পক্ষীরাজ ঘোড়ায় চেপে আসবে স্বপ্নের রাজকুমার। সেসব রূপকথার গল্পে হয় মানলাম। নিদেন পক্ষে ঘোড়ায় চেপে আসবে বর, কিছু না হলে অন্তত ফুল সাজানো গাড়িতে। তেমনটাই তো দস্তুর। তবে এই বর এলেন জেসিবি চেপে। আর তাতে চড়েই পৌঁছলেন বিয়ের মণ্ডপে। সেই হলুদ জেসিবির সামনে দাঁড়িয়ে দিলেন পোজও। কিন্তু এত কিছু থাকতে শেষ পর্যন্ত জেসিবি! কারণটা কী? চলুন, শুনে নিই।
নানা ধরনের গাড়িতে করে বিয়ে করতে আসে লোকে, সে সব সাজানো হয় বাহারি ফুলে। ঘোড়ায় বা হাতিতে চেপে বিয়ে করতে আসার উদাহরণও আছে ঝুড়ি ঝুড়ি। তাই বলে জেসিবি-তে চড়ে বিয়ের আসরে! কেবল বর নয়, বরযাত্রীরাও এলেন জেসিবি চেপেই। এমন আজব দৃশ্য আগে কেউ দেখেছে কি না সন্দেহ!
সম্প্রতি এমনই কাণ্ড ঘটেছে হিমাচল প্রদেশের একটি বিয়েতে। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করে তুলতে ইদানীং নানারকম অভিনব পথ অবলম্বন করেন অনেকেই। তবে শিমলার এই পরিবারের ক্ষেত্রে বাহন নির্বাচনের পিছনে তেমন কোনও কারণ ছিল না মোটেই। একরকম বাধ্য হয়েই বর এবং বরযাত্রীদের বিয়ের আসরে পৌঁছানোর জন্য জেসিবি-র শরণাপন্ন হতে হয়েছিল এই পরিবারকে।
আরও শুনুন: প্রিয় রংয়ের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন কনে, দেখে অবাক অতিথিরা
আসলে হিমাচল প্রদেশে এখন প্রচণ্ড ঠান্ডার মরশুম। তুষারপাত হচ্ছে মাঝে মাঝেই। ফলে আবহাওয়া বেশ খারাপ। পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। অবস্থা এমনই যে সেই রাস্তায় গাড়ি চালানো বেশ দুষ্কর। তাই বলে বিয়ে তো আর থেমে থাকতে পারে না। অগত্যা মাথায় আসে জেসিবি-র কথা। নির্মাণকাজে ব্যবহৃত হয় এই গাড়ি। প্রয়োজন পড়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করতেও। সাধারণ গাড়ির চেয়ে বেশ ভারী এই গাড়ি রাস্তার বরফ কেটে এগোতে পারবে সহজেই। উপায় না দেখে বর পাঠানোর জন্য ওই জেসিবির ব্যবস্থাই করেন বরের বাড়ির লোকজন। আর তাতে করেই বিয়ের আসরে পৌঁছন সকলে।
তবে বাহনটি আজব হলে কী হবে, আনন্দে কিন্তু ঘাটতি পড়েনি। ভিডিওতে দেখা গিয়েছে বর-সহ সওয়ারিদের গায়ে এসে লাগছে বরফের কুচি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে হিমাচলি গান। বিয়ে বলে কথা। খারাপ আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে তাই দিব্যি আনন্দ করতে করতেই বিয়েবাড়ি পৌঁছন বরযাত্রীরা। ওই জেসিবির সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজও দেন বর-কনে। আর জেসিবি চড়ে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: বিয়ের নিমন্ত্রণে এখন আসে বাহারি কার্ড, এর জন্ম হল কীভাবে?
এর আগে পাকিস্তানের এক নবদম্পতির ভাইরাল ভিডিওতে বিয়ের পরে জেসিবি চড়ে ঘুরতে দেখা গিয়েছিল বর-কনেকে। অবশ্য রীতিমতো ফুল দিয়ে সাজানো হয়েছিল সেই জেসিবি-টিকে। বোঝাই গিয়েছিল, শখ করেই জেসিবি-তে চেপেছেন নবদম্পতি। তবে হিমাচলের এই পরিবারটির তেমন কোনও শখ-আহ্লাদ ছিল না। বরফের রাস্তা ভেঙে বিয়ের আসরে পৌঁছানোর অন্য কোনও উপায় ছিল না বলেই জেসিবি-র উপরে ভরসা করেছিলেন তাঁরা। আর নিছক প্রয়োজনের তাগিদে ঘটে যাওয়া সেই ঘটনাটিই মাতিয়ে দিয়েছে নেটদুনিয়াকে।