কেক খেতে কে না ভালোবাসে। আর কাপকেক হলে তো কথাই নেই! জলখাবার হিসেবে এর জুড়ি মেলা ভার। কিন্তু শুধু মানুষ নয়। খিদে পেলে ভাল্লুকও দিব্যি কাপকেক খেতে পারে। এমনটাই দেখা গেল সাম্প্রতিক ঘটনায়। তবে চিড়িয়াখানায় ভালোবেসে ভাল্লুককে কাপকেক খাওয়ায়নি কেউ, সে নিজেই দোকানে হাজির হয়েছে সাবাড় করেছে একগুচ্ছ কাপকেক। কোথায় ঘটল এই কাণ্ড? আসুন শুনে নিই।
কেক খেতে ভালোবাসে। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন নয়। বরং বলা যায়, কেক পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। কিন্তু কখনও ভাল্লুককে কেক খেতে দেখেছেন? তাও কোনও সিনেমা বা সার্কাসে নয়, একেবারে বাস্তবের মাটিতে। সম্প্রতি কেকের দোকানে ঢুকে সব কিছু সাফ করে দিয়েছে একটা ভাল্লুক। তার কাণ্ড দেখে রীতিমতো হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: ক্রেতা আছে, বিক্রেতা নেই! চুরিও হয় না দোকানে সাজানো পণ্য
উচ্চতা প্রায় চার ফুট। লোমশ চেহারা। দূর থেকে তাকে দেখতে পেয়েই সবাই পড়িমরি করে দৌড় লাগিয়েছে। আর এমনটা হবে নাই বা কেন! সে তো আর যে সে জন্তু নয়, আস্ত একটা ভাল্লুক! সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে সেই ভাল্লুকের অদ্ভুত কাণ্ড। ভিডিওর শুরুতেই দেখা যাবে কেকের দোকানে কোত্থেকে এক ভাল্লুক এসে হাজির। সেখানে থরে থরে কাপকেক সাজানো। ভিতরে কেক কেনার জন্য ভিড় করে দাঁড়িয়েও আছেন অনেকেই। কিন্তু সেসব দিকে কোনও ভ্রূক্ষেপ নেই ওই ভাল্লুকের। সে নিজের মতো দোকানে ঢুকে সটান একটা কাপকেকের ট্রে হাতে তুলে নিল। এদিকে তাকে দেখে দোকানে থাকা লোকজনের আত্মারাম খাঁচা। যে যেদিকে পারছে দৌড় শুরু করছে। ভাল্লুকের থেকে যতটা দূরত্বে থাকা সম্ভব সকলেই সেই চেষ্টা করে যাচ্ছে। কেউ কেউ আবার ফোন হাতে পুলিশের নাম্বার ডায়েল করতে ব্যস্ত। এসবের মাঝে ভাল্লুক কী করছে সেদিকে খেয়ালই করেনি কেউ। সে তখন মনের আনন্দে কাপকেক খাচ্ছে। এরই মাঝে দোকানের এক কর্মী অদ্ভুত ফন্দি আঁটেন। কোনওক্রমে দোকান থেকে বেরিয়ে পড়েন তিনি। তারপর বাইরে থেকে জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে আরম্ভ করেন। আওয়াজ শুনেই বেজায় ভয় পেয়ে যায় ভাল্লুক বাবাজি। তখনই সে হাতের ট্রে ফেলে সেখান থেকে চম্পট দেয়।
আরও শুনুন: মঙ্গলসূত্র দান করে মিলল এক লাখের হার, ‘দেবতার আশীর্বাদে’ অভিভূত মহিলা
কিছুক্ষনের মধ্যেই সেখানে পুলিশের জিপ হাজির। ঘটনার বিবরণ শুনে সকলকে আশ্বস্ত করেন তাঁরা। তবে ততক্ষণে যা অনিষ্ট হওয়ার হয়ে গিয়েছে। দোকানের মালিকের দাবি, ওই ভাল্লুক ৬০টি কাপকেক নষ্ট করেছে। কিন্তু এখন তো আর কিছু করার নেই। তাই কারও কোনও ক্ষতি করেনি ওই ভাল্লুক এই ভেবেই স্বস্তি পাচ্ছেন সকলে। ঘটনার ভিডিও প্রকাশ্যে এলেও তা কারও মোবাইলে তোলা নয়। কারণ তখন সেই অবস্থায় কেউ ছিল না। দোকানের সিসিটিভিতে যেটুকু ধরা পড়েছে, তাই প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিও দেখেই রীতিমতো হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়।