দূরে কোথাও ঘুরতে গিয়েছেন। কিন্তু সঙ্গে করে মোবাইলের চার্জার আনার কথা খেয়াল নেই। এদিকে সাধের মোবাইল ছেড়ে তো এক মুহূর্তও কাটানো সম্ভব নয়। তাহলে উপায়? স্রেফ একটা লেবু দিয়েই মিটতে পারে সমস্যা। ভাবছেন তো, লেবু দিয়ে কীভাবে মোবাইলে চার্জ দেওয়া সম্ভব? আসুন শুনে নিই।
চার্জার নেই। বিদ্যুৎ সংযোগও নেই। যতই প্রকৃতির মায়া থাকুক, এরকম জায়গায় দিন কাটাতে অনেকেই বেশ অস্বস্তিতে পড়বেন। ডিজিটাল যুগে সবকিছু মোবাইল বন্দী করাই অনেকের একমাত্র উদ্দেশ্য। তাই তাঁদের ক্ষেত্রে মোবাইলে চার্জ না থাকা গুরুতর সমস্যাই বটে।
আরও শুনুন: যিনি কেড়েছিলেন ফোন, তাঁকেই দিলেন মন! তরুণীর প্রেমকাহিনিতে অবাক নেটদুনিয়া
যদিও স্রেফ ঘুরতে যাওয়া নয়, বাস্তব জীবনেও মোবাইল ছেড়ে এক মুহূর্ত কাটানোর কথা ভাবতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে চার্জ না থাকলে সমস্যা তো হবেই। কিন্তু জানেন কি চার্জার ছাড়াও মোবাইলে চার্জ দেওয়া সম্ভব! আর সেই কাজ হতে পারে স্রেফ একটা লেবু দিয়ে। যদিও এ বিষয়ে প্রযুক্তি বিজ্ঞানীদের দাবি খানিকটা আলাদা। কিন্তু তাতে কি! লেবু দিয়ে যে মোবাইল চার্জ দেওয়া যায় এতে কোনও সন্দেহ নেই বলেই জানিয়েছেন গবেষকরা। আর তাতেই নেটদুনিয়া ভরে উঠেছে এই সংক্রান্ত নানান ভিডিওতে। অনেকেই হাতেকলমে পরীক্ষা করে দেখিয়েছেন লেবু দিয়েই চার্জ হচ্ছে মোবাইল।
তবে এর জন্য ঠিক কী করতে হবে?
আরও শুনুন: মুসলিম বাসিন্দা নেই একজনও, তবু সমারোহে মহরম পালন কর্ণাটকের গ্রামে
প্রয়োজন একটা লেবু। তবে পাতিলেবু হলেই ভাল। তারপর সেটিকে মাঝ বরাবর কাটতে হবে। যে কোনও একটা টুকরোর ভিতর ঢুকিয়ে দিন চার্জারের প্লাগ অংশটি। ব্যাস এটুকুই। অন্যপ্রান্ত মোবাইলে জুড়লেই শুরু হবে চার্জ। যদিও চার্জার ছাড়াও এমনটা করা সম্ভব। সেক্ষেত্রে লাগবে একটা ইউএসবি কর্ড। একইভাবে লেবুর সঙ্গে সেই তার জুড়ে মোবাইলে চার্জ দেওয়া সম্ভব। নেটদুনিয়ার অজস্র ভিডিওতে এমনটাই দেখানো হয়। এবং এতে কোনও মিথ্যাচারও নেই। তবে সমস্যা হল ঠিক কতক্ষণ সময় লাগছে চার্জ হতে সে বিষয়ে। সাধারণত একবার মোবাইল চার্জ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে এই লেবু দিয়ে চার্জ দেওয়া রীতিমতো সময়সাপেক্ষ ব্যাপার। আর একটা লেবুতেই যে চার্জ সম্পূর্ণ হবে তা নয়। গবেষকদের মতে, একটুকরো লেবু যে পরিমাণ বিদ্যুৎ সরবরাব করে, তাতে সম্পূর্ণ মোবাইল চার্জ হওয়া অসম্ভব। হলেও তার জন্য সময় লাগবে কয়েক মাস। আর কেউ যদি মাত্র ১ ঘন্টায় মোবাইল চার্জ করতে চায়, তাহলে প্রয়োজন হবে এক লক্ষ লেবু। বুঝতেই পারছেন, বাস্তবে তা মোটেও সহজ ব্যাপার নয়। তাই একদিকে যেমন লাবু দিয়ে মোবাইল চার্জ দেওয়ার বিষয়টি ভুল নয়, তেমনই বাস্তবে এর প্রয়োগও সহজ নয়। আর এই দাবি খোদ প্রযুক্তিবিদদের। উপায় না থাকলে কেউ এই পথে হাঁটতেই পারেন, তাতে লাভ হবে না এমনটাও নয়। কিন্তু বাস্তবে এতগুলো লেবু জোগাড় করা, কিংবা একবার মোবাইল চার্জ দেওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে পারবেন কজন, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন গবেষকরাই।