ঘটনার ঘনঘটায় ভরা কাতার বিশ্বকাপে নজর কেড়েছিলেন এক ক্রোয়েশীয় সুন্দরী। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই গ্যালারিতে হাজির তিনি। খোলামেলা পোশাকে তাঁর লাস্যময়ী আবেদনে মজে উঠত গোটা গ্যালারি। এবার তিনি নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তাঁর নগ্নতায়। আর সেই সঙ্গে জানিয়েছেন তাঁর প্রিয় ফুটবলারের নামও। কে তিনি? আসুন, শুনে নিই।
কাতার বিশ্বকাপের ম্যাচগুলিতে প্রায়শই হাজির হতেন খোলামেলা পোশাকে। পছন্দের দলকে নিজস্ব ভঙ্গিতে সমর্থন করতে, পরোয়া করতেন না কোনও নিয়মের। বিশ্বকাপ চলাকালীন তাই বারবার খবরের শিরোনামে এসেছিলেন ক্রোয়েশীয় সুন্দরী ইভানা নল। এবার তিনি চর্চায় উঠে এলেন নগ্ন হয়ে। বিশ্বকাপের দৌলতে যে অনুরাগীদের পেয়েছিলেন, তাঁদের মনেই ঝড় তুলেছেন ঊর্ধাঙ্গ অনাবৃত করে। ফলে বিশ্বকাপ ফুরিয়েছে, কিন্তু ইভানা নলের জাদু-সম্মোহন ফুরোয়নি।
আরও শুনুন: নিয়মের রক্তচক্ষু, তবু খোলামেলা পোশাকেই কাতার কাঁপাচ্ছেন ক্রোয়েশিয়ার সুন্দরী
কাতার বিশ্বকাপের গোড়া থেকেই নজর কেড়েছিলেন ইভানা। কাতারের কঠোর পোশাকবিধি নিয়ে তখন নাজেহাল ইউরোপের দেশগুলি। ইংল্যান্ডের খেলোয়াড়দের স্ত্রী এবং বান্ধবীরা তো শরণ নিয়েছিলেন পরামর্শদাতার। কী পোশাক পরবেন আর কী পরবেন না, তা নিয়ে বেজায় ধন্ধে ছিলেন তাঁরা। এই যখন পরিস্থিতি, তখন সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে খোলামেলা পোশাকেই স্টেডিয়ামে হাজির হতেন ইভানা। এমনকী কাতারের মাটিতে দাঁড়িয়ে বিকিনি পরে ছবিও আপলোড করেছিলেন তিনি। যা দেখার পর অনেকেই বলেছিল, এর জেরে তাঁর জেল পর্যন্ত হতে পারে। কিন্তু কোনও কিছুরই তোয়াক্কা করেননি ক্রোয়েশিয়ার এই সুন্দরী। যত বিশ্বকাপ গড়িয়েছে, তত বেড়েছে তাঁর পোশাকের বাহার। এক সময় তর্ক বিতর্ক ছেড়ে বিশ্ব মশগুল হয়ে গিয়েছিল তাঁর পোশাক আর সাহসের চর্চায়। তা তিনি যে বেজায় সাহসী, সে কথা আবার প্রমাণ করলেন। শুধু বিশ্বকাপের মঞ্চ নো, তাঁর সাহসের সাক্ষী থাকলেন নেটদুনিয়ার বাসিন্দারা। দিনকয়েক আগেই সম্পূর্ণ নগ্ন হয়ে একটি ছবি তিনি প্রকাশ করেছেন নেটদুনিয়ায়। যা দেখার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। খোলামেলা পোশাক শুধু নয়য়, পোশাক খুলেও যে তিনি নিজেলে প্রকাশ্যে মেলে ধরতে পারেন- তা একেবারে দেখিয়েই দিয়েছেন ইভানা। আর নগ্নতা নিয়ে তাঁর যে কোনও ছুঁৎমার্গ নেই, তা-ও বুজিয়ে দিয়েছেন ওই এক ছবিতেই।
View this post on Instagram
এই নিয়ে যখন বেজায় চর্চা, তখন উঠে এসেছে কাতার বিশ্বকাপের প্রসঙ্গ। এ বিষয়ে তাঁর এক অনুরাগীর প্রশ্ন ছিল, বিশ্বকাপের ম্যাচগুলিতে কি তিনি নিজের খরচেই যেতেন? উত্তরে ইভানা জানিয়েছেন, ক্রোয়েশিয়ায় সব কটি ম্যাচেই তিনি নিজের টাকায় টিকিট কেটে উপস্থিত হতেন। কিন্তু ম্যাচগুলির টিকিট তাঁকে নিজের টাকায় কাটতে হতো না।
আরও শুনুন: মেসি কেন পেলেন গোল্ডেন বল? ‘ফিফা’র উপর রেগে আগুন ক্রোয়েশিয়ার সেই সুন্দরী
এরপরই ইভানার কাছে জানতে চাওয়া হয় তাঁর প্রিয় ফুটবলার কে? এক বাক্যে সি আর সেভেনের নাম নিয়েছেন ইভানা। এর আগেও মেসির গোল্ডেন বল পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। তাই বিশ্বজয়ী ফুটবল দলের রাজা মেসি যে তাঁর পছন্দের খেলোয়াড় নন, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। এবার নিজে মুখেই ইভানা জানিয়ে দিলেন, তাঁর প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো। স্বাভাবিক ভাবেই ইভানার ব্যক্তিগত পছন্দ জানার পর তাঁর ফ্যানদের মধ্যে বিভেদের সম্ভাবনা দেখা দিয়েছিল। বিশেষত যাঁরা মেসিভক্ত, তাঁদের মোটেও পছন্দ হয়নি ইভানার এই মন্তব্য। কিন্তু সদ্য প্রকাশ পাওয়া ইভানার নতুন ছবি সেই বিভেদের কোনও অবকাশই রাখেনি। ইভানার ব্যক্তিগত পছন্দকে আমল না দিয়ে তাঁর আবেদনময়ী ছবিতেই শেষমেশ মজেছেন অনুরাগীরা।
View this post on Instagram