সোনা কিংবা হিরের গয়না নয়, সরাসরি টাকা অর্থাৎ কারেন্সি নোট দিয়েই সাজানো হল গণেশের মূর্তি। বিভিন্ন মূল্যের নোট মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা দিয়ে সেজেছেন গণপতি। আর সেই মূর্তি দেখতেই ভিড় উপচে পড়ল দর্শনার্থীদের। আসুন, শুনে নেওয়া যাক।
তাঁকে স্মরণ করেই ব্যবসায় লেনদেনের খাতা খোলা হয়। আর সেই কথা মনে রেখেই এবার সরাসরি টাকা দিয়েই সাজানো হল তাঁর মূর্তি। গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পাকে কারেন্সি নোটে সাজিয়ে শোরগোল ফেলে দিয়েছে তেলেঙ্গানার ওয়ারঙ্গল শহরের এক পূজামণ্ডপ। এক টাকা দু টাকা নয়, প্রায় দেড় কোটি টাকার নোট ব্যবহার করে সাজানো হয়েছে গণেশের মূর্তি। আর এমন অভিনব আয়োজন দেখতে মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়ও।
আরও শুনুন: স্কুলের শৌচাগারে সন্তানের জন্ম, পেন দিয়ে নাড়ি কাটল ১৬ বছরের কিশোরী
গণেশ চতুর্থী উপলক্ষে দেশ জুড়েই চলে বিনায়কের আরাধনা। বিশেষ করে দক্ষিণ ভারতের শহরগুলিতে গণেশ পূজার ধুমধাম পিছনে ফেলে দেয় অন্যান্য অনেক অঞ্চলকেই। কোন মণ্ডপে মূর্তির আকার কত বড়, তা কেমনভাবে সাজানো হয়েছে, এমনকি মোদকের আয়তনই বা কত, এ সব কিছু নিয়েই অলিখিত প্রতিযোগিতা চলে পুজো কমিটিগুলির মধ্যে। সেই ধারা অনুসরণ করেই চলতি বছরে এমন অভিনব উপায়ে গণেশ মূর্তি সাজিয়ে তুলেছে তেলেঙ্গানার ওই পূজামণ্ডপ। ওয়ারঙ্গল শহরের প্রসিদ্ধ বিনায়ক ট্রাস্ট ভবনের গণেশ মূর্তিটিই সাজানো হয়েছে এমনভাবে। মূর্তিটি মাটির তৈরি হলেও তার গায়ের বেশিরভাগ আভূষণ হিসেবে ব্যবহার করা হয়েছে টাকার নোট। বিভিন্ন রঙের নোট দিয়ে সাজানো হয়েছে গণপতিকে। মূর্তিটি যে বেদিতে বসানো রয়েছে সেখানেও আটকানো রয়েছে বিভিন্ন টাকার নোট। ২০ টাকা থেকে শুরু করে দুহাজারের গোলাপি নোট, সবই রয়েছে এই মূর্তিতে। মূর্তিটি সাজাতে মোট খরচ পড়েছে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই গণেশের এমন অভিনব সাজ দেখতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। এমনকি স্থানীয়দের কাছে এই মূর্তির নামই হয়ে গেছে ‘কারেন্সি গণেশ’।
আরও শুনুন: হিন্দু সেজে মন্দিরে গিয়ে বিয়ে যুবতীকে, লাভ জিহাদের দায়ে যোগীরাজ্যে আটক ব্যক্তি
তবে এমন আয়োজন এই প্রথম নয় বলেই জানিয়েছেন মণ্ডপনির্মাতারা। দক্ষিণ ভারতের এই মণ্ডপে প্রতি বছরই গণেশ মূর্তি সাজানো হয় টাকা দিয়েই। বিগত ১৬ বছর ধরে এমনভাবেই গণেশের আরাধনা করে আসছেন তাঁরা, বলে দাবি আয়োজক সংস্থাটির। তাঁরা আরও জানিয়েছেন, বর্তমানে তাঁদের সংস্থায় রয়েছেন প্রায় ১০৮ জন। আর সকলের মিলিত প্রয়াসেই প্রতি বছর এমনভাবে সেজে ওঠেন এখানকার গণপতি, এমনটাই জানিয়েছেন ওই আয়োজকরা।