কথায় আছে, ভগবানের নামগান করার কোনও নির্দিষ্ট জায়গা থাকে না। সে কথাই যেন মনে করিয়ে দিলেন গুরগাঁওয়ের একদল যুবক। সেখানকার এক ক্যাফের বাইরে বসে, গিটার বাজিয়ে ‘হনুমান চল্লিশা’ পাঠ করতে দেখা গিয়েছে তাঁদের। প্রতি সপ্তাহেই নাকি এই কাজের জন্য সেখানে জড়ো হন তাঁরা। ঘটনার ভিডিও দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের? আসুন শুনে নিই।
রাস্তার উপরেই গিটার নিয়ে গানবাজনা করছেন একদল তরুণ তরুণী। তাঁদের ঘিরে দাঁড়িয়েও আছেন অনেকে। তাঁরাও গানের তালে তালে হাততালি দিচ্ছেন। শহরের রাস্তায় এই দৃশ্য একেবারেই নতুন নয়। চলতি ভাষায় এর নাম ‘জ্যামিং’। যেখানে বিখ্যাত কোনও ব্যান্ডের গান কিংবা নিজেদেরই তৈরি করা গানের চর্চা করে তরুণ তুর্কিরা। কিন্তু গুরগাঁও-এর একদল যুবক হেঁটেছেন সম্পূর্ণ উলটো পথে। দল বেঁধে গিটার হাতে ‘হনুমান চল্লিশা’ পাঠ করেছেন তাঁরা। নেটদুনিয়া যার নাম দিয়েছে ‘স্পিরিচুয়াল জ্যামিং’। তবে, এক আধদিন নয়। প্রতি মঙ্গলবারই নাকি এইভাবে হনুমানের নামগান করতে জড়ো হন তাঁরা। ভিডিওতেই দেখা যাচ্ছে, একদল যুবক একটা ক্যাফের বাইরে বসে চল্লিশা পাঠ করছেন। তাঁদের মধ্যে একজনের হাতে গিটার, একজন বাজাচ্ছেন কাহন, আরেকজনের কাছে ঢোল। তাঁদের ঘিরে দাঁড়িয়ে বা বসে রয়েছেন অনেকেই। তাঁরাও হাততালি দিয়ে গানের ছন্দে তাল মেলাচ্ছেন।
আরও শুনুন: রাস্তাঘাটে আর লাগবে না গাড়িভাড়া! কোন দেশে রয়েছে এমন অদ্ভুত সুযোগ?
কিন্তু কেন এমনটা করেছেন ওই যুবকেরা?
আসলে, অনেকেই মনে করেন হনুমান চল্লিশা খুবই শক্তিশালী মন্ত্র। ঠিক মন্ত্র বললে ভুল হবে, মূলত রামভক্ত হনুমানের গুণকীর্তনই চল্লিশটি শ্লোকের আকারে লেখা আছে সেখানে। যা নির্দিষ্ট একটি ছন্দে পাঠ করতে হয়। বিভিন্ন মন্দিরে আরতির সময় সুর করে গাওয়া হয় এই হনুমান চল্লিশা। কথিত আছে, এই মন্ত্র নিয়মিত পাঠ করলে যে কোনও বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই সকলের ভালো করার স্বার্থেই ক্যাফের বাইরে বসে হনুমান চল্লিশা পাঠ আরম্ভ করেছে ওই যুবকের দল। তাঁদের মতে, হনুমান চল্লিশা পাঠ করার জন্য আলাদা করে মন্দিরে যাওয়ার দরকার নেই। যেখানে খুশি এই মন্ত্র পাঠ করা যায়। একইসঙ্গে হনুমান চল্লিশা পাঠ আরও আকর্ষণীয় করে তুলতে অদ্ভুত উপায় বের করেছেন তাঁরা। একেবারে আধুনিক গানের মতোই গিটার, কাহন, ঢোল বাজিয়ে হনুমান চল্লিশা পাঠ করেন তাঁরা। যার ফলে আশেপাশে থাকা মানুষজনও এই পাঠে আকৃষ্ট হচ্ছেন সহজেই।
আরও শুনুন: রাহুলের মন্তব্যে বিপাকে কংগ্রেস! হাত-শিবিরের অন্দরেই অসন্তোষ, ফাঁস কিরেণ রিজিজুর
ওই যুবকদের এহেন কাণ্ডের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই এই কাণ্ড দেখে বেশ অবাক নেটদুনিয়া। বর্তমান যুগে যুবসমাজের মধ্যেও ভগবানের প্রতি এই বিশ্বাস দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কেউ কেউ বলেছেন, এভাবেই ভারতীয় সংস্কৃতি বজায় থাকবে যুবসমাজের হাত ধরে। সব মিলিয়ে ওই যুবকদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।