সারাবছর দারুন কাজ করেছেন কর্মীরা। তাই উপহার হিসেবে তাঁদের একটা করে গাড়ি দিয়েছে সংস্থা। শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি আমাদের দেশেই এমন কাণ্ড ঘটেছে। কোন সংস্থার কর্মীদের ভাগ্য ফিরল জানেন? আসুন শুনে নিই।
দেশজুড়ে উৎসবের মরশুম। প্রতিবছর এই সময়টায় কর্মীদের কিছু না কিছু উপহার দিয়েই থাকে দেশের অধিকাংশ সংস্থা। তবে সেই উপহার কি আর গাড়ি হতে পারে? নিশ্চয়ই ভাবছেন অসম্ভব! কিন্তু না, সম্প্রতি দীপাবলির উপহার হিসেবে কর্মীদের গাড়ি দিয়েছে এ দেশেরই এক সংস্থা। নতুন গাড়ির চাবি নিয়ে সেই ভাগ্যবান কর্মীদের ভিডিও এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
আরও শুনুন: মুসলিমদের কাছে ভোট চাওয়া মানেই অপমান, সাফ জানালেন হিমন্ত বিশ্বশর্মা
দুর্গাপুজো মিটতে না মিটতেই দীপাবলির প্রস্তুতি শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। এই আবহে উপহার পেতে কার না ভালো লাগে! কিন্তু তাই বলে, আস্ত একটা গাড়ি! শুনতে অবাক লাগলেও সত্যি। কর্মীদের উপহার হিসেবে গাড়িই দিয়েছে হরিয়ানার এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। মোট ১২ জন ভাগ্যবান কর্মী দীপাবলির ঠিক আগে আগে পেয়েছেন নতুন গাড়ি। আর সেই নিয়েই মজে রয়েছে নেটদুনিয়া। সাধারণত দীপাবলির উপহার হিসেবে মিষ্টি, ড্রাইফ্রুট বা চকোলেট দিতেই দেখা যায় অধিকাংশ সংস্থায়। খুব বেশি হলে, রুপোর কয়েন কিংবা ঘর সাজানোর জিনিস। তবে উপহার হিসেবে গাড়ি দেওয়ার ঘটনা একেবারেই নজিরবিহীন। তবে এখানেই চমকের শেষ নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সংস্থার কর্ণধার নিজে কর্মীদের হাতে নতুন গাড়ির চাবি তুলে দিচ্ছেন। যা দেখার পর আবেগে ভেসেছে নেটদুনিয়া। মালিক হয়েও তিনি যে কর্মীদের সঙ্গে এত সহজ ভাবে মিশে যেতে পেরেছেন, এ দৃশ্য অবাক করেছে অনেককেই। যদিও ওই সংস্থার মালিক এম. কে . ভাটিয়া এর মধ্যে বিশেষ মহানুভবতা খুঁজে পাননি। তাঁর সাফ যুক্তি, কর্মীরা নিজেদের যোগ্যতায় এই উপহার জিতে নিয়েছেন। বিগত এক বছরে তাঁর সংস্থা বিপুল লাভের মুখ দেখেছে, তা সম্ভব হয়েছে ওই কর্মীদের জন্যই। তাই খুশি হয়ে তাঁদের এমন উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই কর্মীরাই এখন তাঁর কাছে ‘সেলিব্রিটি’-র সমান। বড়াই করে সেকথা সবার সামনে ঘোষণাও করেছেন তিনি।
আরও শুনুন: নায়িকা ভুলে, রামেই মজে মন! রামমন্দিরে ১১ কেজি সোনা-হিরের মুকুট দিতে চান ঠগ সুকেশ
তবে এই উপহার ঠিক দীপাবলি উপলক্ষে নয়। প্রায় এক মাস আগেই তিনি কর্মীদের গাড়ি উপহার দিয়েছেন। তবে নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে সদ্যই। তাই অনেকেই এই উপহারকে দীপাবলির উপহার হিসেবে মনে করছেন। যদিও তাতে আপত্তি জানাননি খোদ সংস্থার মালিকও। তাঁর কথায়, কর্মীদের গাড়ি উপহার দেওয়ার ভাবনা তাঁর বহুদিনের। এতদিনে তা সম্ভব হয়েছে। ঘটনাচক্রে এইসময় দীপাবলি পড়ে গিয়েছে। তবে উৎসব উপলক্ষে না হলেও, উপহার পেয়ে কর্মীরা যে খুশি হয়েছেন তাতে সন্তুষ্ট হয়েছেন ভাটিয়াও। এদিকে ওই ১২ জন কর্মীর মধ্যে একজন আপ্লুত হয়ে একটি ভিডিও প্রকাশ করেছে নেটদুনিয়ায়। সেখানে সকলের হয়ে ওই সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতেও, দীপাবলির আবহে এই উপহার পেয়ে আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে। আর এই সবকিছু দেখে নেটিজেনরাও প্রশংসার বন্যায় ভাসিয়েছেন ওই সংস্থা ও তার মালিককে।