বর্তমান যুগে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া পৃথিবীটা ঠিক কেমন হবে, সে প্রশ্নের উত্তর বোধহয় অনেকেই ভাবতেও পারবেন না। বলা যায়, দৈনিক চাহিদার মধ্যে অন্যতম প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে এই ইন্টারনেট পরিষেবা। আর সেই নিয়েই একটি সমীক্ষা প্রকাশ করেছে এক মার্কিন সংস্থা। যেখানে বর্তমান পৃথিবীতে ইন্টারনেট উপভোক্তার সংখ্যা থেকে আরম্ভ করে কোন দেশে ইন্টারনেট ব্যবহারের খরচ কেমন হয় সেইসব তথ্যই উল্লেখ করা হয়েছে। তা, ইন্টারনেট ব্যবহারের জন্য ভারতে খরচের বহরটা ঠিক কত? আসুন, শুনে নিই।
সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, বর্তমানে গোটা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। যা সংখ্যায় প্রকাশ করলে দেখা যাচ্ছে, এই মুহূর্তে সারা বিশ্বে ইন্টারনেটের উপভোক্তা প্রায় ৪৯৫ কোটি মানুষ। একইসঙ্গে বিভিন্ন দেশে 5G পরিষেবা শুরু হওয়ায় আরও বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তবে দেশভেদে সেই ইন্টারনেট ব্যবহারের খরচও ভিন্ন।
আরও শুনুন: ঠান্ডায় পুণ্যস্নানে ভয়! ভক্তের হয়ে ডুব দেবেন পেশাদার ব্যক্তি, দক্ষিণা মাত্র ১০ টাকা
তালিকায় প্রথমেই বলতে হয় সংযুক্ত আরব আমিরশাহীর কথা। সমীক্ষা জানাচ্ছে, সে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নাকি বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে অনেকটাই বেশি। জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর প্রায় ৯৩ শতাংশ নাগরিক নাকি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন। যার মধ্যে ফোন ও ল্যাপটপ থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সমান বলা চলে। তবে এর জন্য খরচও হয় মোটা টাকাই। ইন্টারনেট ব্যবহারের জন্য এই দেশে মাথাপিছু খরচ গড়ে প্রায় সাড়ে সাত হাজার টাকা প্রতি মাসে। খরচের এই অঙ্ক অবশ্য ভারতীয় মুদ্রায় হিসাব করেই জানানো হচ্ছে। তালিকায় এর পরেই রয়েছে বিশ্বকাপ ২০২২-এর দেশ কাতার। এই মুহূর্তে কাতারের জনসংখ্যা ২.৯১ মিলিয়নের কাছাকাছি। সমীক্ষা জানাচ্ছে এর মধ্যে নাকি ২.৮৮ মিলিয়ন নাগরিকই নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তবে এখানেও ইন্টারনেট ব্যবহারের মাসিক খরচ নেহাতই কম নয়। এই দেশেও ইন্টারনেটের খাতে একজন নাগরিককে প্রতি মাসে খরচ করতে হয় প্রায় ৭ হাজার টাকা। তবে আরবের অন্যান্য দেশগুলিতে এই খরচের বহর কিছুটা হলেও কম। সমীক্ষা অনুযায়ী সৌদি আরবে ইন্টারনেটের জন্য একজন সাধারণ নাগরিকের মাসিক খরচ হয় প্রায় সাড়ে ৫ হাজার টাকা। একই সমীকরণ দেখা যায় প্রথম বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশ তথা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার ক্ষেত্রে। দুই দেশেরই মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর উভয় দেশেই ইন্টারনেট ব্যবহারের জন্য মাসিক খরচ গড়ে ৫ হাজার টাকা। এরপর বলতে হয় অস্ট্রেলিয়ার কথা। সমীক্ষা অনুযায়ী সেই দেশে প্রতি মাসে ইন্টারনেট ব্যবহারের গড় খরচ প্রতি মাসে প্রায় ৪৩১৬ টাকা। অস্ট্রেলিয়াকেই অনুসরণ করে নিউজিল্যান্ড ও স্পেন । এই দুই দেশেও ইন্টারনেটের খরচ চার হাজারের কাছাকাছি। অন্যদিকে প্রথম বিশ্বের দেশ হলেও ব্রিটেনে এই খরচ বাকি দেশগুলির তুলনায় কিছুটা কম। মাত্র ৩ হাজার টাকা খরচ করলেই সারা মাসের ইন্টারনেট পেয়ে যান এই দেশের নাগরিকরা।
আরও শুনুন: ঘরের ছাদ, দেওয়াল নেই… তবু হোটেল ভাড়া ২৬ হাজার টাকা, কেন জানেন?
তবে এই সমীকরণ পুরোপুরি বদলে যায় এশিয়া মহাদেশের দেশগুলিতে। অর্থনৈতিক বৈষম্যের কারণেই জাপান চিন বা ভারতের মতো দেশগুলির ইন্টারনেট খরচ বেশ কম। যদিও এইসব দেশেও ইন্টারনেটের উপভোক্তা নেহাত কম নয়। সমীক্ষা অনুযায়ী জাপানে ইন্টারনেটের জন্য খরচ মাসিক ২৮৬৭ টাকা। এবং চিনে সেই খাতে খরচ প্রায় ১১০০ টাকার কাছাকাছি। তবে গোটা বিশ্বের মধ্যে ভারতে ইন্টারনেটের খরচ তুলনাতীত ভাবে কম। সারা মাসের জন্য ইন্টারনেট পেতে ভারতীয়দের গড়ে হাজার টাকাও খরচ করতে হয় না। আমাদের দেশে এই খরচ মাসে মাত্র ৭৩৭ টাকা। অর্থাৎ অন্যান্য দেশগুলির নিরিখে ভারতবাসীর ইন্টারনেটের পিছনে কম খরচই করে। আর এই তথ্য যে দেশের অর্থনৈতিক অবস্থারও ছবি তুলে ধরে, সে ইঙ্গিতও থাকল সমীক্ষায়।