দেখতে বিদঘুটে তো বটেই, এই প্রাণীটিকে দেখে বিরক্ত হন না, এমন মানুষ বোধহয় হাতে গোনা। ভয়ও পান অনেকে। আর সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর পর্যন্ত। তা এই বিরক্তিকর প্রাণীটিই যে আদালত চত্বরে এমন ধুন্ধুমার বাধিয়ে দেবে, তা কে বা জানত! শুনানি চলাকালীন কৌটো থেকে হঠাৎই বেরিয়ে পড়ল পালপাল আরশোলা! তারপর…? শুনে নিন।
আরশোলা! মনে করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি দিন টিকে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম এই আরশোলা। তা এই আরশোলাই যে আদালতের কাজকর্ম পাটে তুলে দেওয়ার জন্য যথেষ্ট, তেমনটা বোধহয় আঁচ করতে পারেননি কেউই।
কিন্তু সম্প্রতি নিউ ইয়র্কের একটি আদালতে ঘটল এমনই ঘটনা। শুনানি চলাকালীন হঠাৎই কোর্টরুম ছেয়ে গেল পাল পাল আরশোলায়। আরশোলা-ঝড়ে তখন বিপর্যস্ত বিচারক থেকে শুরু করে উকিল কিংবা আসামী সকলেই। ভয়ের চোটে দৌড়দৌড়িও শুরু করেন অনেকে। স্বাভাবিক ভাবেই ঘেঁটে যায় আদালতের কাজ।
আরও শুনুন: মুখে ফুটল হাসি, মা-হারা বন্ধুর জন্মদিনে উপহারের ঝুলি সাজিয়ে দিল সহপাঠীরাই
কিন্তু কোথা থেকে এল এত আরশোলা? ভাবছেন নিশ্চয়ই? না, ঠিক উড়ে নয়। রীতিমতো কৌটোয় ভরে আনা হয়েছিল তাদের। আসল ঘটনাটি কী, তবে খুলেই বলা যাক।
নিউইয়র্কের আলবানি কোর্টে সেদিন শুনানি চলাকালীন এক আসামী হঠাৎ নিজেই আদালতের প্রক্রিয়া রেকর্ড করা শুরু করেন। ব্যাপারটি চোখে পড়তেই বাধা দেন আদালত কর্তৃপক্ষ। তাঁকে ডেকে রেকর্ড করতে নিষেধ করা হয়। আর তার পরেই কোথা থেকে যেন উড়ে আসতে শুরু করে পাল পাল আরশোলা।
আরও শুনুন: খেলনা বিমানের প্রেমে মশগুল তরুণী, তার গলাতেই দিতে চান মালা
পরে জানা যায়, দর্শকাসনে বসে থাকা এক ৩৪ বছরের মহিলা একটি প্লাস্টিকের কৌটোয় করে প্রচুর আরশোলা নিয়ে এসেছিলেন। আর সময় বুঝে তিনিই কৌটো খুলে আরশোলাদের আদালতে ছেড়ে দেন। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দেওয়া, প্রমাণ লোপাট করার চেষ্টার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। আদালতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আদালতের কাজে বাধা দেওয়া ও সরকারি সম্পত্তির ক্ষতির অভিপ্রায় নিয়েই ওই কাজ করেছিলেন মহিলা। যদিও পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে বলেই খবর।
সেদিনের ওই ঘটনায় স্বাভাবিক ভাবেই মুলতুবি হয়ে যায় আদালত। তারপর পেস্ট কন্ট্রোলকে ডেকে চলে আরশোলা তাড়ানোর চেষ্টা। ছুরি নয়, বন্দুক নয়, বোমা নয়, কৌটোয় ভরা সামান্য কয়েকটা আরশোলা যে এ ভাবে আদালতের কাজকে পণ্ড করে দিতে পারে, তা সেদিন ভাল মতোই বুঝেছেন নিউইয়র্কের ওই আদালত কর্তৃপক্ষ। আর সাম্প্রতিক এই ঘটনার কথাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যে শুনে বেশ মজাই পেয়েছেন নেটনাগরিকেরা।