‘নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন’, বাসে-ট্রামে এমন সতর্কবার্তা থাকলেও, ক্যাবে থাকে না। আর তাই বোধহয় বিয়ের গয়না থেকে পাসপোর্ট, মোবাইল থেকে ব্যাগ, হরেক জিনিস ক্যাবেই ভুলে যান অনেকে। বিষয়টা পর্যবেক্ষণ করে বিশেষ কিছু তথ্য সামনে এনেছে জনপ্রিয় অ্যাপক্যাব সংস্থা। ঠিক কেমন? আসুন শুনে নেওয়া যাক।
এ রোগের কোনও চিকিৎসা নেই। বাড়াবাড়ি হলে তাও নাহয় একটা ব্যবস্থা করা যায়, কিন্তু প্রাথমিক পর্যায় কিছুই করার নেই। তাই এ রোগে কমবেশি সকলেই ভোগেন। নাহ না, জ্বর-সর্দি কিংবা পেটখারাপের কথা বলছি না। যে রোগের কথা বলছি, তা হল ভুলে যাওয়ার রোগ।
অদ্ভুতভাবে যে বিষয়গুলো আমরা বেশি করে মনে রাখতে চাই, সেগুলোই সবার আগে ভুলি। তা সে ত্রিকোণমিতি ফর্মুলা হোক, বা প্রিয় মানুষের জন্মদিনের তারিখ। এইসব তাও নাহয় ম্যানেজ দেওয়া গেল। কিন্তু দামি গয়না, মোবাইল ভুল করে কোথাও রেখে এলে? সমস্যা হবেই। সমীক্ষা বলছে, এ দেশের সিংহভাগ এই সমস্যায় ভোগেন। অন্যান্য জায়গা তো বটেই, ভোলার তালিকায় বেশ উপরের দিকে নাম রয়েছে ক্যাবের। মানে অনলাইনে ভাড়া করা গাড়িতেই নাকি সবথেকে বেশি জিনিস ভুলে যায় লোকজন। বিষয়টা নতুন কিছু নয়, কিন্তু বিগত কয়েকবছরে অ্যাপ ক্যাব সংস্থার সংখ্যা যেমন বেড়েছে, ভুলে যাওয়ার ঘটনাও বেড়েছে। এবং তা এতটাই, যে বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সংস্থা। ক্যাবের ক্ষেত্রে একটা বড় সুবিধা হল, চালকের যাবতীয় নথি সওয়ারির কাছে থাকে। তাই ঠিক সময় মনে পড়লে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার সম্ভব। অনেকক্ষেত্রে এই ধরনের হারিয়ে যাওয়া জিনিস ফেরত দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন সেই ক্যাব চালক। এমন ঘটনা সংস্থার কাছেও মনে রাখার মতো। কিছুক্ষেত্রে সংস্থার তরফে সেই চালককে পুরস্কারও দেওয়া হয়। যাইহোক, সে প্রসঙ্গ আলাদা। কথা হচ্ছে, কে, কী ভুলে যাচ্ছে সে ব্যাপারটা নিয়ে!
সংস্থার সমীক্ষা বলছে, সোনার বিস্কুত অবধি ভুলে নেমে গিয়েছিলেন এক ব্যক্তি। কম করে কয়েক লক্ষ টাকা দাম হবে সেই জিনিসের অথচ তিনি বেমালুম ভুলে গেলেন। একবার তো, বিয়ের শাড়ি ক্যাবে রেখেই নেমে গিয়েছিলেন এক মহিলা। পার্লারে ঢুকে মনে পড়তেই, মাথায় হাত। এখানেই অবাক হলে চলবে না, তালিকায় আছে পাসপোর্টও। ইউরোপের প্লেনে উঠে সে কথা মনে পড়েছিল সওয়ারির। আজব কাণ্ড বটে! তবে সবটাই সত্যি। ২৫ কেজি ঘি বেমালুম ভুলে নেমে গিয়েছিলেন এক ব্যক্তি। পরে জানা যায়, মন্দিরে যজ্ঞ করার জন্য ঘি নিয়ে যাচ্ছিলেন তিনি। অথচ গাড়িতেই আসল জিনিস ভুলে চলে যান। এমনকি, হুইলচেয়ার, বাঁশি, টেলিস্কোপ, সানগ্লাস কত কিছুই না ভুলেছেন ক্যাবের সওয়ারিরা। মোবাইল, মানিব্যাগ তো রয়েছেই। সমীক্ষায় দেখা গিয়েছে, উৎসবের দিনগুলোতেই সবথেকে বেশি ভুল হয়। সেই হিসাবে ২০২৪ সালে কয়েকটা তারিখ চিহ্নিত করেছে ওই সংস্থা। তালিকায় সবার উপরে আগস্টের ৩ তারিখ, ওইদিন শিবরাত্রি পড়েছিল, সমীক্ষা বলছে ওইদিনেই নাকি সবথেকে বেশি ভুল হয়েছে। মানে ক্যাবে উঠে জিনিস ভুলে নেমে গিয়েছে লোকজন। এরপর ২৮ সেপ্টেম্বর, আর ১০ মে। এই দিনগুলোতেও অনেকেই ক্যাবে জিনিস ভুলে নেমে গিয়েছেন। ব্যাপারটা মজার ছলেই দেখা হয়েছে সংস্থার তরফে। তবে একটু সতর্ক থাকলেই যে এই ধরনের ভুল এড়ানো যায় তা মনে করিয়ে দেওয়া হয়েছে। হয়তো একেবারে ভুল এড়ানো সম্ভব হবে না, তাও চেষ্টা করতে ক্ষতি কি!