‘দেখেছি তার কালো হরিণ চোখ।’ – মেলার ভিড়ে বেলুন হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে বোধহয় তেমনই কিছু দেখেছিলেন ফটোগ্রাফার। আর তার পরেই সেই মেয়েই রাতারাতি হয়ে গেল মডেল। নেটবিশ্বে ভাইরাল হল এক সাধারণ মেয়ের ছবি আর গল্প।
কথায় বলে, অসির চেয়ে মসির জোর বেশি। আধুনিক বিশ্বে সেই মসি অর্থাৎ কালির জায়গা সম্ভবত নিয়েছে সোশ্যাল মিডিয়া। আলোর চেয়েও দ্রুতগামী সে। মুহূর্তে কোনও একটা জিনিসকে প্রত্যেকের দরজায় পৌঁছে দিতে তার বেশি সময় লাগে না। সোশ্যাল মিডিয়াই মুহূর্তে একজনকে তুলে আনতে পারে জনপ্রিয়তার শীর্ষে। আবার পরমুহূর্তে আছড়েও ফেলতে পারে মাটিতে। রাণু মণ্ডল থেকে ‘মানিকে মাগে হিথে’ বা ‘কাঁচা বাদাম’, এমন হাজারটা উদাহরণ হাল আমলে আমরা দেখেছি। এ বার সে তালিকায় যুক্ত হল আরও একটা নাম।
আরও শুনুন: নেটদুনিয়া মাতিয়ে রাখেন যমজ বোন চিঙ্কি-মিঙ্কি, তাঁদের আসল পরিচয় জানেন?
কিসবু। কেরলের মেলায় মেলায় বেলুনের পসরা নিয়ে ঘুরত মেয়েটি। কৃষ্ণকাজল চোখ, বেলুনের রাশির ফাঁক থেকে ওই তাকানোর মধ্যে কিছু একটা যেন ছিল। যা মুগ্ধ করেছিল ফটোগ্রাফারকে। মেলার ভিড় ভেদ করেই ক্যামেরায় চোখ লাগিয়েছিলেন তিনি। আর সেই একটা ছবিই বদলে দিল কিসবুর জীবনটা।
অর্জুন কৃষ্ণান নামে ওই ফটোগ্রাফার কিসবুর সেই ছবিখানা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখান থেকে মডেলিংয়ের ডাকও পান কিসবু।
রাজস্থান থেকে রুজির টানে চলে এসেছিলেন কেরলে। বাবা মারা যাওয়ার পরে সংসার সামলানোর দায়িত্ব এসে পড়েছিল ছোট্ট কাঁধে। মা ছাড়া আর তেমন কেউ নেই কিসবুর। অনেক দিন ধরেই কেরলের বিভিন্ন রাস্তায়, মেলায় ঘুরে ঘুরে বেলুন ফেরি করে সে। আচমকা মডেলিংয়ের অফার পেয়ে রাজি হয়ে যায় কিসবু। শুরু হয় তাঁর মেকওভার পর্ব।
বেলুনওয়ালা থেকে ধোপদুরস্ত মডেল। না, কাজটা ততটাও সহজ ছিল না। কিসবুর মেকওভার আর্ঠিস্ট রেমিয়া প্রাজুল জানান, ভোর চারটে থেকে শুরু হয়েছিল কিসবুর হুলিয়া পাল্টে দেওয়ার কর্মসূচি। ম্যানিকিওর, পেডিকিওর, ফেশিয়াল বাদ যায়নি কিছুই। হাতে ধরে কিসবুকে শেখানো হয়েছে সমস্ত আদবকায়দা। সারা দিন ধরে চলেছে মেকআপ। আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে এসেছে কিসবুও। ক্যামেরার সামনে পোজ দিয়েছে। রীতিমতো অভিজ্ঞ মডেলের মতোই ডিরেক্টরের সব কথা শুনেছে সে ফটোশুটে।
নতুন সেই কিসবুকে আগের ছবির সঙ্গে মেলানো ভার। এক্কেবারে যেন বদলে গিয়েছে সেদিনের সেই মেয়েটি। ট্র্যাডিশনাল কাসাভু শাড়ি, সোনার গয়না- সব মিলিয়ে এ যেন অন্য কেউ। ইতিমধ্যেই মডেল কিসবুর ছবি ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেলুনওয়ালার আদল বদলে কিসবু যেন হয়ে উঠেছে ঝা চকচকে এক মডেল।
আরও শুনুন: বাস্তব জীবনে ছক ভাঙা, এই নারীদের জীবন তাই উঠে এসেছে সিনেমার পরদাতেও
তবে এত সবের পরেও চিন্তা যায়নি কিসবুর মায়ের। তাঁর আবেদন, এর পরেও যেন মডেলিংয়ের সুযোগ পান কিসবু। তাকে যেন আর ফিরে না যেতে হয় সেই মেলার মাঠে। দু-এক মুঠো রোজগারের জন্য বেলুন কাঁধে চাপিয়ে বেড়িয়ে পড়তে না হয়। কয়েক দিনের সোশ্যাল মিডিয়া ‘সেলিব্রিটি’ হয়ে যেন না থেকে যায় অজ পাড়াগাঁয়ের এই মেয়েটিও।