পিএইচডি করছেন। এদিকে রাস্তায় ধারে দোকানও রয়েছে। নিয়মিত সেখানে তেলেভাজা বিক্রি করেন। যুবককে দেখে বেজায় অবাক মার্কিন ভ্লগার। ভিডিও তুলে ছড়িয়ে দিলেন নেটদুনিয়ায়। কী হল তারপর? আসুন শুনে নেওয়া যাক।
কখনও বিটেক পানিপুরিওয়ালি, তো কখনও এমএ পাশ চায়েওয়ালা। ইদানীং কালে এমন ছকভাঙা পথে হেঁটে স্বনির্ভরতার নয়া সংজ্ঞা লিখছেন অনেকে। এক্ষেত্রে নিজেদের শিক্ষাগত যোগ্যতাকে সামনে রেখে ব্যবসা বড় করছেন তাঁরা। ব্যতিক্রম চেন্নাইয়ের যুবক। নিজে পিএইচডি স্কলার। কিন্তু নিজের দোকানে সে কথা ফলাহ করে লেখননি। বরং গবেষণার পাশাপাশিই ব্যবসা সামলে যাচ্ছেন নিজের মতো। সম্প্রতি তাঁর পরিচয় সামনে আসতেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
:আরও শুনুন:
সব ছকভাঙাই কি প্রগতির গল্প বলে? ভাবাচ্ছেন ‘PhD পকোড়াওয়ালি’
উচ্চশিক্ষার পর চাকরি করতে হবে, কিংবা কিছু নির্দিষ্ট কাজেই যোগ দিতে হবে, এমন গণ্ডি ভেঙে দিচ্ছেন তাঁরা। এই পথে হেঁটেই ইদানীং কালে প্রচারের আলোয় এসেছেন বিটেক পানিপুরিওয়ালি, এমবিএ চায়েওয়ালা-রা। নামেই বোঝা যাচ্ছে, কেউ বিটেক পাশ করেও নিয়মমাফিক ইঞ্জিনিয়ারের চাকরি নেননি, কেউ আবার এমবিএ ডিগ্রি নিয়েও অন্যরকম কিছু করতে চেয়েছেন। নিজের ইচ্ছেমতো জীবন বাঁচার এই সিদ্ধান্ত কুড়িয়ে নিয়েছে সমর্থন। এই দলেই রয়েছেন চেন্নাইয়ের রায়ান। রাস্তার ধারে ছোট্ট ঠেলা গাড়িতে খাবার বিক্রি করেন। মাংসের হরেক রকম পদ। মূলত তেলেভাজা, মুখোরোচক খাবারই বিক্রি করেন রায়ান। সন্ধ্যা হলে ভিড় জমে তাঁর দোকানে। এমনই এক ব্যস্ত সন্ধ্যায় রায়ানের দোকানে হাজির হন মার্কিন ভ্লগার ক্রস লেওয়িস। ভারতের বিভিন্ন শহরে ঘুরে সেখানকার জীবনযাত্রা ক্যামেরাবন্দী করছেন এই ভ্লগার। রিল, ভিডিও বানিয়ে সেসব ছড়িয়ে দিচ্ছেন নেটদুনিয়ায়। বর্তমানে তিনি রয়েছেন চেন্নাইয়ে। শহরের বিখ্যাত সব জায়গা ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই। এরইমাঝে তিনি হাজির হন রায়ানের দোকানে। সেখানে জনপ্রিয় চিকেন ৬৫ অর্ডার করেন তিনি। এই ফাঁকে রায়ানের সঙ্গে গল্প জুড়ে দেন। আর তখনই সামনে আসে রায়ানের শিক্ষাগত যোগ্যতার কথা।
আরও শুনুন:
অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার বুকে ২৪ ঘণ্টার রেস্তরাঁ চালান মধুপর্ণা
ঠেলা গাড়িতে খাবার বিক্রি করলেও রায়ান একজন পিএইচডি স্কলার। একথা শুনেই লাফিয়ে ওঠেন ক্রিস। এমনটাও যে সম্ভব তা তাঁর ভাবনার বাইরে। তাই রায়ানকে রীতিমতো প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে দেন। তাতেই কাজ হয় ম্যাজিকের মতো। সকলেই রায়ানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশপাশি মার্কিন ভ্লগারকেও এমন ভিডিও প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলে।