ভাঁজ পড়ছে বিছানায়। সরে যাচ্ছে চাদর। উদ্দাম যৌনতায় মেতে উঠেছে দুটো শরীর। ভেসে যাচ্ছে সঙ্গমের তীব্র শীৎকারে। কিন্তু… যত উত্তেজনাই আসুন, একই জায়গায় বারবার সঙ্গম কি বরাবরই সুখের হবে? নাকি জায়গার বদলেই লুকিয়ে সুখের চাবিকাঠি? শুনে নিন।
বেডরুম মানেই যেন নিষিদ্ধ হাতছানি। যৌনতার উথালপাতাল থেকে শীৎকার- সবকিছুরই যেন ঠিকানা ওই চার দেওয়ালের অন্দরে। কিন্তু সঙ্গম যতই উত্তেজনা বয়ে আনুক না কেন, একই পরিবেশ, একই অভ্যাস কি সবসময় সেই আগুন জ্বালাতে পারে? যৌনতা একঘেয়ে লাগতে পারে একই রকম ভঙ্গিতে। তাই সঙ্গী বা আপনি নিজেও উৎসাহ হারাতে পারেন। তাহলে আগের মতো সুখ ধরে রাখার উপায় কী? যৌনজীবনে গতি আনতে নতুন ভঙ্গিতে যৌনতা পরখ করে দেখতেই পারেন, সঙ্গে মাঝে মাঝে বদলে ফেলতে পারেন যৌনতার পরিবেশও। কেবল বেডরুম বা বিছানাই যৌনতার একমাত্র গন্তব্য, এমনটা কে বলেছে? বরং যৌনতায় মেতে উঠতে পারেন অন্য কোনও জায়গায়, যেখানে সঙ্গম করতে অভ্যস্ত নন যুগলে। সমীক্ষা কিন্তু বলছে, চেনা বিছানার বাইরে অন্য কোথাও যৌনতা করে থাকেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে সুখ পাওয়ার সম্ভাবনা গতানুগতিক যুগলদের চেয়ে অন্তত ৩৩ শতাংশ বেশি থাকে।
আরও শুনুন: রাতভর মিলনেও তৃপ্তি অধরা! বিছানায় কোন শব্দ শুনলেই উত্তেজিত হবেন সঙ্গী?
জানা গিয়েছে, সম্প্রতি হাজারখানেক যুগলকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল একটি সংস্থা। প্রশ্ন করা হয়েছিল, কোনখানে যৌনতায় লিপ্ত হতে তাঁরা বেশি স্বচ্ছন্দ। আর এর উত্তরেই পাওয়া গিয়েছে চমকে দেওয়া জবাব। দেখা যাচ্ছে, শোয়ার ঘরের বিছানায় যৌনতার কথা বলছেন কমজনই। বিছানা নয়, বরং বারান্দা, রান্নাঘর, বেসিন, কিচেনের টেবিল, চেয়ার, ছাদ এবং ঘরের যে কোনও মেঝে তাঁরা বেছে নেন যৌন মিলনের জায়গা হিসেবে। বেডরুমের বাইরে যৌনতায় মেতে উঠলেই প্রভূত উত্তেজনা বাড়ে বলে দাবি করছেন তাঁরা। এমনকি যাঁরা বিছানার বাইরের যৌনতায় স্বচ্ছন্দ, তাঁদের বক্তব্য, সঙ্গমের সংখ্যা এবং সঙ্গমের সুখ দুটি বিষয়েই তাঁরা বাকিদের টেক্কা দিতে পারেন। কেবল বিছানায় সঙ্গম করা যুগলরা যেখানে মাসে গড়ে ৬ বার যৌনতায় লিপ্ত হচ্ছেন, সেখানে এই যুগলদের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় ১১, অর্থাৎ মোটামুটি দ্বিগুণ।
আর তার দরুনই তাঁদের সম্পর্কের বাঁধনেও জোর বাড়ে বলে দাবি করছেন ওই যুগলরা। বিছানাকেই যাঁরা সঙ্গমের একমাত্র জায়গা বলে ধরেন, তাঁদের মধ্যে ৬২.২ শতাংশ নিজেদের যৌনজীবন নিয়ে সুখী। অথচ দ্বিতীয় ধরনের যুগলদের ক্ষেত্রে সেই অনুপাত ৮৬.৮ শতাংশ। তাই গবেষণা বলছে, যৌনতায় উত্তেজনা হারালে সেই উত্তেজনা ফিরিয়ে আনতে বেশ কাজের হতে পারে এই কৌশল। যৌন ভঙ্গির পাশাপাশি যৌনতার জায়গা বদলেও হতে পারে কেল্লা ফতে। আর সে কথাতেই সায় দিচ্ছেন এই যুগলেরা।