সেমি নয়, বুধবার দেশ সাক্ষী থেকে ‘শামিফাইনাল’-এর। এক ম্যাচে সাত উইকেট নিয়ে এমনটা ভাবতে বাধ্য করেছেন মহম্মদ শামি। কিন্তু শামি যে এদিন সাত-সাতটা উইকেট তুলবেন তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি। বিশ্বকাপের ফাইনাল নিয়ে কী বললেন তিনি? আসুন শুনে নিই।
চলতি বিশ্বকাপের দুই ম্যাচে পাঁচ উইকেটের নজির গড়েছিলেন। এবার এক ম্যাচে সাত উইকেটের রেকর্ডও গড়লেন মহম্মদ শামি। হাজারও বিতর্ক, বঞ্চনার সপাট জবাব হিসেবে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছে বঙ্গ পেসারের আগুনে বোলিং। কিন্তু এদিনের ম্যাচে তিনি ঠিক কতগুলো উইকেট পাবেন তা আগেভাগেই বলে দিয়েছিলেন এক ব্যক্তি।
আরও শুনুন: কোহলি-শামি একসঙ্গেই লেখেন দেশের রূপকথা, বিশ্বকাপ ফুরোলে দেশবাসী মনে রাখবে তো?
ক্রিকেট মাঠ বরাবরই বহু অঘটনের সাক্ষী। এখানে যিনি রেকর্ড গড়েন, তিনি নিজেই গ্যালারিতে বসে সেই রেকর্ড ভাঙতে দেখেন। তারপর ছুটে এসে জড়িয়ে ধরেন নতুন প্রজন্মকে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে লম্বা চওড়া রচনা লেখেন। কিন্তু শামি সেই সব কিছুর ঊর্ধ্বে। তিনি নিজেই রেকর্ড গড়েন, আবার নিজেই তা ভাঙেন। চলতি বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছে তাঁরই আগুনে বোলিং। সবাইকে অবাক করে এদিনের ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বঙ্গ পেসার মহম্মদ শামি। কিন্তু তিনি যে এদিনের ম্যাচে এতগুলো উইকেট নেবেন, তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। ম্যাচের একদিন আগেই ডন মাটেও নামে ওই ব্যক্তি এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি স্বপ্নে দেখেছেন শামি সেমি ফাইনালে সাত উইকেট তুলছেন। সেমির ম্যাচে সত্যিই সেই কাণ্ড ঘটেছ। বলা বাহুল্য, এমনটা যে হবে তা বুঝতে পারেননি ওই ব্যক্তিও। কিন্তু তাতে কি! ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মাটেও-এর স্বপ্ন দেখার সেই পোস্ট ম্যাচ শেষ হওয়া মাত্র ভাইরাল হয়ে যায়। অনেকেই সেই পোস্ট শেয়ার করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একইসঙ্গে পোস্টের কমেন্ট বক্সে প্রায় সকলেই তাঁকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে প্রশ্ন করতে থাকেন। ধরে ধরে সেই সব প্রশ্নের উত্তরও দিয়েছেন মাটেও।
আরও শুনুন: শুধু ধর্ম ধর্ম! তোমার ক্রিকেট নেই, ভারতবর্ষ!
ঠিক কী বলেছেন তিনি?
মাটেও একবারও বলেননি তিনি ভবিষ্যৎ দেখতে পান। তাই নিজের মনগড়া কোনও মন্তব্য তিনি সেখানে করেননি। বরং অপেক্ষা করতে বলেছেন। তাঁর বিশ্বাস ১৮ তারিখ রাতেও তিনি স্বপ্নে কিছু না কিছু দেখবেন। আর সেখানে যদি ভারতের খেলা সম্পর্কিত কিছু দেখতে পান, তাহলে অবশ্যই জানাবেন। অনেকেই সেই প্রসঙ্গ টেনে তাঁকে বলেছেন ১৮ তারিখ রাতে ভালো করে ঘুমান। উত্তরে সম্মতিও জানিয়েছেন মাটেও। তবে স্বপ্নে তিনি যাই দেখুন না কেন, ভারতবাসীর স্বপ্ন এখন একটাই! আবার বিশ্বকাপ উঠুক ব্লু ব্রিগেডের হাতে। রোহিত-বিরাট-শামির নাম লেখা হোক ক্রিকেট ইতিহাসের পাতায়। আর বিশ্ব ক্রিকেটের আসরে আবারও সেরার আসনে প্রতিষ্ঠিত হোক ভারতবর্ষ।