লিফট ব্যবহার করতে পারবে না ডেলিভারি বয়। সম্প্রতি এক আবাসনের দেওয়ালে দেখা মিলেছে এমনই এক বিজ্ঞপ্তির। যেখানে কয়েকটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছে, এঁদের তরফে আসা কোনও ডেলিভারি বয় যেন লিফট ব্যবহার না করেন। হঠাৎ এমন বিজ্ঞপ্তি দেওয়ার কারণ কী? আসুন, শুনে নেওয়া যাক।
খাবার ডেলিভারি করতে এলে সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে। লিফট ব্যবহারে নিষেধাজ্ঞা এনে সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি দিয়েছে এক আবাসন কর্তৃপক্ষ। আর সেই বিজ্ঞপ্তির ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
আরও শুনুন: চুরি করতে নয়, আরামের স্নানের লোভেই অন্যের বাড়িতে অনুপ্রবেশ যুবকের
অনলাইনে খাবার অর্ডার করলে তা বাড়ির দরজা অবধি পৌঁছানোর দায়িত্ব থাকে ডেলিভারি বয়ের। যার জন্য নির্ধারন করা থাকে একটি নির্দিষ্ট সময়। কিছু কিছু সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে খাবারের ডেলিভারি না হলে পুরো টাকাই গ্রাহককে ফেরত দিয়ে দেন। এবং ডেলিভারি বয়ের গাফিলতি ভেবে সেই টাকা তাঁদের সামান্য পারিশ্রমিক থেকেই কেটে নেওয়া হয়। তাই ঝড় বৃষ্টি বা ট্র্যাফিক জ্যামের মতো সমস্যাকে উপেক্ষা করে বাড়ির দোরগোড়ায় খাবার নিয়ে হাজির হতে হয় তাঁদের। কিন্তু তাতেও সমস্যার শেষ নেই। কোনও অজানা কারণে তাঁদের জন্য লিফট ব্যবহারেও নিষেধাজ্ঞা আনে কিছু আবাসন। বিশেষত যেসব আবাসনের বেশিরভাগই উচ্চবিত্ত, তাঁদের ব্যবহার করা লিফটও ছোঁয়ার অধিকার থাকে না ডেলিভারি করতে আসা মানুষগুলির। এমন অমানবিকতার আরও এক উদাহরণ সম্প্রতি সামনে এসেছে। অবনীশ শারন নামে এক আইএস অফিসার তাঁর টুইটার মাধ্যমে একটি বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করেছেন। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে বিজ্ঞপ্তিটি কোনও আবাসনের দেওয়ালে আটকানো। সেকথা আরও পরিষ্কার হয় বিজ্ঞপ্তিটি পড়লেই। সেখানে পরিষ্কার ছাপা অক্ষরে লেখা আছে, খাবার ডেলিভারি বয় লিফট ব্যবহার করতে পারবে না। হিন্দি ইংরাজি মিশিয়ে লেখা সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিছু অনলাইন খাবার ডেলিভারি সংস্থার নাম। আর সেই সঙ্গে বলা হয়েছে, এঁদের কোনও ডেলিভারি বয় যেন লিফট ব্যবহার না করে। অর্থাৎ আবাসনের বহুতলগুলিতে খাবার ডেলিভারি করতে হলে সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে তাঁদের।
আরও শুনুন: মৃত প্রিয়জনকে আইনি বিয়ের সম্মতি মেলে এই দেশে, কী নাম এই প্রথার?
স্বাভাবিক ভাবেই এই অমানবিক নির্দেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা। অনেকেই বিজ্ঞপ্তির ছবিটি শেয়ার করে এর তীব্র নিন্দা করেছেন। অনেকে আবার কমেন্ট করে বলেছেন, ঐ আবাসনে ডেলিভারি করতে যাওয়াই উচিৎ নয় কারও। আবার অনেকে ডেলিভারি বয়দের উদ্দেশে পরামর্শ দিয়েছেন ওই নোটিশের নিচেই খাবার রেখে আসার জন্য। যদিও বিজ্ঞপ্তিটি কোন আবাসনের তা এখনও জানা যায়নি। তবে এর আগেও হাদ্রাবাদের একটি আবাসনে এমন নোটিশ দিয়ে পরিচারকদের লিফট ব্যবহার করতে মানা করা হয়েছিল। যা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল সংশ্লিষ্ট মহলে।