে এমন সম্পর্ক থাকলে আর কী চাই!
আরও শুনুন: কার্ড দিতেই জানা গেল টাকা নেই, বন্ধুই খাবারের বিল মেটাল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর
কৃষ্ণা তেজা নিজেও অবশ্য সে কথাই বলছেন। ছবির ক্যাপশনে তিনিও লিখেছেন, আর কী চাই! এমনিতে অবশ্য সরকারি দপ্তরের কাজ নিয়ে অভিযোগের শেষ নেই সাধারণ মানুষের। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কারণেই হোক, সরকারি কর্মীদের ব্যবহার নিয়েও নানা সময় নানা অভিযোগ। জরুরি কাজে গিয়ে অনেকেই খারাপ অভিজ্ঞতা নিয়ে ফেরেন। কোনও সরকারি কাজই নাকি সময় মতো শেষ হয় না, আর যে কোনও সরকারি প্রতিষ্ঠানে গেলে ভোগান্তির শিকার হতেই হবে- এ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেরলের এই সরকারি অফিসে ধরা পড়েছে একেবারে অন্যরকম এক ছবি। সেই কৃতিত্বের দাবিদার অবশ্যই আলাপুজ্ঝা জেলার মুখ্য আধিকারিক কৃষ্ণা তেজা।
ছবিটির নেপথ্য কাহিনি হিসাবে জানা যাচ্ছে, কোনও একটি বিশেষ কাজ নিয়েই এই অফিসে এসেছিলেন মাতৃস্থানীয়া এক বৃদ্ধা। সাধারণত সরকারি অফিসে এরকম কাজ নিয়ে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বয়স্ক মানুষদের কাছে যা ভীষণই কষ্টকর। কিন্তু এখানে সেসব কিছুই হয়নি। বরং তাঁর প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করেছেন ওই অফিসের আধিকারিকরা। আর তাতেই খুশি হয়ে বৃদ্ধা আবদার করেন মুখ্য আধিকারিকের সঙ্গে দেখা করবেন। সাধারণত এত বড় পদে থাকা সরকারি অফিসার নানা কাজে ব্যস্ত থাকেন। ফলে সকলের সঙ্গে চাইলেও দেখা করা সম্ভব হয়ে ওঠে না। তবে এই বৃদ্ধার আবদার শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান কৃষ্ণা। অফিসে নিজের ঘরে বৃদ্ধাকে ডেকে আনেন। তারপর ভক্তিভরে তাঁর কাছে মাথা পেতে আশীর্বাদ নেন। বৃদ্ধাও আপ্লুত হয়ে তাকে প্রাণভরে আশীর্বাদ করেন। তাঁদের সেই আবেগঘন মুহূর্তের ছবিই ক্যামেরাবন্দি করে ফেলেন অন্য এক আধিকারিক। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন কৃষ্ণা স্বয়ং। সঙ্গে লেখেন ‘জীবনে আর কী চাই!’ এমন হৃদয়স্পর্শী ক্যাপশন আর ওই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। পদমর্যাদা নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সৌন্দর্যই যে আসল, এ ছবি যেন সোচ্চারে সে কথাই বলে উঠছে প্রত্যেকের কাছে।
What else u need 😊😊 #IAmForAlleppey pic.twitter.com/c0rjYUoHAk
— Krishna Teja IAS (@mvrkteja) November 7, 2022