এই পত্রিকার পাতায় পাতায় ছড়িয়ে থাকে নারীশরীরের আবেদন। কিন্তু সেই পত্রিকার একেবারে প্রচ্ছদের মুখ হয়ে উঠবেন একটি দেশের মন্ত্রী, এমনটাও কি ভাবা যায়! কিন্তু বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। স্বল্পবাসে শরীরী আবেদন ছড়িয়ে ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে মুখ দেখিয়েছেন এই মন্ত্রী। কে তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
পরনে সাদা রঙের ওয়ান পিস। স্পষ্ট বক্ষবিভাজিকা, বুকের উপরে ট্যাটু। উন্মুক্ত দুই পা-ও। খোলা চুল ছড়িয়ে আছে কাঁধের একপাশে। দু’হাত সামনে রেখে চেয়ারের উপর বসে এক তরুণী। এহেন লাস্যময়ী ছবি দেখে যে কারও চোখ আটকে যাবে, তা বলাই বাহুল্য। কিন্তু চমকের বাকি ছিল আরও। এই তরুণী যে যে-কেউ নন। তিনি একটা দেশের মন্ত্রী। আর তিনিই নাকি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এমন খোলামেলা ভাবে! প্রাপ্তবয়স্ক পত্রিকা বলে বিখ্যাত প্লেবয়-এর একেবারে প্রচ্ছদেই ঠাঁই পেয়েছে এই ছবিটি। যা নিয়ে ইতিমধ্যেই হুলুস্থুল পড়ে গিয়েছে দেশজুড়ে।
আরও শুনুন: ‘আমাদের দেশে তো রান্নার গ্যাস নেই!’, গ্যাসের দাম কমানোর আরজি শুনেই সাফাই নির্মলার
আসলে এই তরুণী ফ্রান্স সরকারের অর্থ এবং সমাজ দপ্তরের মন্ত্রী। নাম মার্লিন শিয়েপ্পা। নারীবাদী হিসাবেই বরাবর পরিচিত মার্লিন। আর নারীদের হয়ে কথা বলার জন্যই এইভাবে প্লেবয় ম্যাগাজিনে মুখ দেখিয়েছেন তিনি, দাবি তাঁর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মার্লিন সাফ জানিয়েছেন, কোনও নারী তাঁর নিজের শরীর নিয়ে যা ইচ্ছে তা-ই করতে পারেন। নিজের শরীর নিয়ে তিনি কী করবেন, সেই সিদ্ধান্ত একমাত্র তাঁরই। আর এই অধিকারের সপক্ষে সওয়াল করার জন্যেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, বলে দাবি মন্ত্রীর।
আরও শুনুন: ‘বিজেপির শাসনে সাম্প্রদায়িক হিংসা হয় না!’ শাহের মন্তব্যে কপিলের কটাক্ষ, ‘ফের জুমলা’
যদিও তাঁর এহেন কীর্তি নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে গোটা দেশেই। সম্প্রতি অবসর ভাতা সংস্কারের বিরোধিতায় উত্তাল ফ্রান্স। এই পরিস্থিতিতে একজন মন্ত্রীকে নিয়ে নয়া বিতর্ক শুরু হওয়ার ফলে আরও অস্বস্তিতে পড়েছে প্রশাসন। আসলে প্লেবয় ম্যাগাজিনকে কার্যত পর্ন ম্যাগাজিন বলেই মনে করেন অনেকে। নারীশরীরের খোলামেলা ছবি সেখানে থাকা কিছু নতুন কথা নয়। কিন্তু সেই পত্রিকায় একজন মন্ত্রীর ছবি থাকাকে ভাল চোখে দেখছেন না সে দেশের অনেকেই। এর ফলে দেশের প্রশাসনের সম্মানহানি হয়েছে, এমনটাই দাবি দেশবাসীদের একাংশের। তবে তাঁকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, নিজের সিদ্ধান্ত থেকে নড়ছেন না এই তরুণী।