স্প্যামের কী মহিমা! সম্মানের খবর এল ই-মেলে, আর তাকেই কিনা প্রতারক মেল মনে করে বসলেন এই মহিলা বিজ্ঞানী। কী ঘটল তারপর? আসুন, শুনে নেওয়া যাক।
টাইমসের সবচেয়ে প্রভাবশালীর তালিকায় নাম রয়েছে তাঁর! হতেই পারে না, এ নির্ঘাত ভুয়ো খবর। এমনটাই ভেবেছিলেন প্রিয়ম্বদা নটরাজন। সত্যিই তো, ইদানীং চারদিকে ভুয়ো কল, ভুয়ো মেসেজ বা ভুয়ো মেলের ছড়াছড়ি। সেখানে লোভনীয় সব অফার ছড়ানো থাকে। কেবল আপনারই জন্য নাকি বিশেষ ছাড় কিংবা বাড়তি লোন কিংবা আপনার জন্যেই রাখা পুরস্কার। না বুঝেশুনে লোভের ফাঁদে পা বাড়িয়েছেন কি ব্যস, মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে আপনারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এসব দেখে এমনিতেই তো সতর্ক থাকতে চাই আমরা। প্রিয়ম্বদাও ভেবেছিলেন, এও বুঝি কোনও নয়া স্ক্যাম।
আরও শুনুন:
আপনার নম্বরেই বারবার লোনের জন্য ফোন আসে! নেপথ্যে আছে যে কারণ
কিন্তু, তিনি যে এমন কোনও সম্মান পেতে পারেন না তাও তো নয়। প্রিয়ম্বদা নটরাজন কে, সে পরিচয় জানলেই বোঝা যাবে যে এহেন কোনও চিঠি অনায়াসেই আসতে পারে তাঁর কাছে। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনার পর এমআইটি থেকে ফিজিক্স ও অঙ্ক নিয়ে পড়েছেন তিনি। একইসঙ্গে বিজ্ঞানের ইতিহাস ও দর্শন বিষয়েও পড়াশোনা করেছেন প্রিয়ম্বদা। এরপর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে গবেষণা শেষ করে ডক্টরেট পান তিনি। ছিলেন বিখ্যাত ট্রিনিটি কলেজের ফেলো। ব্ল্যাক হোল নিয়ে তাঁর কাজ ইতিমধ্যেই বিজ্ঞানীমহলে সমাদৃত। বর্তমানে ইয়েল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন ৫৪ বছরের এই মহিলা বিজ্ঞানী।
আরও শুনুন:
নির্বাচনে জিতবেন কে? ভোট এসেছিল মহাকাশ থেকেও
সুতরাং বোঝাই যাচ্ছে, টাইমসের গুরুত্বপূর্ণ মানুষদের তালিকায় অনায়াসেই নিজের নাম তুলতে পারেন প্রিয়ম্বদা। কিন্তু তারপরেও কেন এই মেল-টিকে বিশ্বাস করতে পারেননি তিনি? না, কেবলমাত্র স্প্যাম বলে সন্দেহ হয়েছিল এমনটাই নয়। প্রিয়ম্বদা বলছেন, আসলে বিজ্ঞানীদের তো এমন কোনও তালিকায় চট করে রাখা হয় না। সত্যি বলতে এহেন তালিকায় বিনোদন জগতের তারকাদের দেখা মেলে হরদম। দেখা মেলে শিল্পপতি বা বড় বড় সংস্থার কর্ণধারদেরও। কিন্তু সেইসব আলো ঝলমলে জগতের থেকে দূরে থাকা, শিক্ষাজগতের কোনও মানুষকে এই দলে গণ্য করা হবে, এমনটা সাধারণত ঘটে না। সে কারণেই এই চিঠিকে প্রাথমিকভাবে ভুয়ো বলেই মনে করেছিলেন প্রিয়ম্বদা। তবে সব জানার পর স্বাভাবিকভাবেই খুশি তিনি। ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গা, মাইক্রোসফট-এর কর্ণধার সত্য নাদেলা, আলিয়া ভাট, সাক্ষী মালিক-দের সঙ্গে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় সগৌরবে হাজির মহিলা বিজ্ঞানী প্রিয়ম্বদা নটরাজনও।