অসুস্থ হওয়া নিষিদ্ধ। এমনটাই নিয়ম। গোটা শহর জুড়েই, কেউ অসুস্থ হতে পারবেন না। কিন্তু অসুস্থ হওয়া কি কারও হাতে থাকে! ঠিক কী সমস্যা হবে শরীর খারাপ হলে? কোথায় লাগু হল এমন নিয়ম? আসুন শুনে নেওয়া যাক।
শিব ঠাকুরের আপন দেশে, আইন-কানুন সর্বনেশে! এখানেও যেন ঠিক তেমনটাই। এমন এক জায়গা, যেখানে অসুস্থ হওয়া নিষিদ্ধ। শুনতে অবাক লাগলেও সত্যি। তবে এদেশে নয়, এমন নিয়ম জারি হয়েছে ইতালির এক শহরে, নাম বেলকাস্ত্রো।
কথায় বলে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে! অর্থাৎ এই তিনটি বিষয়ে মানুষের হাত থাকে না। একইভাবে শরীরে কখন কোন রোগ বাসা বাঁধবে তাও বোঝা দায়। একথা ঠিক যে সাবধান থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে। কিন্তু অতি সাবধান হলেও বিপদ। এদিকে, ইতালির বেলকাস্ত্রো শহরে নিয়ম জারি হয়েছে অসুস্থ হওয়া চলবে না। সম্প্রতি বেলকাস্ত্রোর মেয়র অ্যান্টোনিও টোরচিয়া এই নিয়মের কথা ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন অদ্ভুত নিয়মের কারণ কী?
সহজ কথায় বললে, শহরের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা। আসলে, দক্ষিণ ইটালির ক্যালাবিয়ানে অবস্থিত বেলকাস্ত্রো আকারে তেমন বড় না। মেরে কেটে ১৩০০জন বাসিন্দা গোটা শহরে। সেইরকম কোনও সুযোগ সুবিধাও মেলে না শহরে। সবদিকে বেহাল দশা স্বাস্থ্যের। নতুন প্রজন্মের প্রায় সকলেই এই কারণে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবেন। তাতে জনসংখ্যা আরও কমে। এইসব দেখে শুনেই মেয়রের মনে হয় কিছু একটা ব্যবস্থা করা দরকার। ঘোষণা করেন, কেউ যেন অসুস্থ না হয়। প্রথমে কড়া সুরে এই নিয়মের কথা বললেও পড়ে বুঝিয়ে বলেন, এমনটা মজা করেই তিনি বলেছেন। তাঁর একমাত্র উদ্দেশ্য শহরের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা এবং সেটা তখনই সম্ভব যখন বাসিন্দারা নিজে থেকে সচেতন থাকবেন। যেসব রোগ একটু সাবধানে থাকলেই নিয়ন্ত্রণে আনা যায় সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি। তাতে স্বাস্থ্যকেন্দ্র ছোট হলেও তাতে চাপ কম পড়বে। প্রয়োজনে চিকিৎসা পাবেন রোগীরা। শহরের বাসিন্দারাও সুস্থ থাকতে পারবেন। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বিভিন্ন সুযোগসুবিধার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ওই মেয়র। যাতে আর কারও মনে শহরের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আক্ষেপ না থাকে সেদিকে নজর রাখবেন তিনি। তবে বাকিরাও যাতে তাঁর সঙ্গ দেন তাই অদ্ভুত ঘোষণা করে সকলের নজর কেড়েছেন।