আট থেকে আশি, সেলফির প্রেমে মজে সবাই। ঘটনা হোক কি দুর্ঘটনা, সেলফি এখন নিত্যসঙ্গী। কিন্তু এই যে সারাক্ষণ নিজের দিকে ফ্রন্ট ক্যামেরা তাক করে চলেছেন, জানেন কী আপনার সম্পর্কে কী কী গোপন কথা ফাঁস করে দিচ্ছে এই ক্যামেরা ধরা হাত?
অক্সফোর্ড ডিকশনারিতে ২০১৩ সালের সেরা শব্দের শিরোপা কে পেয়েছিল জানেন? আপনার-আমার খুব চেনা একটা শব্দ। ‘সেলফি’। অবাক হওয়ার কিছুই নেই, কারণ রণে-বনে-জলে-জঙ্গলে আর কেউ থাক না থাক, একখানি ‘খচাত’ সেলফি থাকিবেই! কিন্তু জানেন কি, কেমন করে সেলফি তুলছেন আপনি, সেই সেলফি অ্যাঙ্গেল দেখে আপনার সম্পর্কে কী কী বলে দেওয়া যায়?
আরও শুনুন: সাপ-লুডো খেলতেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরও! জেনে নিন সেই খেলার গল্প
প্রায় সবাই, সেলফি তোলার সময় ফোনটা নিয়ে যান নিজের মাথার চেয়ে একটু বেশি উচ্চতায়। অনেকে ফোনটাকে ধরেন আড়াআড়ি ভাবে। আবার, বর্তমানে যে ডেটিং অ্যাপগুলি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মহিলা ওপর থেকে সেলফি তুলতে পছন্দ করেন, আর পুরুষেরা নিচ থেকে। গবেষকেরা খতিয়ে দেখেছিলেন কেন এই বিশেষ ক্ষেত্রে এভাবে বদলে যাচ্ছে সেলফি অ্যাঙ্গেল।
আসলে সেলফি তোলার জন্য যেসব অলিখিত গাইডবুক আছে, সেখানে বলা হয় ওপর থেকে ছবি তুললেই নাকি মানুষকে দেখতে বেশি ভাল লাগে। কিন্তু পুরুষরা ডেটিং অ্যাপে সেলফি দিতে গেলে ক্যামেরা নিচে ধরেন, যাতে তাঁদের লম্বা দেখায়। আর কে না জানে, প্রেমের বাজারে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম-দের দর বেশি। ঠিক একই কারণে মহিলারা ওপর থেকে তোলা সেলফি বেছে নেন এই অ্যাপগুলির ক্ষেত্রে। এছাড়া প্রায় সকলেই চান এমন অ্যাঙ্গেলে ছবি তুলতে, যাতে তাঁদের বেশ রোগা দেখায়। এই বডি শেমিং-এর বাড়াবাড়িতে রোগা না হলে কাউকে সুন্দর বলা যায় না কিনা!
আরও শুনুন: বিরক্ত হয়ে রেগে তাকানো মানেই মিমে তাঁর ছবি, জানেন কে এই ব্যক্তি?
যেমন ধরুন, কেউ কেউ সেলফি তোলার সময় হাতটাকে ঠিক বাঁদিকে নিয়ে যান। তাঁদের সেলফিতে লেফট প্রোফাইলের ছড়াছড়ি। তবে তাঁরা একা নন। ইউরোপে বিগত শতাব্দীগুলোর রাজারানিদের যেসব পোর্ট্রেট দেখা যায়, তাতে চোখ রাখুন, দেখবেন একই কাণ্ড। পৃথিবীর অধিকাংশ শিল্পীর আঁকা প্রোফাইল ছবিই বাম দিকে মুখ ফেরানো। তার কারণ প্রোফাইল আঁকার সময় শিল্পী শুরু করেন কপাল, নাক, ঠোঁট এবং থুতনির লাইন ধরে, আর সাধারণত লেখা শুরু করার মতোই সেটা শুরু হয় কাগজের বাঁদিক থেকে। কিন্তু সেলফির ক্ষেত্রে তো সে নিয়ম খাটে না। কী বলছেন গবেষকেরা? তাঁদের মতে, ফোটোগ্রাফের তুলনায় সেলফির ক্ষেত্রে মানুষ নিজের অনুভূতিকে বেশি প্রকাশ করতে চায়। মুখের বাঁদিককে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ডান গোলার্ধ। আর এই গোলার্ধই মানুষের অনুভূতি প্রকাশের জন্য দায়ী। সে কারণেই, জেনে হোক বা না-জেনে, সেলফিতে গুরুত্ব বাড়ছে লেফট প্রোফাইলের।